আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আশা করি সবাই ভালোই আছেন!
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করতে যাচ্ছি।
আপনারা টাইটেল দেখেই বুঝেছেন যে আজকে লিখাটি রুট রিলেটেড তাই যারা রুট করেছেন ফোন তাদের বিষয়টি কাজে দিবে।
আমাদেন ফোনগুলো অনেক সময় চার্জে দিলে ফাস্ট চার্জিং হওয়ার কারণে মাত্রাতিরিক্ত গরম হয়ে যায়, বিশেষ করে গরম কালে এমনটা বেশি ঘটে থাকে।
কিন্তু ফোন অভার হিটিং এর ফলে ব্যাটারিও প্রচন্ড গরম হয়।এতে করে ব্যাটারি হেলথ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও ব্যাটারির একটা নির্দিষ্টট তাপ সহ্য ক্ষমতা থাকে তবুও যাদের আহামরি ফাস্ট চার্জের দরকার নেই কিন্তু ব্যাটারির লাইফ টাইম দীর্ঘ রাখতে চান তাদের জন্য এটি একটি কার্যকরি সমাধান।
আজকে আমি মূলতো আপনাদের ফোনের চার্জিং ভোল্টেজ এবং এম্পিয়ার কন্ট্রোল করার মাধ্যমে অভার হিট থেকে রক্ষা করা দেখাবো।
Requirement:Magisk/KSU and ACC module..
(গত পোস্টে ACC module শেয়ার করেছি, সেই পোস্টটি দেখে মডিউল সেটাপ করবেন।)
পোস্ট লিংক: এখানে ক্লিক করুন
যারা চান আপনার ফোন চার্জের সময় কম গরম হোক তারা নিচের স্টেপগুলো ফলো করুন:
কিভাবে অ্যাম্পিয়ারও ভোল্টেজ নিয়ন্ত্রণ করবেন:
আপনার ফোনে Install করা ACCA অ্যাপটি Open করুন।
এর পরে নিচের স্ক্রিনশটে মার্ক করা জায়গায় ক্লিক করুন:
এর পরে নিচের স্ক্রিনশটে দেখানো জায়গায় ক্লিক করুন:
এবার নিচের স্ক্রিনশটিতে দেখানো অপশন দুটিতে টিক দিন:
এবার আসুন মূল বিষয়ে – এখানে দেখুন ১ম অপশনটিতে ম্যাক ভোল্টেজ সেলেক্ট করতে বলেছে, অর্থাৎ আপনি এখানে যতো মিলি ভোল্ট সেলেক্ট করবেন এর বেশি ভোল্টেজে ব্যাটারি চার্জ হবেনা। এটাকে আপনারা 4200 রাখতে পারেন, এটা খুব বেশিও না আবার কমও না,তবে লক্ষ্য রাখবেন ফোন যেনো ঠিকমতো চার্জ হয়,সে অনুয়ায়ী এটি দিবেন কমবেশি করে।
আবার দ্বিতীয় অপশনটিতে লক্ষ্য করুন,এখানে ম্যাক্স অ্যাম্পিয়ার/কারেন্ট সেলেক্ট করার অপশন রয়েছে।
মূলতো ফাস্ট চার্জে অনেক বেশি অ্যাম্পিয়ার প্রবাহিত হয় তাই অনেক দ্রুত চার্জ হয় এবং গরম হয়। তো আপনার আপনাদের চার্জিং স্পিড অনুসারে এখানে ৫০০/১০০০-২০০০/৩০০০ যার যতোটুকু প্রয়োজন ততটুকু দিয়ে সেভ করুন।
এবং সর্বশেষ নিচের স্ক্রিনশট অনুসারে কনফিগটি সেভ করুন:
এখন চেক করে দেখুন আপনার সেট করা লিমিটের উপরে চার্জিং স্পিড যাচ্ছেনা।
এভাবে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ কমানোর ফলে ব্যাটারি কম গরম হবে এবং ব্যাটারি হেলথ দীর্ঘদিন ঠিক থাকবে।
আশাকরি আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন।
ভূলত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।
আজকে এতো টুকুই।
আল্লাহ হাফিজ।
প্রয়োজনে যোগাযোগ:
Telegram
The post [Root -Magisk/KSU]ফোন চার্জের সময় অভার হিটিং ইস্যু? চার্জিং Amp ও voltage নিয়ন্ত্রণ করুন ACC module এর মাধ্যমে⚡ appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/o6j0fpS
via IFTTT
0 Comments
Post a Comment