আসসালামু আলাইকুম:


আশাকরি সবাই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের মাঝে একটি ভিন্নধর্মী পোস্ট নিয়ে এসেছি, আশাকরি সকলের ভালো লাগবে ট্রিকটি।

আমরা অনেকেই আছি যারা আমাদের বাসায় থাকা পুরোনো এন্ড্রয়েড ফোনটাকে ফেলে রেখেছি বা নষ্ট করে ফেলেছি।
অথচ এমনটা না করে পুরনো ফোনটাকে একটু মেরামত করে আমরা অনেক কাজেই লাগাতে পারি।আজকে এমন একটি ট্রিক নিয়েই আপনাদের সাথে আলোচনা করব।


পড়ার টেবিলে সবার একটা ঘড়ি রাখা উচিত,এতে করে কতক্ষন পড়া হচ্ছে এটা নজরদারি করা যায় যার ফলে গুছিয়ে পড়ার অভ্যাস তৈরি হয়।
কিন্তু বাজার বা অনলাইনে একটি ভালো মানের টেবিল ওয়াচ কিনতে গেলেই ১০০০/১২০০ টাকা তো লাগবেই।
শুধু শুধু এতোগুলো টাকা খরচ না করে আপনার ঘরে পড়ে থাকা পুরনো মোবাইলটিকে কাজে লাগাতে পারেন।একটি ছোট্ট অ্যাপ এর মাধ্যমে আপনার ফোনটি হয়ে যাবে একটি সুন্দর টেবিল ওয়াচ।



Download : Play Store

আজকে এতোটুকুই আশা করি আপনারা উপকৃত হবেন।
আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম।


প্রয়োজনে যোগাযোগ:
Telegram

The post পুরোনো ফোনকে বানিয়ে ফেলুন ডিজিটার ওয়াচ-এটি আপনার পড়ার টেবিলের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সময় দেখার সুবিধা দিবে। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/0i6jDJY
via IFTTT