#পোস্ট ২৩


আসসালামু আলাইকুম, সবাইকে। গত পোস্টে আমি দেখিয়েছিলাম পিসি দিয়ে কীভাবে করবেন আজ দেখব স্মার্টফোন দিয়ে কীভাবে করবেন। গিটহাবের অংশটুকু একই থাকায় সেটা আগের পোস্ট থেকে কপি পেস্ট করলাম আর লিংক বের করার কাজটুকু ভিন্ন হওয়ায় সেটা নতুন করে লিখব।

উল্লেখ্য, গত পোস্টে একজন কমেন্ট করেছিলেন যে লিংক কিছুক্ষণ পর কাজ করে না। এর সমাধান হল, আপনাদের আইএসপি থেকে লিংক চেয়ে নিতে হবে। নিজে নিজে লিংক খুঁজে নিলে কাজ হবে না। কারণ পাবলিক আইপিটিভি সার্ভারের লিংক কিছুক্ষণ পর এক্সপায়ার হয়ে যায়।

(আইএসপি থেকে লিংক নিতে কোনো ধরণের টাকার প্রয়োজন হয় না। চাইলেই দিয়ে দিবে।)

এখন আসল কাজ শুরু করা যাক।


 

প্রয়োজনীয় সরঞ্জামঃ

  • GitHub Account (পুরাতন এবং কোনো ধরনের রেস্ট্রিকশন নেই এমন একাউন্ট।)
  • IPTV Server (আপনার আইএসপি থেকে জেনে নিবেন।)
  • স্মার্টফোন
  • 1dm App এটি দিয়ে আমরা লিংক বের করব।

 

শুরুতেই দেখাব কীভাবে M3U8 ফাইল খুঁজে বের করবেন।

শুরুতেই প্লে স্টোর থেকে 1dm অ্যাপটি ডাউনলোড করে নিন।

অ্যাপটি ওপেন করে ব্রাউজারে গিয়ে আপনার আইপিটিভি সার্ভার এড্রেস লিখে সার্চ দিন।

এখানে আপনি যেই চ্যানেলের লিংক নিতে চাচ্ছেন সেটা প্লে করুন এবং প্লে হওয়ায় পর্যন্ত অপেক্ষা করুন।

উপরে ৩ ডটে ক্লিক করলে View Page resources এ ক্লিক করুন।


এখানে অনেক লিংক দেখতে পারবেন সেখান থেকে m3u8 লেখা আছে এমন লিংকে ক্লিক করে লিংক কপি করুন।

আমার এখানে m3u8 এর পরেও অনেক অংশ দেখা যাচ্ছে সেজন্য সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। আমি নোটপ্যাড ব্যবহার করছি সাময়িকভাবে সেইভ রাখার জন্য।


এই লিংকটি যেকোনো যায়গায় সেইভ করে রাখুন। পরবর্তীতে কাজে লাগাবে।

 

PlayList যেভাবে বানাবেন।

শুরুতেই গিটহাবে একটি নতুন Repository তৈরি করে নিবেন। অবশ্যই সেটিকে পাবলিক রাখবেন। (নাম দেওয়ার ক্ষেত্রে ‘IPTV’ ব্যবহার না করাই ভালো সেক্ষেত্রে ব্যান হওয়ার আশঙ্কা থাকে।)

নতুন ফাইল তৈরি করবেন যার নামের শেষে .m3u এক্সটেনশন যুক্ত করবেন।

 

এখানে ২ লাইনে কোড লাগবে সেটি পেস্ট করুন এবং প্রতিটা নতুন চ্যানেল যুক্ত করার ক্ষেত্রে এই কোড কপি পেস্ট করলেই হবে। শুধু লিংকগুলো আপডেট করবেন।
(EXTM3U লেখাটি শুরু একবারই পেস্ট করতে হবে।)

#EXTM3U

#EXTINF:-1 tvg-logo=”https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/e/ef/NTV_%28Bangladesh%29_logo.svg/200px-NTV_%28Bangladesh%29_logo.svg.png” group-title=”Bangla”, NTV
https://ift.tt/492rRtu

tvg-logo এর কোটেশন মার্কের ভিতরে আপনার চ্যানেলের লোগো লিংক দিতে হবে। তারজন্য উইকিপিডিয়া থেকে নিতে পারেন।

 

group-title=”Bangla” এখানে কোটেশন মার্কের ভিতর আপনার চ্যানেলের টাইপ দিবেন

 

কমার পর চ্যানেলের নাম দিবেন

পরবর্তী লাইনে চ্যানেলের M3U8 ফাইলের লিংক (যেটা আমরা শুরুতে নিয়ে রেখেছিলাম।)

 

এবারে Commit changes দিয়ে ফাইলটির লিংক কপি করে যেকোনো আইপিটিভি প্লেয়ারে পেস্ট করুন।

ব্যাস কাজ শেষ।

ফোনের জন্য Televizo ও পিসির জন্য Kodi ব্যবহার করতে পারেন।

অ্যাপে কীভাবে পেস্ট করতে হবে সেটা আশা করছি আপনাদেরকে শিখিয়ে দিতে হবে না।

Credit: ট্রিকটি শিখতে আমাকে ভীষণভাবে সাহায্য করেছে Likhon ভাই। তাকে অসংখ্য ধন্যবাদ। তিনিও ট্রিকবিডির একজন অথোর।

সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করায় চ্যানেলে স্ট্রাইক চলে এসেছে সেজন্য ভিডিওটি টেলিগ্রামে দিলাম। আপনাদের যদি পোস্টটি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও দেখে করতে পারবেন।
ভিডিও টিউটোরিয়াল লিংকঃ Solutions of Technology


আজকের পোস্ট এখানেই শেষ করছি। এমন ইন্টারেস্টিং সব পোস্ট দেখতে আমার প্রোফাইল ঘুরে আসতে পারেন। পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ রইলো । ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। <3


More about me

আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ব্লগ থেকে পোস্টটি পড়তে পারেন। 👉আমার ব্লগ সাইট👈

The post নিজে নিজেই বানিয়ে ফেলুন IPTV Playlist (SmartPhone Method) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Meybf20
via IFTTT