Hello World!

কি অবস্থা সবার? আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি Trick নিয়ে। এই Trick টি ব্যবহার করে আপনারা যেকোনো ইন্সটাগ্রাম প্রোফাইলের সমস্ত ভিডিও,ছবি একটি মাত্র ক্লিকে ডাউনলোড করে ফেলতে পারবেন।

মজার ব্যাপার হচ্ছে এর প্রচুর সুবিধা রয়েছে এবং আপনি সব কিছু আলাদা আলাদা ফোল্ডার আকারে ডাউনলোড করতে পারবেন।

এতে নেই কোনো Limit। অর্থাৎ যত ইচ্ছা ডাউনলোড করতে পারবেন। Limit যদি থাকে তাহলে সেটা হবে আপনার Storage!

তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই Trick টি ব্যবহার করবেন।

তার আগে জেনে নিই এর জন্যে কি কি প্রয়োজন পড়বে।

১) একটি Pc বা মোবাইল।

২) ইন্টারনেট কানেকশন।

৩) Telegram App।

হ্যাঁ, এগুলোই লাগবে। তাহলে এবার কি করা লাগবে? এটাও চলুন দেখে নেওয়া যাক।

👉 প্রথমে আপনি Telegram এ ঢুকুন।

👉 এরপর এই দুইটি Bot Open করে Start করুন। (যেটা খুশি)

১ম বট : 1. https://t.me/tisavebot

2. Username : @tisavebot

২য় বট : 1. https://t.me/instadowlbot

2. Username : @instadowlbot

👉 এরপর আপনি যে Profile টির সমস্ত কিছুই ডাউনলোড করতে চান সেই প্রোফাইলটির লিংক এখানে Paste করে দিন।

👉 ব্যাস। এবার শুধু অপেক্ষার পালা। বট নিজে নিজেই অটোমেটিক্যালি সবকিছু আপনাকে এক এক করে সেন্ড করা শুরু করে দিবে। এরপর আপনি সেগুলো ডাউনলোড করে নিবেন।

যার টেলিগ্রাম ডেস্কটপ ব্যবহার করেন তারা প্রত্যেকটি ফাইল আলাদা আলাদা ফোল্ডার করে রেখে দিতে পারবেন। Android এও Possible।

এর জন্যে Telegram Settings থেকে Download Folder টা Change করে দিবেন তাহলেই হবে।

 

🥳সুবিধা :
👉 সব টেলিগ্রাম বটে একসাথে সম্পূর্ণ প্রোফাইল ডাউনলোড করা যায় না। কিন্তু এই দুটিতে যায়।
👉 টিকটকের পোস্টটির মতোই একইভাবে এই বটগুলোও কাজ করে। তাই কোনো লিমিট নেই।
👉 আনলিমিটেড হওয়ায় যত ইচ্ছা প্রোফাইল ডাউনলোড করতে পারবেন।
👉 টেলিগ্রাম বট হওয়ায় আপনাকে ব্রাউজার খুলে রাখা লাগবে সবসময় (আগের পোস্টটির মতো) এমন না।
আপনি শুধু Link টা Send করে Back করে Telegram Close করে দিতে পারবেন। Bot এই বাকী কাজ করে দিবে।
👉 আপনি চাইলে বট দুটিকে আপনার গ্রুপেও এড করে রাখতে পারবেন। এর ফলে অন্যরাও এটাকে একইসাথে ব্যবহার করতে পারবে।
🙁 অসুবিধা :
👉 টেলিগ্রাম বট হওয়ায় কখনো যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে এর জন্যে আমি দায়ী না। কারন বটগুলো আমার না। যতদিন চলছে চালান।
👉 যদি ডাউনলোড করা বন্ধ করে দেয় মানে বট অকেজো হয়ে যায় তাহলেও আমি দায়ী না এর জন্যে। কারন এই ধরনের বটগুলো বেশি জানাজানি হয়ে গেলে এমনটা হয়ে যায় এটাই স্বাভাবিক।
👉 ফাইল আপলোড করতে যদি দেরি করে তাহলে কিছুক্ষন পর আবার চেষ্টা করবেন লিংক পেস্ট করে। লিংক ভালোভাবে পেস্ট না করলে ডাউনলোড করতে পারবে না। তাই এই দিকে একটু সতর্ক থাকবেন।

আজকের মতো এখানেই শেষ করছি। সামনে আরো ভালো কিছু পেলে অবশ্যই শেয়ার করবো। আর হ্যাঁ, কোথাও শেয়ার করার আগে আমাকে জানাবেন নয়তোবা At least Credit দিবেন – 4HS4N এর।
আমার Permission ছাড়া কোথাও পোস্ট করলে তার বিরুদ্ধে একশন নিতে বাধ্য থাকবো।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে নতুন কোনো ট্রিক শেয়ারের সময়।
Stay With TrickBD
THIS IS 4HS4N
LOGGING OUT….

The post এক ক্লিকে ডাউনলোড করুন Instagram Profile এর সমস্ত ভিডিও/ছবি ইত্যাদি একইসাথে ফোল্ডার আকারে! (No Watermark+Original Quality) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/EXA5Htj
via IFTTT