আসসালামু ওয়ালাইকুম।

আশা করি সকলেই ভালো আছেন।
আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি।

AI এর উন্নতি যেমন মানুষের অনেক কাজে সহোযোগিতার হাত প্রশস্ত করেছে ঠিক তেমনি কিছু ক্ষেত্রে এর খুব খারাপ প্রভাব পরতে শুরু করেছে।

AI এর কিছু প্রগ্রামের মাধ্যমে এখন শুধু মাত্র আপনার একটি ছবি থেকে আপনার অশ্লীল ছবি বানানো বা ভিডিও বানানো এখন এতোটাই সহজ ব্যাপার হয়ে গিয়েছে ছে, যে কেউই এটি করে ফেলতে পারে।

এছাড়াও এমনও অনেক সময় দেখা যায় যে আপনার বা আপনি আপনার ছবি বা ভিডিও পাঠিয়েছেন এমন কারো ডিভাইস হ্যাক করে, তা হ্যাকার বা অন্য কেউ অনলাইনে ছরিয়ে দিতে পারে।

যায় হোক, আজ আপনাদের দেখাতে চলেছি যদি কোন ব্যাক্তি আপনার কোন প্রাইভেট মুহুরতের ছবি বা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবার চেষ্টা করে তা হলে আপনি কিভাবে তা ছড়ানো থেকে রক্ষা পাবেন।

আমার দেখানো পদ্ধতিতে আপনি নিচের প্লাটফর্ম গুলো থেকে আপনার ছবি বা ভিডিও মুছে দিতে এবং ছড়ানো বন্ধ করতে পারবেন।


এর জন্য প্রথমেই আপনাকে https://stopncii.org এই সাইটে প্রবেশ করতে হবে।

সাইটে প্রবেশ করার পর আপনি Create Your Case বাটন এ ক্লিক করবেন।

* এখানে আপনার বয়স ১৮ এর কম বা বেশি তা সিলেক্ট করবেন।

* যে ছবিটি বা ভিডিও টি internet থেকে Remove করতে চাচ্ছেন সেটিকি আপনার বা অন্য কারো তা সিলেক্টে করবেন।

* সেই ছবিটি বা ভিডিও টি কি অবস্থার সেটি সিলেক্ট করে Next ক্লিক করবেন।

তারপর আপনার যে ছবি বা ভিডিও টি নিয়ে সমস্যা সেটি আপলোড করে Next ক্লিক করবেন।

তারপর আপনি একটি পিন নাম্বার সেট করুন যেটি পরবর্তীতে আপনার Case টি দেখতে সহোযোগিতা করবে।

Next এ ক্লিক করে আপনার Case টি জমা দিন।

Case জমা দেওয়ার পর তাদের টিম আপনার Case টি পর্যালোচনা করবে।

আর অবশ্যই আপনি Case জমা দেওয়ার পর Case Number এবং Pin নাম্বার টি সংরক্ষণ করে রাখবেন। আপনার Case টি কি অবস্থায় আছে তা দেখতে এগুলো কাজে লাগবে।

বিশেষ অনুরোধ: দয়া করে নিজের প্রাইভেট মুহুরতের ছবি বা ভিডিও করা এবং কাউকে পাঠানো থেকে বিরত থাকুন। আপনার বা যাকে পাঠাবেন উনার ১ মুহুরতের আনন্দের জন্য আপনার সারাজীবন ঢেকে যেতে পারে কালো অন্ধকারে।

আশা করি আজকের পোষ্ট টি আপনার উপকারে আসবে।

ধন্যবাদ।

The post আপনার বা পরিচিত কারো ব্যক্তিগত ছবি বা ভিডিও অন্যকেউ অনলাইনে ছড়িয়ে দিলে কিভাবে তা ইন্টারনেটে ছড়ানো বন্ধ করবেন এবং ডিলিট করবেন, জেনে নিন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/i9qZOAK
via IFTTT