হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের সবার?

আশা করি তোমরা সবাই ভালো আছো । আজকের পোস্ট অনেক কাজের হতে যাচ্ছে। যারা প্রায় প্রায় অফিশিয়াল কাজে ফাইল শেয়ার করে থাকেন তাদের জন্য ।

আমরা সবাই জানি যে, আমরা যখন কাউকে কোন ফাইল সেন্ড করি অনলাইনে প্রায় আমরা তা Google Drive এর মাধ্যমে করে থাকি ।

কিন্তু Google Drive limit শুধু মাত্র ২৫ জিবি পর্যন্ত ।

এবং নিজের পারসোনাল ড্রাইভে এমন ফাইল বার বার আপলোড করা যেগুলো শুধু একবার এর জন্য সেন্ড করছেন এইটা বিরক্তকর কিন্তু।

 

 

তো যারা এই One Time File Send এর কাজ করেন আজকের পোস্ট তাদের জন্য সলিউসন হতে পারে।

আমি আজকে আপনাদের সাথে এমন এক সাইট শেয়ার করব , যেই সাইট ব্যবহার করে আপনারা ১০০ জিবি পর্যন্ত ফ্রি ফাইল পাঠাতে পারবেন ।

পাশাপাশি আপনি বিভিন্ন সেটিং ও করতে পারবেন।

যেমনঃ

১। Destruct after the first download  অন অফ করতে পারবেন।

২। Streaming  অন অফ করতে পারবেন।

৩। Removable অন অফ করতে পারবেন।

৪। Password এড করতে পারবেন।

এখানে আছে QR Code সিস্টেম ।

ডাইরেক্ট ডাউনলোড লিংক শেয়ার । আর কি লাগে ?

তো বলা যেতেই পারে এই সার্ভিস আপনাদের প্রবলেম সল্ভ খুব সহজেই করতে পারে।

How To Get 100GB Free Cloud Storage ?

Step 1: সবার প্রথমে আমাদের https://lisa.grupocic.es/#/ এই সাইট এ যেতে হবে ।

Step 2: এবারে আমরা বাম পাশে সেটিং পেয়ে যাবো। আর ডান পাশে ADD files Option থেকে আমরা ফাইল আপলোড করতে পারব। [ফ্রি ভার্সনে সর্বচ্চ ৫দিন পর্যন্ত ফাইল থাকে ৫ দিন পর অটো ডিলিট হয়ে যায়]

Step 3: এইবারে দেখেন আমি ফাইল আপলোড করেছি ।

আপলোড হওয়ার পড়ে নিচের মত Dashboard পেয়ে যাবেন।

এখানে লিংক পেয়ে যাবেন।

এইতো হয়ে গেলো ।

তো এখন আপনি আপনার মত করে ব্যবহার করুন এবং বড় বড় ফাইল খুব সহজেই শেয়ার করুন ।

আপনাদের জন্য আরো একটি টিপস উপরের সাইটটি মাঝে মাঝে ডাউন যায়। তাই আপনারা চাইলে

wetransfer সাইট ব্যবহার করতে পারেন। যেখানে আপনারা পেয়ে যাবেন ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ার সার্ভিস একদম ফ্রিতে। 

আমি মাঝে মাঝেই এই সাইট ব্যবহার করে থাকি।

তো এই ছিল আজকের পোস্ট । দেখা হচ্ছে নেক্সট পোস্ট এ ততক্ষন পর্যন্ত বায় বায়।

সৌজন্যঃ আমার সাইট 

The post 100GB পর্যন্ত Free Cloud Storage ফাইল শেয়ার এর জন্যে। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/NPywz46
via IFTTT