হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম।
গতকাল ২৮জুলাই প্রকাশিত হলো এসএসসি পরিক্ষার ফলাফল সেই ফলাফল অনেকেই খুশি আবার অনেকেই খুশী নয়, কারণ তাদের আশা, প্রত্যাশা মতো ফলাফল তারা করতে পারেনি।
তো যারা আশানুরূপ প্রত্যাশামতো ভালো ফলাফল করতে পারোনি তাদের জন্যই আজকের পোস্ট।
আজকের এই পোস্টে আমি ফলাফল পুন:নিরক্ষণের জন্য কিভাবে আবেদন করবে সেটির A2Z সব বিষয় নিয়ে আলোচনা করবো।
আবেদন করতে যা লাগবে
১) একটি মোবাইল ফোন & টেলিটক সিম
২) ব্যালেঞ্জে পর্যাপ্ত পরিমাণ টাকা (প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকা)
৩) রোল নাম্বার
৪) বোর্ডের শর্টকাট ও মোবাইল নাম্বার।
তো চলো দেখি কীভাবে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবো।
প্রথমে মোবাইলের ম্যাসেজ অপশনে চলে যাও তারপর টাইপ করো, RSC স্পেস BOORD Shortcut স্পেস Roll স্পেস বিষয়কোড।
উদাহরণ: RSC SYL 123456 101 তারপর সেন্ড করে দাও 16222 নাম্বারে।
একই সাথে যদি দুইটি বিষয়ের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে টাইপ করো RSC স্পেস স্পেস স্পেস , স্পেস
উদাহরণ: RSC SYL 123456 101, 102 তারপর সেন্ড করো 16222 নাম্বারে।
বোর্ড চ্যালেঞ্জের ম্যাসেজ সেন্ড হয়ে গেলে সেই নাম্বারে একটা পিন আসবে, যদি তুমি চ্যালেঞ্জ করতে আগ্রহী থাকো তাহলে সেই পিন নম্বর দিয়ে আবার একটি ম্যাসেজ পাঠাতে হবে।
RSC স্পেস স্পেস স্পেস <মোবাইল নাম্বার তারপর সেন্ড করবা ১৬২২২ নাম্বারে।
উদাহরণ: RSC YES 123456 0175656**78
বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারো।
তাছাড়া ভিডিওর মাধ্যমে প্র্যাক্টিক্যালি যদি দেখতে চাও কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় তাহলে এই ভিডিওটি দেখে নাও।
আবেদনের সময়সীমা: ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত।
ধন্যবাদ সবাইকে।
The post এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ / SSC Board Challenge 2023 appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/RcuYj9i
via IFTTT
0 Comments
Post a Comment