আসসালামু আলাইকুম !
Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !
আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !
•••
•••
আমরা অনেকেই আছি যারা টুকটাক আঁকাআঁকি করতে পছন্দ করি। মূলত এই পোস্টের মাধ্যমে দেখাবো কিভাবে আপনি নিজের আঁকা ছবি দিয়ে এনিমেটেড ভিডিও বানাবেন খুব সহজেই এবং সেটা আপনার মোবাইল দিয়েই।
যেসব বাচ্চারা আঁকাআঁকি করতে পছন্দ করে তাদের জন্যেও এটা বেশ মজার ব্যাপার। আমি বেশি কথা বলবো না, সরাসরি মূল কথা বলবো। হাতে আঁকা ছবি দিয়ে আপনি Animated Video করতে পারবেন sketch.metademolab.com এই ওয়েবসাইটের মাধ্যমে।
তবে অবশ্যই এমন হাতে আঁকা ছবি হতে হবে যেটাতে ছবিতে থাকা ক্যারেক্টারের মাথা, হাত এবং পা বোঝা যায়। এই ওয়েবসাইট আপনার আঁকা ছবির উপর ফোকাস করে। এই ওয়েবসাইট একটি অ্যালগরিদম তৈরি করে যাতে এই ওয়েবসাইট অটোমেটিক অ্যানিমেশনের মাধ্যমে আঁকা ছবি কে ভিডিওর মতো জীবন্ত করে তুলতে পারে। এই ওয়েবসাইট Detectron2 এবং AlphaPose- এর উপর তৈরি।
ডেমো ব্যবহার করার জন্য, আপনাকে আপনার আঁকা একটি ছবি আপলোড করতে হবে। পরে, আপনার কাছে একটি পাবলিক ডেটাসেটে ছবিটি আপলোড করার অপশন থাকবে, তবে আপনি ছবিটি আপলোড না করেই ডেমো ব্যবহার করতে পারেন।
আপনি যখন আপনার আঁকা একটি ছবি আপলোড করেন, তখন এই ওয়েবসাইট ছবিটিকে অল্প সময়ের জন্য ধরে রাখবে, তারপরে এটি স্থায়ীভাবে মুছে ফেলা হবে যদি আপনি এটি একটি পাবলিক ডেটাসেটে আপলোড করতে রাজি না হন।
নিচে আমার তৈরি একটা অ্যানিমেটেড ভিডিও দেওয়া হলো। ↓
যেভাবে Animated Video বানাবেন ↓
উদাহরণ হিসেবে আমি এই আঁকা ছবিটার অ্যানিমেটেড ভিডিও করে দেখাবো। আপনারা পছন্দ মতো আঁকা ছবি দিয়ে করতে পারবেন।
ভিডিও বানানো ↓
প্রথমে sketch.metademolab.com ওয়েবসাইটে গিয়ে Get Started লেখায় ক্লিক করবেন।
এরপর আঁকা ছবি আপলোড করতে Upload Photo লেখা তে ক্লিক করবেন।
ছবি আপলোড করা হয়ে গেলে Next→ এ ক্লিক করুন।
এরপর এরকম লেখা আসলে Agree তে ক্লিক করবেন।
এরপর আপনার ছবির কতটুকু প্রয়োজন সেটা Crop করে Next→ এ ক্লিক করুন।
এরপর ছবিতে এডিটিং করার জন্য কিছু অপশন পাবেন। প্রয়োজন মতো এডিট করার পর Next → এ ক্লিক করুন।
তারপর ছবিতে কিছু পয়েন্ট দেওয়া থাকবে। আপনার প্রয়োজন মতো সেগুলো টেনে সেট করে নেবেন অথবা সেভাবেই রেখে দিয়ে Next→ এ ক্লিক করবেন।
ব্যাস! আপনার কাজ শেষ। এখন আপনি ফটোতে কি ধরনের Animation দিতে চান সেটা সেট করুন নিজের পছন্দ মতো।
আপনার তৈরিকৃত অ্যানিমেটেড ভিডিও ম্যানেজ করতে নিচের দেখানো ফুল স্ক্রীন আইকনে ক্লিক করুন।
আপনার ভিডিও ডাউনলোড করতে নিচের দেখানো থ্রী ডট লাইনে ক্লিক করুন।
তারপর আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন।
এভাবেই আপনি আপনার নিজের তৈরি অ্যানিমেটেড ভিডিও বানিয়ে সেটা কোনো ভিডিও এডিটর অ্যাপ দিয়ে এডিট করে Social Media তে শেয়ার করতে পারবেন।
°°°
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
The post কিভাবে হাতে আঁকা ছবি দিয়ে Animated Video বানাবেন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/M3BiZmw
via IFTTT
0 Comments
Post a Comment