আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।
আজকে আলোচনা করবো অসাধারণ একটি AI ওয়েবসাইট সম্পর্কে যেখানে আপনি ৯৫+ seo টুলস ব্যাবহার করতে পারবেন একদম বিনামূল্যে।
আর এই ৯৫+ টি টুলস আপনার অবশ্যই অনেক কাজে লাগবে।
ওয়েবসাইট লিংক: Pre post seo
এই ওয়েবসাইটের প্রত্যেক টুলস গুলো ৩টি ক্যাটাগরিতে সাজানো হয়েছে।যার কারনে এই ওয়েবসাইটের সৌন্দর্য ও এর ব্যাবহার আরো সহজ হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে।
তো চলুন এই ৩টি ক্যাটাগরিতে কি কি টুলস রয়েছে তা জেনে নেওয়া যাক
প্রথমে ক্যাটাগরিতে রয়েছে Writing & Education
এই ক্যাটাগরিতে আপনি যত ধরনের লেখালেখি কন্টেন্ট রয়েছে আপনি সব চেক করতে পারবেন।প্রায় ২৪টি টুলস রয়েছে যেমন: plagiarism checker(অন্যের লেখা নাকি নিজের লেখা তা চেক করার জন্য),Word Counter (আপনি কতটি ওয়ার্ড দিয়ে লিখেছেন এবং কতটি শব্দ,অর্থ বোধক হয়েছে ইত্যাদি চেক করার জন্য),Grammar checker (আপনার ব্যাকারণে কোন ভুল ক্রুটি রয়েছে কিন তা চেক করার জন্য), Articel Re-Writer,plagiarism comprasion,verifie backlink,page computation, code to text ratio,spell checker,SEO friendly url checker, keyword/total word,keywoed denesty checker, text compare, tiny text generator,reverse image search, paraphrasing tool,readability checker, similar page checker,small text generator,image to text,line counter,diff checker,word combiner,what is my ip?
এই ২৪ টি টুলস রাইটিং এন্ড এডুকেশেন এ রয়েছে।
দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে Domains Tools
ইন্টারনেট ব্যাবহার এর যতগুলো ডোমেন চেক করার প্রয়োজন রয়েছে আমার মনে হয় এই ক্যাটাগরিতে তা সব টুলস রয়েছে।Domain tools এ মোট ১৬ টি টুলস রয়েছে সেগুলো হচ্ছে: Domain Authority checker, Domain Age checker,Domain Whois checker,Domain Ip History,Reverse ip Domains,Reverse whoise checker,XML Sitemap generator,Malware Checker,Alexa Rank Checker, compare alexa rank,backlinks maker,social media Counter, blog search tool,broken link checke,Google pr checker,links extractor
তৃতীয়তে রয়েছে Website Management টুলস
যেখানে ওয়েবসাইট সম্পর্কিত মোট ৩০টি টুলস রয়েছে এই টুলস গুলোর মাধ্যমে আপনি যে সমস্থ Dns চেক করতে পারবেন সে গুলো হলো : DNS Record checker, Reverse NS Checker, DNS report,DNS propagation checker, Server port scanner,Class C ip checker, Ip Location, server status checker,defarent location ping, traceroute domin,spider simulator, google index tool,Google Index Checker,website page snooper, Urlencode/Urldecode,HTML encoder decoder,Domain Ip lookup, image cropper,fevicon generator,minify CSS, Minify JS,Minify HTML,Minofy JSON,CSS beautifier,JS Beautifier,HTML beautifier, JSON Beautifier, PHP Beautifier, XML Beautifier, ICO Converter মোট এই ৩০টি টুলস রয়েছে ওয়েবসাইট ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে।
চতুর্থতে রয়েছে অন্যান্য ক্যাটাগরিতে মোট ৩৩টি টুলস রয়েছে।
যার মাধ্যমে আপনারা হিসাব /পরিমাপ করতে অনেক সুবিধা পেয়ে থাকবেন যেমন:Adsense Calculator,PayPal fee Calculator, upsite down text (Font) generator.decimal to Binary, CPC calculator, hex to decimal, Hex to Binary,Hex to Octal,Octal to hex,Binary To calculator,ASCII to text,Reverce Text Generator, Roman numeral converter,LTV Calculator,Binary to decimal,CPM Calculator,Decimal to hex,Binary to octal,,Binary to hex, octal to binary, case converter,Hex Calculator,text to ASCII,roman numeral data converter,binary translator,text to binary, Random adders generator, Discount Calculator,Binary to hex,dicimal to octal,octal to decimal,Hex to RGB,octal to calculator,percentage calculator
এই টুলসে পরিমাপ/হিসাব করার জন্য সেরা একটি টুলস।
চলুন এই ওয়েবসাইটের কয়েকটি টুলসের কাজ দেখে নিই।
সবগুলো টুলস নিয়ে আলোচনা করলে পোস্টটি অনেক বেশি বড় হয়ে যাবে।তাই আমি ৭-৮ টি টুলসের কাজ দেখাচ্ছি।আশা করি এতেই আপনারা সবগুলো টুলসের কাজ বুঝে যাবেন।
প্রথমে দেখাচ্ছি plagiarism checker এই টুলসটি।
এর মাধ্যমে আপনাকে যদি আপনার কোন বন্ধু যে কোন বিষয়ে কন্টেন্ট লিখে পাঠায় আর ঐ লেখাটি কি সত্যি আপনার বন্ধু লিখেছে নাকি সে অন্য কোন ওয়েবসাইট থেকে আপনাকে কপি করে দিয়েছে তা খুব সহজেই বুঝতে পারবেন।
এখন আমি গুগুল থেকে my mother সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা কপি করে এনেছি।এখন দেখবো সত্যি এই টুলস কাজ করে কিনা।
আমি সম্পূর্ণ লেখাটি এই বক্সে লিখলাম এর পর সাবমিট অপশনে ক্লিক করলাম
দেখুন আমি অন্যের লেখাটি চুরি করে এনেছি।তাই ১০০% দেখাচ্ছে এই লেখাটি অন্য জনের।আপনার যদি কোন ব্লগ সাইট থাকে এবং ঐ সাইটে যদি কোন লেখক হায়ার করে থাকেন তার লেখাগুলো খুব সহজেই এই ওয়েবসাইট এর মাধ্যমে জানতে পারবেন এই লেখাটি কি সত্যিই সে লিখেছে নাকি অন্য কোথাও থেকে সংগ্রহ করেছে।
তারপর আসি Image To Text এই টুলসে।
এই টুলসের মাধ্যমে আপনি যেকোন ছবির লেখা গুলো টেক্স আকারে কনভার্ট করতে পারবেন।
প্রথমে Image To Text এই টুলসে ক্লিক করুন
এরপর Browser File এ ক্লিক করে আপনার ছবি সিলেক্ট করুন
এরপর Submite এ ক্লিক করুন
দেখুন একদম নির্ভুলভাবে কবিতাটি টেক্স আকারে কনভার্ট হয়ে গেছে।
এরপর আসি Google PR Checker
এই টুলসের মাধ্যমে আপনার ওয়েবসাইট বা যেকোন ওয়েবসাইটের গুগুল PR র্যাংক চেক করতে পারবেন।
প্রথমে Google PR checker এ ক্লিক করুন
এরপর আমি Url এর জায়গায় trickbd.com লিখলাম এবং পেজ র্যাংকে ক্লিক করলাম
দেখুন রেজাল্টে ট্রিকবিডি পেজ র্যাংক দেখাচ্ছে ৫/১০ আর পেজ র্যাংক ভ্যালু দেখাচ্ছে ৪.৯০
এরপর আসি Social Media Counter
এই টুলসের মাধ্যমে আপনি আপনারা সোশাল নেটওয়ার্ক এর যে কারো পেজ বা একাউন্ট এর মিডিয়া কাউন্টার রেংক চেক করতে পারবেন।
প্রথমে social Media Counter এই টুলসে ক্লিক করুন
এরপর url এই বক্সে ব্রাজিলের খেলোয়াড় নেইমারের ফেসবুক পেজ এর লিংক কপি করে এই বক্সে পেস্ট করে দিলাম তারপর analyze url এ ক্লিক করলাম
দেখুন নেইমারের পেজ র্যাংক পিন্ট্রেস্ট র্যাংক ২ এসেছে।
এরপর আসি malware Check এই টুলসে।
এই টুলসের মাধ্যমে আপনি যেকোন ওয়েবসাইট লিংক চেক করতে পারবেন। এই লিংকে বা সাইটে কোন প্রকার ভাইরাস রয়েছে কিনা।বর্তমান সোশাল নেটওয়ার্ক এ অনেকেই ফিশিং লিংক/ভাইরাস লিংক শেয়ার করছে আপনি চাইলে ঐ লিংক গুলোও চেক করতে পারবেন।
কিভাবে চেক করবেন চলুন দেখে নেওয়া যাক।
প্রথমে Malware check এই টুলসে ক্লিক করুন।
এখন আমি ট্রিকবিডির ওয়েবসাইট লিংক চেক করবো এর জন্য ট্রিকবিডির লিংক এই বক্সে লিখলাম।এরপর ম্যালওয়্যার চেক এই অপশনে ক্লিক করলাম।
আলহামদুলিল্লাহ ট্রিকবিডি কোন লিংকে ভাইরাস বা ক্ষতিকর কোন লিংক নেই।
এরপর আসি Dns Record’s checker
এই টুলসের মাধ্যমে আপনি যেকোন ওয়েবসাইটের যেকোন DNS এর host চেক করতে পারবেন ।
কিভাবে চেক করবেন আমি আপনাদের খুব সহজেই দেখাচ্ছি। প্রথমে DNS Record’s Checker এ ক্লিক করুন
এরপর url এই বক্সে আমি লিখলাম Trickbd.com
এরপর Check DNS Record’s এ ক্লিক করলাম
দেখুন ট্রিকবিডির সব হোস্টিং লিস্ট এইখানে চলে এসেছে।
এরপর আসি Text to Image এই টুলসে।
এই টুলসে আপনার টাইপকৃত লেখাগুলি ছবিতে পরিনত হবে।
প্রথমে Text to Image এইখানে ক্লিক করুন
এরপর টেক্সটে আমি লিখলাম ডাবিং দেখুন পাশের বক্সে অটোমেটিক ছবিতে পরিনত হয়ে যাচ্ছে।
এরপর আসি Text To Handwritten এই টুলসে
এই টুলসের মাধ্যমে আপনার যেকোন টাইপিংকৃত লেখাগুলো হাতের লেখার মতোন লেখাতে কনভার্ট হয়ে যাবে।
প্রথমে Text To Handwritten এই টুলসে ক্লিক করুন
দেখুন আমি যা লিখেছি তা হাতের লেখার মতোন কনভার্ট হয়ে গেছে।আপনারা চাইলে এই লেখাগুলো আপনাদের পচ্ছন্দমতো কাস্টমাইজ করে নিতে পারবেন।
এই ওয়েবসাইট থেকে আপনাদের সকল প্রয়োজনীয় টুলস এর ব্যাবহার খুব অল্প সময়ে খুব সহজেই করতে পারবেন।
সত্যি AI ওয়েবসাইট আমাদের অনেক কাজকে সহজতর করে দিয়েছে।যেকোন সেবাকে মুহুর্তের মাঝে করে দিচ্ছে AI.৯৫+ টুলস এই ওয়েবসাইট থাকাতে এর ব্যাবহার ও এর সেবার ভুমিকা অপরিহার্য।
বি:দ্র: দয়া করে এই ওয়েবসাইট ব্যাবহার করে কেউ অনৈতিক কাজ করবেন না।
আমি আমার সাধ্যেমতো চেষ্টা করেছি আপনাদের ভাল ভাবে বুঝানোর জন্য।আমার এই পোষ্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি
সোহেল আরমান রাজু
আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Groups
পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ
আল্লাহ হাফেজ
The post অসাধারণ একটি AI ওয়েবসাইট সম্পর্কে জেনে নিন যেখানে আপনি ৯৫+ Seo টুলসের ব্যাবহার করতে পারবেন খুব সহজেই appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/Gg7subo
via IFTTT
0 Comments
Post a Comment