Facebook Group এ এখন নতুন একটা ফিচার যোগ হয়েছে, যার নাম Community Chat. দুই type এর Community Chat বানাতে পারেন Group Admins এবং Moderators রাঃ 1. Standard Community Chat আর 2. Broadcast Community Chat.

Standard Community Chat এ সব Group Members রাই join করে message send করতে পারেন। তবে Broadcast Community Chat এ শুধু Group Admins এবং Moderators রা message send করতে পারেন, আর Members রা শুধু সেই Message এ react দিতে পারেন।

Members রা Standard community chat থেকে leave নিতে পারেন এভাবেঃ

1. যেই Group এর Community Chat থেকে Leave নিতে চান, সেই Group টা Visit করে Community Chat section থেকে Chat টিতে click করবেনঃ

2. Community Chat এর নামের উপরে Click করবেনঃ
3. Leave Chat option এ click করবেনঃ
4. Confirmation Message এ Leave Chat button এ click করবেনঃ
Broadcast Community Chat থেকে Leave নেয়ার কোনো option নেই। এক্ষেত্রে আপনাকে Chat এর Notification টা off করে রাখতে হবে। আর যদি আপনার Facebook Group টার কোনো দরকার না হয়, তবে আপনি Facebook Group টা থেকেই Leave নিতে পারেন, তাহলে সেই Broadcast Community Chat থেকেও আর কোনো Message আসবে না।

 

অনেকে এ ধরনের Community Chat থেকে leave নিতে না পেরে, Community Chat এ গালি দিতে শুরু করে নিজের profile এর ভাবমূর্তি তো নষ্ট করেননি আর তার সাথে গুণাহেরও ভাগিদার হয়ে যান। তাই নতুন কোনো বিষয় বুঝতে না পারলে, একটু ধৈর্য ধারণ করে সমাধানের চেষ্টা করবেন।

নিজে সমাধান বের করতে না পারলে, আমাদের এই Facebook Page এ Message দিবেনঃ FB Problem Solution BD

The post যেভাবে Facebook Group এর Community Chat থেকে Leave নিবেন বা Notification বন্ধ করবেন appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/X8dJBx3
via IFTTT