প্রথমেই বলে রাখি এটা একটা শিক্ষনীয় পোস্ট।
অনেকসময় দেখা যায় আপনি আপনার একাউন্ট পাসওয়ার্ড আপনার বন্ধুর সাথে সেয়ার করতে চাচ্ছেন না কিন্তু তাকে চরকি এর এক্সেস দিতে হবে। তখন আপনি আপনার ব্রাউজারের কুকি দিয়ে আপনার ফ্রেন্ডকে এক্সেস দিতে পারবেন।
একই সাথে ইন্টারনেটে অনেক মাধ্যম আছে যেখানে চরকি এই কুকি ফ্রিতে দিয়ে থাকে। সেগুলো ব্যবহার করে আপনি এই পদ্ধতিতে ফ্রিতে চরকি দেখতে পারবেন।

তার জন্য প্রথমে আপনাকে আপনার ব্রাউজারে এই এক্সটেনশন ইন্সটল করে নিতে হবে।

এখন দেখুন আমি চরকি সাইটে চলে আসলাম কিন্তু একাউন্ট না থাকায় সব লক দেখাচ্ছে।

তাই এবার আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে সুন্দর মত কুকি এক্সটেনশন এ চলে গেলাম এবং আমার বন্ধু থেকে নেওয়া কুকি পেস্ট করে দিলাম

ব্যাস এবার রিফ্রেশ করলেই দেখা যাবে পাসওয়ার্ড ছাড়াই একাউন্ট লগিন হয়ে গিয়েছে।

এখন আমি চরকি এর সকল ধরনের কন্টেন্ট আমার ব্রাউজারে এক্সেস করতে পারব।


এভাবে আপনি পাসওয়ার্ড ছাড়া চরকি একাউন্ট এর এক্সেস নিতে বা দিতে পারবেন এবং নিয়মিত ভিডিও দেখতে পারবেন

কুকি প্রতি 24 ঘন্টা পরপর এক্সপায়ার হয়ে যায়। তাই এখানে কোনো প্রকার কুকি দিতে পারছি না।কুকি এক্সপায়ার হয়ে গেলে অনেকে কমেন্টে গালাগালি করে। আপনারা এটা আপনার বন্ধু বা যার একাউন্ট আছে সেখান থেকে সংগ্রহ করে নিতে হবে এবং এভাবে এক একাউন্ট আনলিমিটেড ডিভাইসে ব্যবহার করতে পারবে।

The post পাসওয়ার্ড ছাড়া চরকি একাউন্ট ব্যবহার করুন আনলিমিটেড ডিভাইসে appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Ix2zHoT
via IFTTT