আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো অসাধারন একটি AI ওয়েবসাইট নিয়ে।
এই ওয়েবসাইটের মাধ্যমে যেকোন ছবি দিয়ে আপনার টেক্স আপলোড করে খুব সহজেই ভিডিও বানাতে পারবেন।
আমরা অনেকেই আছি যারা নিজের বন্ধুদের নিয়ে অনেক মজার ভিডিও বানাতে চাই। আবার অনেকেই আছি যারা ভিডিও আপলোড করে থাকি কিন্তু নিজের ফেস দেখাতে চাইনা তারাও এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার কাংখিত টেক্স লিখে খুব সহজেই ভিডিও বানাতে পারবেন।
কিভাবে ভিডিও বানাবেন চলুন তাহলে শুরু করা যাক।
প্রথমে এই লিংকে ক্লিক করুন D-ID AI Website

তারপর আপনার ব্রাউজারের ডেস্কটপ মুড চালু করুন

তারপর Digital Pepole Text to Video এইটার নিচে দেখুন Try it now লেখা রয়েছে ঐখানে ক্লিক করুন

এখন Start to free trial এ ক্লিক করুন

এরপর Guest এ ক্লিক করুন

 

এরপর আপনার জিমেইল দিয়ে লগিন করে নিন

আমাদের লগিন সম্পুর্ন হয়ে যাওয়ার পর ভিডিও বানানোর জন্য +Creat Video তে ক্লিক করবো

এরপর আমরা এইখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করতে পারবো এইখানের ছবি দিয়ে।এখন আমি আপনাদের দেখাবো কিভাবে নিজের বা বন্ধুদের ছবি দিয়ে ভিডিও বানাবেন।এরজন্য Add বাটনে ক্লিক করুন এরপর ছবি সিলেক্ট করে দিন

এরপর আপনি যে লেখা দিয়ে ভিডিও বানাতে চান ঐ লেখাটি Script এর নিচে আপনার লেখাটি লিখুন
Language এ Bangladesh সিলেক্ট করুন এবং ভয়েজে আপনার ইচ্ছামতো male/female সিলেক্ট করে উপরের ডানপাশে কোনাতে দেখুন লেখা রয়েছে Generate Video ঐখানে ক্লিক করুন


এরপর Generate এ ক্লিক করুন

এখন আমাদের ভিডিও বানানো হয়ে গেছে।ভিডিওটি ডাউনলোড করতে ভিডিওর মাঝখানে ক্লিক করুন এরপর দেখবেন ডাউনলোড লেখা আসবে ঐখানে ক্লিক করবেন।

দেখুন আমি যে ভিডিও এখন বানালাম

এই ওয়েবসাইট দিয়ে আপনি একটি একাউন্ট দিয়ে free trail দিয়ে সর্বোচ্চ ২০টি ভিডিও বানাতে পারবেন।

আমি আমার সাধ্যেমতো চেষ্টা করেছি আপনাদের ভাল ভাবে বুঝানোর জন্য।আমার এই পোষ্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Groups

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

 

 

 

 

The post AI ওয়েবসাইট দিয়ে যেকোন টেক্স লিখে ভিডিও বানান আপনার যেকোন ছবি দিয়ে(Create video with any of your photos by typing any text with AI website) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/XJM1nzt
via IFTTT