আসসালামুওয়ালাইকুম


কেমন আছেন সবাই ? আজ আবারো একটি নতুন জিক্যাম নিয়ে হাজির হলাম । এটা মূলত LMC 8.4 জিক্যাম এর একটি আপডেট !

আমরা সকলেই কম বেশি জিক্যাম ব্যবহার করে থাকি , কিন্তু অনেকেই মন মতো জিক্যাম পাই আবার অনেকেই পাইনা । তবে যারা জিক্যাম নিয়ে একটু খোজ খবর রাখি তারা একবার হলেও এই জিক্যাম এর নাম শুনেছি । LMC 8.4 এই জিক্যাম অনেক কম সময়ে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে এর ফিচার্স এবং স্ট্যাবলিটির জন্য ।

কিছুদিন হলো এর R17 আপডেট চলে এসেছে । আজকে সেই আপডেট এর উপরেই পোস্ট নিয়ে হাজির হয়েছি !

নোটিশঃ এই জিক্যাম এর  অনেক কনফিগ আমার কাছে রয়েছে । জিক্যাম দেওয়ার সাথে সাথে অনেকেই অনেক জায়গায় নক দিয়ে বলেন যে কনফিগ কোথায় কোনো কনফিগ সাপোর্ট করেনা , ক্যামেরা এপ এর সমস্যা । অনেকে আবার ভুল্ভাল কনফিগ ডাউনলোড করেন তাদের জন্য বলছি । যেই যেই ডিভাইসের জন্য এই ক্যামেরার কনফিগ রয়েছে তা নিয়ে আমি আগামী ২/১ দিনের মধ্যে পোস্ট  করবো ।

চলুন এই ক্যামেরার কিছু স্ক্রিনশট দেখে নেয়া যাক ।

LMC8.4 R17


 

 

 

 Download Links


আগামীতে আমি এই ক্যামেরার সেরা কিছু কনফিগ নিয়ে লিখবো । সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেয ।


 

 

তো আজ এই পর্যন্তই । দেখা হবে আগামী পোস্ট এ সে পর্যন্ত ভালো থাকুন । আল্লাহ হাফেজ ।


টেলিগ্রাম 

ফেসবুক

ইনস্টাগ্রাম

 

 

The post চলে এলো জিক্যাম কিং LMC8.4 এর R17 আপডেট appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/5RoEAdq
via IFTTT