ইমেইল সার্ভিস ব্যয়বহুল

ইমেইল আসলে কোনো লাভজনক ব্যবসা না – পয়েন্ট ১।

পয়েন্ট ২ হলঃ সবাই নতুন মেইল খুলতে চায়ও না।

মেইলিং সিস্টেমে ব্যান্ডউইথে যথেষ্ট ব্যয় হয়, কিন্তু ঐ তুলনায় লাভের পরিমান কম।

আপনি খেয়াল করবেন, শুধু মেইল নিয়ে কেউ ব্যবসা করে না। গুগলের জিমেইল, মাইক্রোসফটের হটমেইল (🥵📧), yahoo mail – সবারই অন্য ব্যবসা আছে, মেইল তাদের প্রধান ব্যবসা না।

 

Inactive account ডিলিট করছে Google

২০২২ সালে জিমেইল ইউজার ২ বিলিয়ন ছাড়িয়েছে। মেইল পাঠানো হয়েছে ১২১.৬ বিলিয়ন – প্রত্যেকদিন!

বিপুল এই ইউজারবেস মেইনটেইন করতে গুগলের অনেক ব্যয় হয়। প্রচুর inactive account গুগলের স্টোরেজ খেয়ে বসে থাকে। এসব অ্যাকাউন্টের দুর্বল পাসওয়ার্ড তাদের সিস্টেমকে হ্যাকারের কাছে vulnerable করে তুলে।

এজন্য অনেকদিন ইউজ না হলে ডাটাবেস থেকে google account delete করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। গুগল ব্লগ May 16, 2023 অনুযায়ীঃ

ভুলে যাওয়া বা অনেকদিন ইউজ না করা অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয় না, 2FA থাকে না, সিকিউরিটি নিয়মিত চেক হয় না। তাই এগুলো দুর্বল থাকে; বিভিন্ন আক্রমনের শিকার হতে পারে, যেমন স্ক্যাম, ফিশিং, identity theft.

কবে থেকে Google account delete শুরু হবে?

২০২৩ সালের ডিসেম্বর থেকে এই নীতি কার্যকর হবে।

একটানা ২ বছর কোনো গুগল অ্যাকাউন্ট ইউজ না হলে সেটা ডিলিট হয়ে যাবে।

তার আগে ঐ অ্যাকাউন্টে + যদি কোনো রিকভারী মেইল অ্যাড থাকে তাতে অনেকগুলো reminder mail পাঠানো হবে। তারপরও যদি কেউ ওসব মেইলের রেসপন্স না করে তাহলেই কেবল ডিলিট।

 

কে কে এই নীতির মধ্যে পড়ে?

আপনি আমি সবাই। সব ধরনের পারসোনাল অ্যাকাউন্ট।

ব্যতিক্রম হল স্কুল কলেজ, কিছু সংস্থার অ্যাকাউন্ট। যেহেতু আমরা এডুকেশন অ্যাকাউন্ট চালাই না এটা আমাদের জন্য না। Google One, Cloud বা কোনো অ্যাপে সাবস্ক্রিপশনযুক্ত অ্যাকাউন্টেরও কিছু হবে না।

 

Google account delete থেকে বাঁচাতে কি করতে হবে?

google account sign in

সোজা – প্রতি ৬ মাস / ১ বছর পর পর অ্যাকাউন্টে লগিন দিবেন। অ্যাকাউন্ট রিলেটেড গুগলের সার্ভিস ইউজ করলেও চলবে, যেমন –

  • ঐ অ্যাকাউন্ট থেকে গুগলে কিছু সার্চ করা
  • ঐ অ্যাকাউন্টের গুগল ড্রাইভে ঢোকা
  • একটা ইউটিউব ভিডিও দেখা
  • কোনো মেইল ওপেন বা সেন্ড করা
  • প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করা

কথা হল, আপনি যে জীবিত আছেন জাস্ট এটা গুগলকে জানালেই হবে।

Happy surfing 🏄‍♂️

The post Google account delete হবে লগিন না করলে! বাঁচতে হলে লগিন করুন 🔑 appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/WnQxoYK
via IFTTT