সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত
অংশগ্রহণ নিশ্চিত করতে
“রেটিনা স্টার’২৩”
পরীক্ষার তারিখ পরিবর্তন
করা হয়েছে। বিভিন্ন
কলেজে টেস্ট পরীক্ষা
থাকায়, ছাত্র-ছাত্রীদের প্রত্যাশার কথা চিন্তা
করে এবারের স্টার পরীক্ষা
হতে যাচ্ছে ২৪ জুন, ২০২৩
তারিখে।
রেটিনা স্টার ২০২৩ ।। batch 2023
সারাদেশের অসংখ্য
মেধাবীদের মাঝে
নিজেকে যাচাইয়ের একটা সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ
এখানেই!
মেডিকেল স্ট্যান্ডার্ড
প্রশ্নে পরীক্ষা হবে।
মেডিকেল ভর্তি পরীক্ষার
প্রশ্ন কেমন হয় সে সম্পর্কে
আইডিয়া পাবে,
পাশাপাশি তোমাদের HSC
এর প্রিপারেশন কেমন
হয়েছে, তা সহজেই বুঝতে
পারবে।দেশের সর্ববৃহৎ এই প্রতিযোগিতায় তোমরা
অংশগ্রহণ করছ তো?
জোনভিত্তিক এবং সেন্ট্রালি তোমাদের জন্য
থাকছে ১৫ লক্ষ টাকার নগদ
পুরস্কার ও শিক্ষাবৃত্তি!!
একটু বিস্তারিত দেখে যাক, যারা পরীক্ষা দিতে
পারবে: ২০২৩ সালের HSC/
আলিম পরীক্ষার্থীরা
(বাংলা ও ইংরেজি মাধ্যম)
পরীক্ষার সিলেবাস: HSC
সিলেবাস
প্রশ্নের ধরণ: মেডিকেল
স্ট্যান্ডার্ড
পরীক্ষার মানবন্টন: ১০০
( MCQ), নেগেটিভ মার্কিং
০.২৫ (অর্থাৎ ৪টি ভুল উত্তরে
১ মার্ক বাদ যাবে।)
➠ জীববিজ্ঞান: ৪০
➠ রসায়ন: ৩৫
➠ পদার্থবিজ্ঞান: ২৫
পরীক্ষার পাশ মার্ক: ৪০
রেজিস্ট্রেশন ফি: ফ্রি!!
রেজিস্ট্রেশন লিংক:
link বা সরাসরি রেটিনার
নিকটস্থ ব্রাঞ্চে।
রেজিস্ট্রেশনের শেষ
তারিখ: ১৭ জুন, ২০২৩
পরীক্ষার সম্ভাব্য
তারিখ: ২৪ জুন, ২০২৩
পরীক্ষার মাধ্যম: অফলাইন
বিস্তারিত জানতে জয়েন
করো-
রেটিনা অফিশিয়াল গ্রুপ লিংক
তো ঝটপট রেজিস্ট্রেশন করে
ফেলো। দেখা হচ্ছে,
ইনশাআল্লাহ…
(বি.দ্র. কোন কলেজ থেকে
২০০ এর অধিক শিক্ষার্থী
রেজিস্ট্রেশন করলে তাদের
মধ্যে মেধাতালিকায় প্রথম
১০ জনের জন্য রয়েছে বিশেষ
পুরষ্কার।
আর শেষ কথা হচ্ছে : এখন ৪০০০ টাকা ছাড়ে রেটিনার সেকেন্ড টাইম মেডিকেল প্রস্তুতি এর প্যাকেজ পাবেন।
The post রেটিনা স্টার ২০২৩ ।। batch 2023 appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3WMNYLC
via IFTTT
0 Comments
Post a Comment