আসসালামু আলাইকুম ট্রিক বিডিতে সবাইকে স্বাগতম আমি অভি আছি আপনাদের সাথে।
সবাইকে জানাই রমজানুল মোবারক, রমজানের শুভেচ্ছা সবাইকে
আমাদের প্রায় সবার বলতে গেলে প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ হলে ইচ্ছে থাকে একটা ভালো মানের চাকরি করা।
কিন্তু বাংলাদেশ এমন এক দেশ যেখানে চাকরি পাওয়া বড়ই মুশকিল, বাংলাদেশ উন্নয়নশীল দেশ কিন্তু কর্মসংস্থান এর বড়ই অভাব।
বলতে গেলে বর্তমান সময়ে ভালো একটা চাকরি মনে হয় যেন সোনার হরিণ এর মত হয়ে গেছে, পাওয়াই মুসকিল।
তবে যদি সত্যি আপনি এই চাকরি নামক সোনার হরিণ এর সন্ধান পেতে চান, আপনার দরকার পড়বে ভালো একটা সিভি।
তো চলুন জেনে নেই চাকরি এর জন্য ভালো মানের সিভি বানাবেন যেভাবে জেনে নেই কিছু টিপস।
চাকরি পেতে হলে সিভি শুধু কাগজে লিখা কিছু অক্ষর না, এই সামান্য একটু কিছু লিখা আপনাকে অন্যদের কাছে তুলে ধরতে পারে আকর্ষণীয়ভাবে।
আপনাকে অপরিচিত মানুষদের কাছে একটা ভালো সিভি নিখুঁতভাবে সুন্দর মতো তুলে ধরবে।
কোন কাজ গুলোর জন্য আপনি পারদর্শী বা যেটা আপনি ভালো পারেন সেটা প্রকাশ পাবে আপনার সিভিতে।
একটা সিভি বানানোর জন্য আমি সাজেশন করবো হাতে না লিখে কম্পিউটার অপারেটর থেকে ডিজিটাল টাইপ করে লিখে নিবেন।
কারণ বর্তমানে ডিজিটাল সিভি গুলো আকর্ষিত করছে নিয়োগকর্তাদের কাছে। সুতরাং এটা কাজে দিবে।
আপনার সিভি তে আপনার নিজ সম্পর্কে একদম সঠিক তথ্য উপস্থাপন করবেন। কখনোই মিথ্যার আশ্রয় নিবেন না। যা আপনার জন্য ক্ষতি ডেকে আনতে পারে।
সিভি তৈরি এর সময় খেয়াল রাখবেন যেন কোন লিখা বা অক্ষর ভুল যেন না হয়। কারণ এটি যদি নিয়োগকর্তাগণ দেখেন আপনাকে বাতিল করে দিতে পারে।
সিভি লিখার সময় সব সময় সাজিয়ে গুছিয়ে লিখবেন, কারণ অনেকেই আছেন জলদি লিখে ফেলেন কিন্তু দেখেন না কোনো কিছু ভুল নাকি সঠিক আছে।
তাই আস্তে আস্তে ধীরে সুস্থে একদম গুছিয়ে নিজ সম্পর্কে সকল তথ্যগুলো সিভি তে লিখে দিবেন।
যদি আগে কখনই নিজে সিভি লিখেন নী তবে একা একা না জেনে বুঝে লিখার চেষ্টা করবেন না,, ভুল করতে পারেন
তাই সেই সময় গুগল এর সাহায্য নিতে পারেন। আরো সহজে বলতে গেলে আপনারা চাইলে চ্যাট জিপিটি ব্যাবহার করতে পারেন।
যা আপনাকে ইনস্ট্যান্ট সমাধান দিতে সক্ষম একটি উপায়।
তো এইভাবে আপনারা আপনাদের চাকরি সহ অন্যান্য কাজে নিজে নিজের জন্য একটি ভালো কার্যক্ষম সিভি তৈরি করে নিতে পারবেন।
এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য trickbd এর সাথেই থাকুন
The post চাকরি এর জন্য যেভাবে ভালো একটা সিভি তৈরি করবেন জেনে নিন বিস্তারিত!! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/ndZfsvm
via IFTTT
0 Comments
Post a Comment