আস্সালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন ।

টাইটেল দেখেই হয়তো আজকের আলোচনার বিষয় টা বুঝে গেছেন । আশা করি আজকের টিউটোরিয়াল আপনদের অনেক কাজে দেবে ।

অনেকে প্রচুর দামে RDP কিনে থাকে । এবার অনেকেই বিন দিয়ে Azure থেকে rdp এর ট্রায়াল নিয়ে থাকে। এবার কেউ কেউ edu মেইল দিয়ে নেয় ।

আজকে আমি দেখাবো যে কিভাবে সম্পূর্ণ ফ্রী তেই rdp নিতে হয় । বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় চলে যাই।

এই RDP তে যা যা থাকছে :-

  • ৭ জিবি র্যাম

  • Intel(R) Xeon(R) Platinum 8370C CPU @ 2.80GHz প্রসেসর

  • ৩০০ জিবি হার্ড ডিস্ক

  • ১ জিবি+ ডাউনলোড স্পীড ১ জিবি+ আপলোড স্পীড

আর এই rdp নিতে যা যা লাগবে :-

  • Github

  • Ngrok

  • Rd Client App

  • আর একটা স্ক্রিপ্ট, নিচে লিংক দেবো ।

Firstly , Ngrok এ একাউন্ট করে নিন । একাউন্ট করে ইমেইল ভেরিফাই করে নিন ।

তারপর , Your Authtoken থেকে Authtoken টা কপি করে নিন ।

Then, GitHub এ একটি একাউন্ট করে নিন ।

Create Repository তে ক্লিক করুন ।

এবার Repository Name এর জায়গায় এমনিই একটা নিজের ইচ্ছা মত নাম দিয়ে নিচ থেকে Private অপশন এ ক্লিক করে , Create Repository তে ক্লিক করুন ।

তারপর Setting এ চলে যান । যাওয়ার পর Secret And Veritable অপশন থেকে Action এ চলে যান । তারপর উপরে New Repository Secret এ ক্লিক করুন।

এখন , Name এর জায়গায় লিখুন NGROK_AUTH_TOKEN আর নিচে secret er jaygay , আগে কপি করা ngrok এর Authtoken টা পেস্ট করে Add secret এ ক্লিক করুন ।

এরপর উপর থেকে Action এ চলে যান , তারপর set up workflow yourself এ ক্লিক করেন ।

এবার এই লিংক এ গিয়ে স্ক্রিপ্ট টা কপি করে এখানে পেস্ট করে Start Commit এ ক্লিক করে Create new commit এ ক্লিক করবেন ।

তারপর আবার Action এ গিয়ে Create main.yml এ ক্লিক করেন ।

Build এ ক্লিক করুন ।

Create Tunnel এর আগ পর্যন্ত টিক হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।

হয়ে গেলে আবার ngrok এ চলে যান । Cloud Eadge থেকে Endpoints এ চলে যাবেন । এবং এই অ্যাড্রেস টা কপি করে নিবেন ।

এখন আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাইলে প্লে স্টোর থেকে Rd Client অ্যাপ টা ইনস্টল করে নিন ।

আর উইন্ডোজ ইউজার দের তো রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন থেকেই ।

ওপেন করে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে ( + ) বাটুন থেকে add pc তে ক্লিক করুন ।

Pc Name এর জায়গায় কপি করা অ্যাড্রেস টি দিয়ে , ইউজার একাউন্ট থেকে Add New User এ ক্লিক করে user add করে নিবেন ।

Username টা অবশ্যই runneradmin দিতে হবে ।
Password টাও অবশ্যই P@ssw0rd! দিতে হবে ।

তারপর rdp রান করুন ।

এবার এই অপশন টা টিক দিয়ে connect বাটুন চেপে কানেক্ট করে নেন ।

আর এই window টা কখনো ক্লোজ করবেন না । মিনিমাইজ করে রেখে দিবেন ।

এবার যার্ম, হার্ড ডিস্ক আর ডাউনলোড স্পীড দেখুন :-

ধন্যবাদ , আজ এই পর্যন্তই। ভালো লাগলে সাপোর্ট করবেন ।

The post কোনো প্রকার edu মেইল বা ক্রেডিট কার্ড ছাড়াই সম্পুর্ণ ফ্রী তে নিয়ে নিন ৭ জিবি র্যাম এর RDP appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/BY4uxJ7
via IFTTT