আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।
এই আর্টিকেলটি ঐসব লোকদের জন্যে যারা নতুন পিসি কিনেছেন কিংবা কি-বোর্ড এর কোন কি গুলো কি কাজে ব্যবহার করা যায় এসব জানেন না কিংবা অল্প জানেন।
এমন না যে শুধু নতুন ইউজারদের ক্ষেত্রেই বিষয়টা এমন। অনেক পুরাতন ইউজাররাও এত এত শর্টকাট মনে রাখতে পারেন না।
পরিস্থিতি যেমনি হোক, আপনাকে এটা স্বীকার করতেই হবে যে কি-বোর্ড এর শর্টকাটগুলো আমাকে দৈনন্দিন পিসি বা ল্যাপটপ যা ই ব্যবহার করি না কেন এর Productivity অনেকাংশেই বাড়িয়ে দেয়।
আজ আমরা এই আর্টিকেলে এমন সব কি-বোর্ড শর্টকাটগুলো চিনে রাখবো যেগুলো আমাদের উপকারে আসতে পারে। আপনি চাইলে পোস্টটি সেভ করেও রাখতে পারেন।
তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পোস্টটি।
Ctrl + C – Copy selected text or item (কোনো লিখা কপি করতে)
Ctrl + V – Paste copied text or item (কোনো কপিকৃত লিখা পেস্ট করতে)
Ctrl + X – Cut selected text or item (কোনো লিখা কাট করতে)
Ctrl + Z – Undo previous action (আগের অবস্থায় ফিরিয়ে নিতে)
Ctrl + A – Select all text or items in a document or folder (একসাথে সব ফাইল বা আইটেম সিলেক্ট করতে)
Ctrl + F – Find a specific word or phrase in a document or webpage (কোন নির্দিষ্ট শব্দ কিংবা বাক্যাংশ কোনো ডকুমেন্ট বা ব্রাউজারের কোনো ওয়েবপেজের ভিতরে খুঁজে পেতে)
Ctrl + N – Open a new window in the current program (একই প্রোগ্রামের ভিতরে নতুন একটি উইন্ডো খুলতে)
Ctrl + W – Close the current window or tab (এখন যে উইন্ডো টি ওপেন করা আছে সেটি বন্ধ করতে)
Ctrl + S – Save the current document or file (বর্তমানে যে ফাইলটি খোলা আছে সেটি সেভ করতে)
Ctrl + P – Print the current document or webpage (বর্তমানে যে ডকুমেন্ট বা ব্রাউজারে যে ওয়েব পেজটি খোলা আছে সেটি প্রিন্ট করতে)
Ctrl + O – Open a file in the current program (এখন যে প্রোগ্রামটিতে আছেন এর একটি ফাইল খুলতে)
Ctrl + Alt + Del – Open the Task Manager (টাস্ক ম্যানেজার খুলতে)
Alt + Tab – Switch between open programs (একটি প্রোগ্রাম থেকে আরেকটি প্রোগ্রামে সুইচ করতে)
Windows key + D – Show desktop (যেকোনো প্রোগ্রামে বাকি মেয়ে আপনি থাকুন না কেন করলে আপনাকে সাথে সাথে ডেক্সটপ মোডে নিয়ে যাবে)
Windows key + E – Open File Explorer (আপনার windows এর ওপেন হয়ে যাবে এই কি প্রেস করলে)
Windows key + L – Lock your computer (আপনার কম্পিউটারকে লক করতে পারবেন এই দুটি কি এর সাহায্যে)
Windows key + R – Open the Run dialog box (এর মাধ্যমে ডায়লগ খুলতে পারবেন এবং সেখান থেকে অপশনে যেতে পারবেন cmd বা control panel এ। আপনি শুধু এই কি দুটি প্রেস করে উক্ত সার্চ বক্সে লিখবেন মিস করবেন এবং সাথে সাথে আপনাকে সেখানে নিয়ে যাওয়া হবে)
Windows key + P – Project your screen (আপনার স্ক্রিন কে প্রজেক্ট করতে)
Windows key + X – Open the Quick Link menu (quick link menu ওপেন করতে)
Windows key + T – Cycle through the apps on the taskbar
(টাচ বাড়ে যে এপগুলো থাকে সেগুলোর একটি থেকে আরেকটিতে সুইচ করতে)
Windows key + Tab – Open the Task View (টাস্ক ভিউ ওপেন করতে)
Windows key + I – Open the Settings app (আপনার windows এর ডিফল্ট সেটিং অপশনটি ওপেন করতে)
Windows key + S – Open the search bar (সার্চ বক্স ওপেন করতে)
Windows key + + – Zoom in (কোন ছবিতে বা পেজে জুম ইন করতে)
Windows key + – – Zoom out (কোন ছবিতে বা পেজে জুম আউট করতে)
Alt + F4 – Close the current window or program (বর্তমানে যে প্রোগ্রামটি চলছে সেটি বন্ধ করতে)
F2 – Rename a selected file or folder (একটি বা অনেকটি সিলেক্টকৃত ফাইলকে একসাথে রিনেম করতে)
F5 – Refresh the current window or program (বর্তমানে যে উইন্ডো বা ট্যাব বা প্রোগ্রাম চালু আছে সেটিকে রিফ্রেশ করতে)
F11 – Enter or exit full-screen mode in a browser or program ( একটি ব্রাউজার বা প্রোগ্রামের ভিতরে সেই প্রোগ্রাম বা ব্রাউজারটি সম্পূর্ণভাবে ফুল স্ক্রিন থেকে এক্সিট করতে)
Shift + Delete – Permanently delete a selected file or folder without moving it to the recycle bin ( একেবারে জন্যে সেলেক্টককৃত কোন ফাইল বা ফোল্ডারকে রিসাইকেল বিন এ মুভ করা ছাড়া একেবারে এর জন্য ডিলেট করতে)
Tab – Move forward through options or fields in a dialog box or form ( ডায়লগ বক্সে সামনের দিকে এগিয়ে যেতে )
Shift + Tab – Move backward through options or fields in a dialog box or form ( ডায়লগ বক্সে পিছনের দিকে এগিয়ে যেতে )
Home – Go to the beginning of a document or webpage (একটি ওয়েব পেজের শুরুর দিকে চলে যেতে)
End – Go to the end of a document or webpage (একটি ওয়েব পেজের শেষের দিকে চলে যেতে)
Page Up – Scroll up one page ( একটি পেজের উপর দিকে স্ক্রল করতে )
Page Down – Scroll down one page ( একটি পেজের নিচের দিকে স্ক্রল করতে )
Ctrl + Home – Go to the beginning of a document ( একটি ডকুমেন্টের শুরুর দিকে চলে যেতে )
Ctrl + End – Go to the end of a document ( একটি ডকুমেন্টের শেষের দিকে চলে যেতে )
Ctrl + Left Arrow – Move the cursor one word to the left ( মাউসের কার্সর কে একটি শব্দ বাম দিকে মুভ করতে )
Ctrl + Right Arrow – Move the cursor one word to the right ( মাউসের কার্সর কে একটি শব্দ ডান দিকে মুভ করতে )
Alt + Left Arrow – Go back one page in your browsing history ( আপনার ব্রাউজারের হিস্টোরির এক পেজ পেছনে যেতে )
Alt + Right Arrow – Go forward one page in your browsing history ( আপনার ব্রাউজারের হিস্টোরির এক পেজ সামনে যেতে )
Ctrl + Shift + N – Create a new folder in File Explorer (একটি নতুন ফোল্ডার তৈরি করতে + Incognito Mode এ যেতে )
Ctrl + Shift + T – Reopen a closed tab in your web browser (যে ওয়েবপেজটি আপনি বন্ধ করেছেন সেটি পুনরায় চালু করতে)
Windows key + P – Open the projection options to duplicate or extend your screen ( আপনার পিসির স্ক্রিনকে ডুপ্লিকেট বা আরো বেশি বাড়াতে)
Windows key + Shift + Left/Right Arrow – Move the current window to another monitor in a multiple monitor setup.
(যদি আপনি একাধিক বা Dual মনিটর ব্যবহার করে থাকেন তাহলে একটি মনিটর থেকে অন্য মনিটরে বর্তমান ওইনডো কে নিয়ে যেতে পারবেন)
Ctrl + Shift + Esc – Open the Task Manager directly (টাস্ক ম্যানেজারকে সরাসরি ওপেন করতে)
Windows key + Alt + D – Show the date and time
Windows key + Shift + S – Open the snipping tool to take screenshots (সম্পূর্ণ স্ক্রিনের যেকোনো জায়গা মার্ক করে স্ক্রিনশট তোলার জন্যে)
Windows Key + Print Screen – Take Screenshot (স্ক্রিনশট তোলার জন্যে)
Windows key + + or – – Zoom in or out using the Magnifier tool (ম্যাগনিফাইং টুল এর সাহায্যে জুম ইন বা আউট করতে)
Windows key + Spacebar – Change the input language and keyboard layout ( আপনার ডেস্কটপ বা ল্যাপটপের ডিফল্ট কি-বোর্ড বা এর ভাষা পাল্টাতে)
Windows key + Ctrl + D – Create a new virtual desktop (নতুন একটি ভার্চুয়াল ডেস্কটপ তৈরি করতে)
Windows key + Ctrl + Left/Right Arrow – Switch between virtual desktops (একটি ভার্চুয়াল ডেস্কটপ থেকে অন্য ভার্চুয়াল ডেস্কটপ এ সুইচ করার জন্যে)
Windows key + Ctrl + F4 – Close the current virtual desktop (বর্তমানে যে ভার্চুয়াল ডেস্কটপটি চালু আছে সেটি বন্ধ করতে)
Windows key + Alt + G – Record the last several seconds of screen activity using the Game Bar ( আপনি যে গেমটি খেলছেন সেটির শেষাংশ রেকর্ড করতে)
Windows + G – Open Xbox Game Bar (এর মাধ্যমে আপনি গেম খেলার সময় windows এর default game bar এর সাহায্যে Fps, Ram, Gpu Usage ইত্যাদি দেখতে পারবেন)
Windows key + B – Open the system tray (আপনার টাস্কবারে ডান দিকে নিচের দিকের সিস্টেম ট্রে টা ওপেন করতে)
Windows key + H – Open the Share charm
Windows key + K – Open the Connect charm
Windows key + Q – Open the Search charm
Windows key + W – Open the Settings search
Windows key + E – Open File Explorer
Windows key + R – Open the Run dialog box
Windows key + T – Cycle through the items on the taskbar
Windows key + L – Lock the computer or switch users
Windows key + P – Project the screen
Windows key + O – Lock device orientation
Windows key + I – Open the Settings app
Windows key + G – Open the Game bar when a game is open
Windows key + Z – Open the command bar in a UWP app
Windows key + + or – – Zoom in or out using the Magnifier tool
Windows key + Esc – Exit Magnifier
আমি বাংলা + ইংরেজী দুটিই দিয়েছি। কারন কারো বুঝতে অসুবিধা যেন না হয়। কোনোটা বাদ পড়ে গেলে আমাকে জানাবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে। ততক্ষণের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT….
The post নতুন PC User রা দেখে নিন Windows এর সকল Keyboard Shortcuts গুলো appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/dO03hu9
via IFTTT
0 Comments
Post a Comment