আস্সালামু আলাইকুম । ত্রিকবিডি তে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি চঞ্চল। তো কেমন আছেন সবাই? ভালো আছেন তো?
টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন যে আজ কোন বিষয় টি শেয়ার করতে যাচ্ছি । হ্যা, আজ এটাই শেয়ার করবো যে কিভাবে পাইথন কোড কে obfuscate করা যায়, Obfuscate মানে অস্পষ্ট করা, Obfuscate করলে কোড টা এমন হয়ে যাবে যে কেউ বুঝতেই পারবেনা স্ক্রিপ্ট টার ভিতরে কি লেখা আছে ।
আজকাল অনেকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিখতেছে, তার মধ্যে পাইথন ও একটি । অনেক প্রোগ্রামার অনেক কষ্ট করে স্ক্রিপ্ট বানায় আর অন্য রা সেই স্ক্রিপ্ট নিজের মতো করে মডিফাই করে নেয় , তাদের জন্যই মূলত আজকের পোস্ট টি ।
তো আর কথা না বাড়াই , চলুন কাজের কোথায় যাওয়া যাক ।
আমরা এই পাইথন কোড টি obfuscate করবো।
Obfuscate করার জন্য প্রথমে এই ওয়েবসাইট এ চলে যাবো ।
তারপর Choose File এ ক্লিক করবো ।
তারপর পাইথন স্ক্রিপ্ট টা আপলোড করবো ।
তারপর Obfuscate এ ক্লিক করবো ।
তারপর download অপশন এ একটু ট্যাপ করে ধরে রেখে , Open in new tab in group এ ক্লিক করবো ।
তারপর আমরা পেয়ে যাবো আমাদের obfuscate হওয়া পাইথন কোড । এবার এটা কপি করে নিয়ে কোনো কোড এডিটর অ্যাপ এ নিয়ে পেস্ট করে দিয়ে .py দিয়ে সেভ করে দিন , ব্যাস কাজ শেষ
ভালো থাকুন, সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ।
The post যেভাবে আপনার লেখা পাইথন কোড কে অস্পস্ট করবেন । How to obfuscate python code. appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/ekFgMdI
via IFTTT
0 Comments
Post a Comment