আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সাথে, সেদিনের পোস্ট করা, ফ্রী কল ওয়েবসাইট নিয়ে আরেকবার কথা বলবো।

এবার আপনারা ৩ মিনিট করে আনলিমিটেড ভিন্ন, ভিন্ন নম্বারে কথা বলতে পারবেন।

আর আপনি Toch Vpn ব্যবহার করে , আনলিমিটেড কথা বলতে পারবেন তবে এটা সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে আপনি চেক করে দেখতে পারেন আমি চেক করছি আমার কাছে কাজ করে।

এটা সার্ভারের উপর ডিপেন্ড করে কাজ করে, যদি টাচ ভিপিএন এ সার্ভার সব ফ্রি থাকে তাহলে আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন।

আর এটা ছাড়া আপনারা আলাদা, আলাদা নাম্বারে ভিন্ন ভিন্ন নাম্বারে তিন মিনিট করে যত ইচ্ছা তত নাম্বারে কথা বলতে পারবেন,

আর এর আগের বার দেখেছিলাম যে কিভাবে আপনারা ব্রাউজার থেকে করবেন, কিন্তু আজকে আপনাদের সুবিধার জন্য আমরা এটিকে টেলিগ্রাম বটে কনভার্ট করছি।

এখন আপনারা টেলিগ্রাম বট দিয়ে সবকিছু করতে পারবেন, মানে কল করতে পারবেন।

অর্থাৎ কল করতে পারবেন তো এখন চলে যাচ্ছি মেইন পোস্টে,

প্রথমে আপনারা নিচে দেওয়া বটটি ওপেন করে নেবেন।

এরপর আপনার স্টাটে ক্লিক করবেন তারপর নিচের ছবির মত দেখতে পারবেন এখান থেকে আপনারা ট্রান্স এন্ড কন্ডিশনটা পড়ে নিতে পারেন,

 

এখন নিচে দেখানো স্ক্রিনশট যেমন দেখানো হয়েছে তেমন সেই অপশনে ক্লিক করবেন

এরপর

নিজের মত অপশন দেখতে পারবেন তারপর স্পাইডায়াল এ ক্লিক করে,

আপনি যার নাম্বারে ফোন দিতে চান তার নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবেন এখানে যদি কোন পারমিশন চায় তাহলে কন্টিনিউ বা অ্যালাও করবেন।

 

আর আমি আবারো বলছি আনলিমিটেড কথা বলতে হলে অবশ্যই টাচ Vpn ব্যবহার করতে হবে। আর সার্ভার ফ্রি থাকলে তবেই আপনারা আনলিমিটেড কথা বলতে পারবেন।

তাছাড়া যদি কারো কোন সমস্যা হয় সেটা আপনি যদি ব্যবহার করতে না জানেন! তাহলে আপনার কাজ না করলে, এটার জন্য যারা বোঝেন না সেটি তাদের ব্যর্থতা।

হ্যাকিং, বাগ বাউন্টি, ইন্টারনেট বিষয়ক যেকোন তথ্য, হ্যাকিং, বিভিন্ন টিপস & ট্রিকস পেতে যুক্ত হন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে।

এখন অনেকেই বলবেন যে এটা তো আমরা ব্রাউজার থেকে ব্যবহার করতে পারি,

তাহলে এভাবে দেওয়ার কি আছে কিন্তু আপনার এটা বুঝতে হবে আপনি যখন ব্রাউজার থেকে ব্যবহার করবেন।

তখন আপনাকে বারবার লিংক লিখে সার্চ করতে হয় কিন্তু টেলিগ্রামের মাধ্যমে আপনি টেলিগ্রাম ওপেন করে কোন কার্টুনের ছাড়াই এখান থেকে ফ্রি কল করতে পারবেন।

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

তো আজকে এ পর্যন্তই

সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ।

 

The post এবার টেলিগ্রাম বট এর মাধ্যমে নম্বর গোপন রেখে, ভিন্ন, ভিন্ন নম্বারে ৩ মিনিট করে আনলিমিটেড ফ্রী তে কথা বলুন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/JNIkEwC
via IFTTT