আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম নতুন কিছু নিয়ে। টাইটেল দেখে হয়তো বুঝে গেছে আজকের আলোচনার টপিক কি চলুন শুরু করা যাক।
Safeum কি?
Safeum হলো একটু ভার্চুয়াল নাম্বার যার মাধ্যমে কল, চ্যাটিং আরো নানা কাজ করা যায়। আমরা নরমালি আইডি কার্ড দিয়ে সিম কিনে ব্যবহার করতে হয়। কিন্তু safeum ব্যবহার করার জন্য কোন ধরনের আইডি কার্ড লাগবে না। একটা উদাহরণ দেওয়া যাক :
উদাহরণ, আমরা টেম্প নাম্বারের জন্য অনেক গুলো অ্যাপস ব্যবহার করে থাকি যেমন 2nd line, Textline, Text Now , talktons ইত্যাদি । বর্তমানে বাংলাদেশে এই গুলোর access পাওয়া যায় না। যদিও অনেকে Vpn বা Proxy ব্যবহার করে ব্যবহার করে। এক কথায় কষ্ট করে ব্যবহার করতে হয় ।তো এদের মতো করেই ব্যবহার করতে পারবেন safeum কোন ধরনের সমস্যা হবে একদম সহজেই ব্যবহার করতে পারেন।
Safeum সুবিধা :
Safe সুবিধা বলতে অনেক গুলোই আছে তার মধ্যে নিম্নে কিছু তুলে ধরা হলো :
- চ্যাটিং কে এনক্রিপ্ট করা যাবে।
- কার্ড ছাড়া নাম্বার পাওয়া যাবে।
- চ্যাটিং ডিলিট করতে পারবেন সেটা উভয় দিকে হবে।
- অ্যাকাউন্টের অ্যাক্সেস খুব সহজেই নেওয়া যায়।
- Safeum নেটওয়ার্কের মাধ্যমে অডিও ও ভিডিও কল করা যাবে সেটা এনক্রিপ্ট থাকবে।
- একসাথে তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন
এছাড়াও আরো সুবিধা পাবেন সেটা ব্যবহার সময় বুঝতে পারবেন ।
Safeum অসুবিধা :
- প্রথমত প্রতিটি নাম্বার আপনি তিনদিন ব্যবহার করতে পারেন ফ্রীতে পরবর্তীতে সময় যদি ব্যবহার করতে চান তখন পে করে করতে হবে।
- এটি সব ধরনের কাজে ব্যবহার করা যাবে না যেমন Google account খুলার সময় ।
Safeum Download
প্রথমে আমরা play store থেকে ডাউনলোড করে নিবো।
ইনস্টল হলে ওপেন করবো এবং সব গুলো পারমিশন দিয়ে নিবো।
তারপর sing up যাবো।
এখন অ্যাকাউন্ট করার জন্য একটা user name, password
লাগবে সেটা ইচ্ছে মতো দিয়ে নিবেন।
User name or password দেওয়ার পর এই রকম আসবে আমরা
Being to use ক্লিক করবো।
দেখতে পাচ্ছেন আমাকে একটা নাম্বার দিয়েছে। এই নাম্বার টি Latvia দেশের।
নিচে কিছু অপশন আছে চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন।
আপনাদের দেখানোর জন্য আমি একটা azure অ্যাকাউন্ট করছি দেখতে পাচ্ছেন তার ভেরিফিকেশনের কোড দেখাচ্ছে।
এইভাবে চাইলে যেকোন কাজে ব্যবহার করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে না। premium নিলে সেটা কাজ করবে।
তো এখন কথা হচ্ছে শুরু কি তিনটি নাম্বারই পাবো না আপনি আনলিমিটেড নাম্বার পাওয়ার জন্য তিনটি অ্যাকাউন্ট খোলার পর অ্যাপটিকে ক্লিয়ার ডাটা দিয়ে আবার অ্যাকাউন্ট করতে পারেন কোন ধরনের সমস্যা হবে না ।
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ।
The post 2nd line এর দিন শেষ এখন Safeum দিয়ে আনলিমিটেড ভার্চুয়াল নাম্বার নিয়ে নিন কোন ধরনের সমস্যা ছাড়া। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/pgqE7z6
via IFTTT
0 Comments
Post a Comment