#পোস্ট ১১
আসসালামু আলাইকুম, সবাইকে। আজকের পোস্টে আপনাদেরকে পরিচয় করিয়ে দিবো এমন সব উইন্ডোজ অ্যাপের সাথে যেগুলা ব্যবহার করলে আপনার প্রোডাক্টিভিটি কয়েকগুণ বেড়ে যাবে। এছাড়াও সাধারণ ইউজাররাও উপকৃত হবেন সবগুলা অ্যাপ একবার হলেও ব্যবহার করে দেখলে। তাই চলুন, দেরি না করে পোস্ট শুরু করা যাক।
(বিদ্রঃ অ্যাপের ডাউনলোড লিংক টাইটেলে দেওয়া আছে।)
Rambox
এটি দারুণ একটি অ্যাপ। এই একটি অ্যাপ ব্যবহার করে আপনাদের সকল সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমনঃ মেসেঞ্জার, ওয়াটসঅ্যাপ, ডিসকর্ড, জিমেইল ইত্যাদি সবকিছু পেয়ে যাবেন এক যায়গাতেই। প্রতিটি অ্যাপ এখন থেকে আর আলাদা আলাদা করে ওপেন করতে হবে না। এই একটি অ্যাপ ইন্সটল করলেই এর মধ্যে পেয়ে যাবেন সকল সার্ভিস।
Winaero Tweaker
এই অ্যাপটি একদম প্রো ইউজারদের জন্য। এটার মাধ্যমে আপনার পিসির প্রায় সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। যেমনঃ রিফ্রেশ অপশন ফিরিয়ে আনতে পারবেন, পূর্ববর্তী ভার্সনের উইন্ডোজ আইকন আবার ব্যাক আনতে পারবেন। এছাড়াও ডেটা কালেকশন অফ করে রাখতে পারবেন।
এত সব এডভান্সড ফিচার দিয়ে সম্পন্ন যে নিজে প্রতিটি অপশন এক্সপ্লোর করে না দেখলে বুঝতে পারবেন না।
Quick Look
এই অ্যাপটি দারুণ হ্যান্ডি। সাধারণ ইউজার থেকে শুরু করে প্রো ইউজার সবার কাজে আসবে। এই অ্যাপ ব্যবহার করে আপনার পিসিতে থাকা যেকোনো ভিডিও, অডিও অথবা ইমেইজ ফাইল প্রিভিউ করতে পারবেন খুব সহজেই।
এরজন্য আপনাকে সেই ফাইল ওপেন করতে হবে না। শুধু ফাইলটি সিলেক্ট করে কীবোর্ডের Spacebar প্রেস করলেই ফাইল প্রিভিউ হবে।
Power Toys
অ্যাপটির বেশ কিছু ফিচার নিয়ে আমার পোস্ট করা আছে ট্রিকবিডিতে। আপনারা চাইলে সেই পোস্টটি দেখে আসতে পারেন।
যারা জানেন না তাদের জন্য বলছি, এই অ্যাপটিতে এতসব কাজের ফিচার দিয়ে পরিপূর্ণ যে আপনাদের দৈনন্দিন কাজে লাগবেই। যেমনঃ ইমেইজ থেকে টেক্সট কপি করা, কীবোর্ড রিম্যাপ করা, ইমেইজ রিসাইজ করা, কোনো উইন্ডোকে সবসময় টপে রাখাসহ আরো অনেক দরকারি ফিচার আছে অ্যাপটিতে।
PC Manager
এই অ্যাপটি দারুণ কাজের। সকল ইউজারদের কাজে লাগবে আশা করি। এটি মাইক্রোসফটের অফিশিয়াল অ্যাপ। এই একটি মাত্র অ্যাপ দিয়ে আপনাদের পিসি ক্লিন করা থেকে শুরু পিসি হেলথ চেক, টেম্পোরারি ফাইলস ডিলিট করা, স্টার্ট আপ অ্যাপ এনেবল বা ডিজেবল করাসহ আরো অনেক দরকারি অপশন পেয়ে যাবেন এটির মধ্যে। এখন আর এসবের জন্য থার্ড পার্টি অ্যাপ যেমন: cCleaner ব্যবহার করার প্রয়োজন নেই।
Shakib ভাই বিস্তারিত পোস্ট করেছিলো এই অ্যাপ নিয়ে। যেটির লিংক খুঁজে পাচ্ছি না। খুঁজে পেলে অ্যাড করে দিবো।
তো আজ এ পর্যন্তই। আশা করছি উপরিউক্ত অ্যাপগুলো আপনার কাজে এসেছে। যদি এসেই থাকে তাহলে কোন অ্যাপটি বেশি ইউজফুল মনে হয়েছে সেটি কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে কী টাইপের কন্টেন্ট চান সেটিও জানাতে পারেন।
পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ রইলো । ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। <3
Contact me
|Discussion| |Channel|
আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ব্লগ থেকে পোস্টটি পড়তে পারেন। আমার ব্লগ সাইট
The post ৫ টি Super Useful উইন্ডোজ অ্যাপ। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/OncgTKS
via IFTTT
0 Comments
Post a Comment