আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। প্রায় ৩ বছর ট্রিকবিডি তে পোস্ট করতে আসলাম। আসলে পোস্ট করার মতো মনমানসিকতা, সময় দুটোই হয়ে ওঠেনা। তবুও আজকে কষ্ট করে লিখতে বসলাম, ভাবলাম পোস্ট টা করলে হয়তো অনেকেই উপকৃত হবে।

আজকের বিষয়টি হলো ফ্রিতে কিভাবে Top লেভেল ডোমেইন নেওয়া যায়এই বিষয় নিয়ে TAHER ভাই আগেই একটা পোস্ট করেছেন কিন্তু তার পোস্ট টা ছিলো অসম্পূর্ণ। অনেকেই ওনার কথামতো সবকিছু Follow করেও কার্ড বা পেপাল একাউন্ট না থাকার কারণে ফ্রিতে ডোমেইন নিতে পারতেছে না। যারা নিতে পারেন নি তাদের জন্যই মুলত এই পোস্ট টা লিখলাম। তো চলুন শুরু করা যাক।

ফ্রিতে কিভাবে .Online ডোমেইন নিবেন?

123-reg ডোমেইন Register কোম্পানি নতুন বছর উপলক্ষে এই অফার টা দিয়েছে। এক বছর আপনি .Online ডোমেইন ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে, পরের বছর ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনাকে Renew করতে হবে। তো চলুন ফ্রিতে নেওয়া যাক।

প্রথমে আপনারা এখানে ক্লিক করে 123-reg এর ওয়েবসাইট এ প্রবেশ করুন। তারপর নিচের Domain Search Option এ আপনার পছন্দের নামে ডোমেইন সার্চ করুন। ফ্রিতে শুধু .Online Extension এর ডোমেইন নিতে পারবেন, সুতরাং আমি FreeNeo.Online লিখে সার্চ দিলাম।

যদি Domain টা Available থাকে তাহলে নিচের মতো দেখতে পারবেন। এখন শুধু Add to basket এ ক্লিক দিন।

এখন Continue to checkout এ ক্লিক দিন।

এখন নিচের মতো Continue with purchase এ ক্লিক দিন।

নিচের মতো আসবে, Continue তে ক্লিক দিন।

এখন নিচের মতো লগিন পেজ আসবে, আগের একাউন্ট থাকলে লগিন করে নিন। যাদের আগের কোনো একাউন্ট নেই, তারা নিচের মতো Create an account এ ক্লিক দিন।

এখন নিচের মতো Email Address এবং Password দিয়ে Continue তে ক্লিক দিন। Password অবশ্যই ১২ টা Characters এর দিতে হবে।

এখন নিচের মতো আসবে, আপনার Personal তথ্য গুলো দিয়ে Continue তে ক্লিক দিন।

এখন নিচের ২ টা Option এ মার্ক দিয়ে Create account এ ক্লিক দিন।

সবকিছু ঠিকঠাক থাকলে এরকম পেজ আসবে, এখন নিচের Continue তে ক্লিক দিন।

এখন নিচের I have a voucher code এ ক্লিক দিন। তারপর একটা Box আসবে, Box এ FREEONLINE লিকে Apply এ ক্লিক করে দিন।

Voucher কোড টা Apply করার সাথে সাথে দেখুন যে Price টা ছিলো £0.00 হয়ে গেছে। এখন আসলাম আমরা Main Step এ। এখন আপনাকে অবশ্যই একটা Card অথবা পেপাল একাউন্ট এড করতে হবে ফ্রি ডোমেইন টা নেওয়ার জন্য।

কার্ড কোথায় পাবেন? আমার কাছে অনেক গুলো VCC আছে, যেগুলো অনেক আগে কিনে রেখেছিলাম। ফ্রিতে আপনাদের আমি কার্ড গুলো দিয়ে যাবো। নিচে ২০ টা কার্ড দিয়ে দিচ্ছি। আপনারা নিচের কার্ডগুলো ব্যবহার করে ফ্রিতে ডোমেইন নিতে পারবেন এবং যেকোনো সাইটে Trail নেওয়ার জন্য ও কার্ডগুলো ব্যবহার করতে পারবেন। এখানে আরো কার্ড দিলে একজনই দেখা যাবে সব কার্ড ব্যবহার করে Purchase করে ফেলবে, অনেকে বঞ্চিত হবে ফ্রি ডোমেইন নেওয়া থেকে। এই কারণে যাদের নিচের কার্ডগুলো কাজ করবে না, তারা কার্ড এর জন্য এখানে Telegram এ আমাকে একটা Sms দিলেই ফ্রিতে কার্ড দিয়ে দিবো।

4859538762831728 05/2025 902

4859538675038064 05/2025 197

4859538745191067 05/2025 548

4859538746364838 05/2025 377

4859538627726881 05/2025 568

4859538610559307 05/2025 211

4859538657053636 05/2025 424

4859538787701799 05/2025 083

4859538704327009 05/2025 705

4859538657074202 05/2025 852

4859538597601940 05/2025 532

4859538669503099 05/2025 906

4859538597298077 05/2025 112

4859538602169024 05/2025 651

4859538608499458 05/2025 810

4859538590049055 05/2025 436

4859538602649967 05/2025 770

4859538610679485 05/2025 011

4859538606676719 05/2025 475

4859538603915771 05/2025 875

কার্ড তো পেয়ে গেলেন, তো চলুন এখন এড করে ফ্রিতে ডোমেইন নিয়ে নেওয়া যাক। এখন আপনারা নিচের Option তাতে মার্ক দিয়ে Add a new card এ ক্লিক দিন।

নিচের মতো পেজ আসবে, এখন আমার দেওয়া কার্ড Details গুলো দিন এবং নাম এর জায়গায় ইচ্ছামতো নাম দিয়ে দিন। সকল তথ্য Fillup করার পর Confirm Preauthorization এ ক্লিক করে দিন।

দেখুন আমাদের ডোমেইন কেনা হয়ে গেছে।

উপরের Step গুলো Follow করে, সকলেই ইনশাআল্লাহ ফ্রিতে .Online ডোমেইন নিতে পারবেন।

আশা করি সকলেই পোস্ট টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

অনেক দিন পর পোস্ট লিখলাম, পোস্ট এর মাঝে কোথাও ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।

The post [FULL TUTORIAL] কার্ড / পেপাল Account ছাড়াই Free তে Top লেভেল ডোমেইন নিয়ে নিন | সবাই ফ্রিতে নিতে পারবেন [১০০% Working] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/7S9XowT
via IFTTT