হ্যালো ট্রিক বিডি বাসি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন আমিও ভাল আছি তো আবারো আজকে একটি নতুন আটিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনারা আজকের আর্টিকেলটিও প্রতিবারের ন্যায় উপভোগ করবেন তাহলে চলুন কথা না বাড়ি আজকে আর্টিকেলটি শুরু করি।
ইগ নোবেল (Ig Nobel) প্রাইজের নাম শুনেছেন কখনো? বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের নোবেল পুরস্কার জেতার কথা তো হরহামেশাই শোনা যায়।
নোবেল পুরস্কার। বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানিত পুরস্কার। কিন্তু জানেন কি, এই নোবেল পুরস্কারের মতোই আরেকটি পুরস্কার আছে? তবে সেটা ব্যঙ্গাত্মক নোবেল পুরস্কার। নাম ‘ইগ নোবেল।
ইগ নোবেল কি?
ইগ নোবেল একধরনের ব্যঙ্গাত্মক পুরস্কার। শব্দ থেকেই মূলত এই ‘Ig Nobel’ এর নামকরণ করা হয়েছে। কোনো কিছু মহৎ,উন্নত কিংবা পুরস্কারের যোগ্য নয় এমন কিছুই ‘Ignoble’।তাই এটাকে ছোট ভাবাও ঠিক না। ইগ নোবেল পুরস্কার কিন্তু মোটেই ফেলনা কিছু নয়।
বিজ্ঞানের যেসকল উদ্ভাবন প্রথমে হাস্যরসের উদ্ভব ঘটায়, এরপরে তাতে ভাবনার খোরাকও জোগায় এমন কিছু উদ্ভাবনকে সম্মান জানাতেই এই আয়োজন। পরিপূর্ণ নোবেল পুরস্কারের আদলে এ যেন এক হাসির নোবেল। নোবেল এর উল্টো চিত্র এই ইগনোবেল।
1991 সাল থেকে এই ভিন্নধর্মী নোবেল এর যাত্রা শুরু হয়। প্রতি বছর সত্যিকারের নোবেল পুরস্কার ঘোষণার ঠিক আগের মাসেই আয়োজন করা হয় ইগ নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ঘটা করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সত্যিকারের নোবেল বিজয়ীরা।
ইগ নোবেল কেন দেওয়া হয়?
মূলত বিজ্ঞানের আবিষ্কারের ব্যাপারে মানুষকে উৎসাহিত করা এবং ব্যতিক্রমধর্মী হাসির আবিষ্কারকে স্বীকৃতি দেওয়াই ইগ নোবেলের উদ্দেশ্য।
যে বিষয় গুলা মানুষ কে হাসায় এর সাথে সাথে ভাবতেও বাধ্য করে মুলত এইরকম বিষয় আবিষ্কার এর জন্যই এই নোবেল দেওয়া হয়।
কয়েকটি ইগনোবেল প্রাপ্ত এক্সপ্রিমেন্ট
- পৃথিবী ধ্বংসের ভুলভাল দিনক্ষণ গণনা
- যুদ্ধক্ষেত্রে সৈন্যদের কোষ্ঠকাঠিন্যের উপর গবেষণা
- একটা গণ্ডারকে উল্টো করে ঝুলিয়ে রাখলে তার দেহে কী প্রতিক্রিয়া হয়
আরো পড়ুনঃ অনলাইনে জিডি করার নিয়ম
আরো পড়ুনঃ How to make a reel on facebook 2023
আজকে এই পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন আর যদি এই বিষয়টি সম্পর্কে কোন কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।
The post ইগ নোবেল কি? কেন দেওয়া হয়? appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/XsblkdB
via IFTTT
0 Comments
Post a Comment