এবার স্মার্ট বালিশ বাজারে নিয়ে চলে আসলো শাওমি, বালিশটিতে একটি বিশেষ সেন্সর ব্যবহার করে যার মাধ্যমে হার্ট ট্রেড, বডি মুভমেন্ট, এবং শ্বাস-প্রশ্বাসের তথ্য গ্রহণ করবে এবং আপনাকে জানাবে।
এই বালিশের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অ্যালগরিদম যুক্ত করা হয়েছে।

********************************************************

চাঁদে তিনটি রোবোটিক মিশনের পরিকল্পনা চীনের, চীন আগামী দশ বছরে চাঁদে নতুন তিনটি মিশন চালু করার পরিকল্পনা করেছে।
চীন এখন মহাকাশ গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলতে চাচ্ছে। বর্তমানে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে চীন মহা আকাশে তাদের মহা আকাশ স্টেশন নির্মাণ করেছেন।

********************************************************

আরটি মেসি ওয়ান এর নতুন উন্মোচন তারিখ জানালো নাসা, মহা আকাশ গবেষণা সংস্থা নাসা আরটি মেসি ওয়ান রকেটের উন্মাসনের নতুন তারিখ প্রকাশ করেছে , আগামী ২৭ সেপ্টেম্বর চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে পৃথিবী থেকে যাত্রা আরম্ভ করবে রকেটটি।
যদি কোন কারনে সেদিন উৎক্ষেপণ না করা যাই তাহলে দুই অক্টোবর দিনটি ও তালিকায় রেখেছেন নাসা।

********************************************************

দেশের থ্রিজি নেটওয়ার্ক বন্ধ করে দেয়ার পরিকল্পনা রয়েছে, সরকারের পূর্ণ মনোযোগ এখন ফোরজি জেনারেশনে তার সঙ্গে রয়েছে কাংখিত ফাইভ জি জেনারেশনের প্রস্তুতিও।
থ্রিজি হ্যান্ডসেট এর উৎপাদন বন্ধ করে দিয়ে অনেকটা সেই পথেই নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি হাটছে বলে জানা গেছে।

********************************************************

প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট একই সঙ্গে তিনটি সারফেস কম্পিউটার উন্মোচন করেছেন! নতুন তিন কম্পিউটারের মধ্যে আছে- সারফেস ল্যাপটপ ৫, সারফেস প্রো ৯, সারফেস স্টুডিও ২ সবগুলো ডিভাইসই সাপোর্ট করবে , বা চলবে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে। এবং এই ডিভাইস গুলো বাজারে আসবে পরের মাসগুলোতে।
চোখ ধাঁধানো টেকনোলজির কিছু স্মার্ট গ্যাজেট-https://www.pocobd.com/2022/11/best-smart-gadget.html

বছরের লক্ষ্য মাত্র ৬ মাসেই পূরণ করুন-https://www.pocobd.com/2022/11/how-to-become-rich.html

The post জেনে নিন এই সপ্তাহে ঘটে যাওয়া টেক নিউজগুলো। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Vv5zJWd
via IFTTT