আসসালামু আলাইকুম,
আজকের পোস্টটা এমন কোন পোস্ট না যে পোস্টটা দেখে তোমরা অনেক খুশি হয়ে যাবা না অনেক কিছু বেশি সম্পর্কে জানতে পারবা। বরং আজকের পোস্টটি তাদের নিয়ে তৈরি করা যারা আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে ছিল বাট কোন না কোন কারণে তারা মারা গেছে।
তো ভাবি নাই কখনো এরকম আর্টিকেল লেখা লাগবে, বাট রিসেন্টলি Skylot মরে গেছে। এই নিউজটা তো অলরেডি তোমরা সবাই জেনে গেছো ইতিমধ্যে?
তো Skylot মরে যাওয়ার কারণটা কি? বা কিভাবেই বা মারা গেল? এ ব্যাপারে কথা বলবো আজকের আর্টিকেলে।
তো Skylot এর সাথে এমনও আরো ৪ জন ইউটিউবারের ব্যাপারে কথা বলবো। যে ইউটিউবাররা আমাদেরকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। তো রিজেন গুলো জানতে পারবো আসলে তাদের চলে যাওয়ার রিজন গুলো কি?
আর আমরা সকলেই তাদের জন্য দোয়া করি তারা যেখানে আছে তারা যেন ভালোভাবে থাকতে পারে। তো চলো আর বেশি দেরি করব না আর্টিকেলটি শুরু করি।
১। Skylots
kylot কে তোমরা চিনো না এমন মানুষ খুব কমই আছে, তাকে ইন্ডিয়া কমিউনিটি বা বাংলাদেশ ফ্রী ফায়ার কমিউনিটি সবাই মোটামুটি চিনতো। আর সবচাইতে বড় কথা তাকে ফ্রি ফায়ারের সবচাইতে বড় রোস্টার বলা হতো।
আর একটা ব্যাপার হচ্ছে সে আসলে সকলের মনের মধ্যেই ছিল হয়তোবা অনেক ইউটিউবারের সাথে কণ্ঠ ভারসি লাগছে, অনেক ইউটিউবারের সাথে তার ঝামেলাও লাগছে কিন্তু ভাই দিনশেষে এই ফ্রী ফায়ার কমিউনিটির যত ইউটিউবার আছে না আমরা সকলেই মিলে কিন্তু একটা ফ্যামিলি।
আর এই ফ্যামিলির মধ্যে কিন্তু সে আর নাই, যতই রোস্ট করত যত যাই করত মানুষ হিসাবে ভাল ছিল সকলেই কিন্তু বলতো।
তো রিসেন্টলি গত ২১ তারিখে সে একটা বাইক ট্যুরে বের হয়, আর ২৭ তারিখের তাদের বাড়িতে ফেরার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এমনই একটা ঘটনা ঘটে গেল গত ২৯ তারিখে সে যখন বাইক চালাচ্ছিল তখন হুট করেই একটা ট্রাক তার সামনে চলে আসে, আর সেই ট্রাকের নিচে তার বডিটা ঢুকে যায়।
মুখে বা মাথায় তেমন আঘাত সে পাই নাই তার যে কোমর ছিল সেই কোমরটা ট্রাকের চাকার নিচে চলে গেছিল, তো এটাই ছিল আসলে মেন রিজন তার মৃত্যুর পিছনে।
তো তার যে নিউজটা ভাইরাল হয়েছে ওই নিউজ এর মধ্যে, তার যে জ্যাকেটটা আপনারা দেখতে পেয়েছিলেন ওই সিম জেকেটটা পরেই সে এই ট্যুরে যাওয়ার আগে সেই instagram এ ছবি পোস্ট করেছিল, আর সবাইকে জানিয়েছিল সে ট্যুরে যাচ্ছে।
দুর্ভাগ্যবশত আজকে হয়তো তার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু গতকালেই এমন একটা ঘটনা ঘটে গেল আসলে মেইন কথা হচ্ছে কি মানুষের মৃত্যু অভো ধারিত সেটা যে কোন পর্যায়েই হোক না কেন।
আসলে আমাদের কপালে যেদিন মৃত্যু লেখা আছে, ঠিক সেদিনই চলে যেতে হবে কেউ চাইলেও জোর খাটিয়ে এই দুনিয়ায় থাকতে পারবে না।
এই দুনিয়ায় থাকার জন্য কেউ পার্মানেন্ট না, অর্থাৎ চলুন সবাই আমাদের মহান রবের দিকে ফিরে যাই এটাই আপনার আমার জন্য ভালো।
এই Skylot এর কথাই চিন্তা করুন কতটুকুই বা তার বয়স মাত্র ২৩ বছর বয়স তার কত কিছুই এখনো তার দেখা বাকি ছিল। কিন্তু দুঃখের ব্যাপার হলো তার হায়াত এখানেই শেষ আর যার জন্য তার দুনিয়া থেকে চলে যাইতে হইছে।
(তো গাইস আরো চারজন ইউটিউবার আছে যারা পর্যায়ক্রমে আমাদেরকে ছেড়ে চলে গেছে হয়তোবা তোমরা তাদের ব্যাপারে তেমন একটা এখনো জানো না। তারা অনেক বেশি পপুলার ছিল না এজন্য হয়তো কিন্তু তারা ফ্রি ফায়ার কমিউনিটির ইউটিউবার ছিল।)
২। রাহুল কেকে
তার চ্যানেলে এখন 1700 এর মতো সাবস্ক্রাইবার রয়েছে। বাট ইন্ডিয়ার মধ্যে তাকে অনেকেই চিনতো অভিষেক ইউটির সাথে সে গেম প্লে করতো।
বাট গত এক মাস আগে সেও মারা গেছে, আসছে মারা গেছিল একই কারণে সেটা হল বাইক এক্সিডেন্টে এ।
আর বলে রাখি যে সমস্ত ইউটিউবারদের কথা এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে তাদের প্রত্যেকেরই মৃত্যুর কারণ একই রকম সেটি হচ্ছে গিয়ে বাইক এক্সিডেন্ট।
তো এই ভাইয়ের সাথেও সেম ঘটনাটাই ঘটে তার বেশিদিন হয় নাই গত এক মাস আগে তো সে চলে যাওয়ার পর আজ একমাস পরে Skylot ও আর নেই।
৩। তন্ময় গেমিং
তন্ময়ের ঘটনাটাও আজ থেকে আরো দুই বছর আগের তার অনেক ইচ্ছা ছিল সে একজন ফ্রী ফায়ার ইউটিউবার হবে বা ফ্রী ফায়ারের একজন কনটেন্ট ক্রিকেটার হবে।
আর সেই স্বপ্ন নিয়েই ইউটিউবিং স্টার্ট করছিল তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৪৫ হাজারের মতো হয়ে গেছিল অলরেডি বা এখনো রয়েছে।
বা যখন সে দুনিয়াতে বেঁচে ছিল তখন কিন্তু তার সাবস্ক্রাইবার এর সংখ্যা ছিল না বললে চলে হাতে গুনে কয়েকটা, ভিডিও আপলোড করতো সে প্রতিনিয়ত কিন্তু তার ওইখানে তেমন একটা সাড়া পেত না বা ভিউজ আসতো না।
তো এভাবেই চলছিল তার জীবন, তো হঠাৎ দুই বছর আগে মানে ২০২০ সালের অক্টোবর মাসে সে যখন বাসায় ফিরছিল তখন সে একটা বাইক এক্সিডেন্টে সেখানেই মারা যাই।
অ্যান্ড সেই সাথে সাথে আমরা তখনই আমাদের ভবিষ্যৎ একটা ইউটিউবার কে হারিয়ে ফেলি, সে বস গিল্ডের একজন প্লেয়ার ছিল তাই সেই সময় তার পোপালিটি মোটামুটি একটা অবস্থানে ছিল,
তো সত্যি অবাক করা ব্যাপার হলো সে যখন এরপর মারা যায় তখন তার প্রোপলিটি আরো অনেক গুণ বেড়ে যায়। যেটা সে বেঁচে থাকার সময় হয়তো চাইছিল দুর্ভাগ্যবশত সে বেঁচে থাকার সময় একজন ইউটিউবার বা সফল ইউটিউবার হতে পারে নাই।
একটি বাইক তার জীবনটাকে কেড়ে নিল।
৪। Kannada gamerz
তো তার youtube চ্যানেলের মধ্যে এখন এক লক্ষর বেশি সাবস্ক্রাইবার রয়েছে, সে ইন্ডিয়ার তেলেগু এর মধ্যে থাকতো।
আজ থেকে আরও তিন মাস আগে তার সাথে এমন ঘটনাটা ঘটে অবশ্য তার চ্যানেলটা এখন একজন চালাচ্ছে বাট সে এখন তার চ্যানেলটা আর চালায় না আর এর কারণ হলো সে তো আর এই পৃথিবীতে নাই।
তো এই ভাইয়ের মৃত্যুর রিজোনের কথা যদি আমি বলি সেটিও ছিল একটি বাইক এক্সিডেন্ট। এই চারটি ইউটিউবার এর ব্যাপারে কথা বললাম যারা কিনা ফ্রী ফায়ার কমিউনিটিতেই ছিল।
সেম কমিউনিটি তে থাকা ইউটিউবার যারা কিনা সেম দুর্ঘটনাতেই মারা গেছে, তো কানাডা গেমআরস হয়তোবা কোথাও যাচ্ছিল। আর বাইকটা যখন একটা লর এর সামনে দিয়ে যাচ্ছিল তখন তার বাইক টা স্লিপ করে পড়ে যায়।
এবং অমন টাইমে ওই ট্রাকটা তার উপর দিয়ে চলে যায় এবং সে একটা চাকার নিচে পড়ে গেছিল আর ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে গেছিল।
৫। Gyan Merz
তো সে ফ্রী ফায়ারের লিকস এন্ড আপডেট এর ভিডিও মেবি আপলোড করতো তার চ্যানেলে, তার চ্যানেলে বর্তমান সময় তিন লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
এন্ড তার মৃত্যুর কারণটা কোন বাইক এক্সিডেন্ট না বাট তার মৃত্যুর কারণটা ছিল তার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলায় সে জড়িয়ে গেছিল।
মানে কোন না কোন কারণে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। আর ওই কষ্টটা তার জন্য অনেক বড় একটা কষ্ট ছিল সে হয়তোবা ওই কষ্টটা কোনভাবে মেক আউট করে বের হয়ে আসতে পারে নাই।
আর সেই সমস্ত কারণেই সে সুইসাইড করে বসে, আর মেইনলি এই সুইসাইডের কারণে তার জীবন টা চলে যাই।
তো গাইস এইতো ছিল সমস্ত ইউটিউবার যারা আমাদের ছেড়ে ওপারে চলে গিয়েছে, শুধুমাত্র Skylot এর ব্যাপারে আমি এই কারণেই এই আইটি গেলে বললাম না। আরো চারজন এখানে সামিল করলাম এটার একটাই কারণ আপনাদের একটা বিষয় জানানোর দরকার বা নোটিশ করার দরকার আসলে দেখেন ভাই আমাদের জীবনটা অতটাও বড় নয়।
আমাদের জীবনটা যদি গাড়ি হিসাব করি তাহলে ধরে নিতে পারেন ৬০ বছরের একটা জীবন আর সেই জীবন থেকে ঘুমিয়েই তো চলে যায় দশ-বারো বছর। আর এর মধ্যে লাইফে অনেক ঝুট-ঝামেলা বাধা অনেক কিছুই সম্মুখীন হতে হয় আমাদের।
আর ঠিক এমন ভাবেই একটা মানুষের জীবন চলতে থাকে, এন্ড এর মধ্য থেকে কিছু সময় আমরা পাই ওই সময়টা আসলে আমাদের নিজেদের জন্য বাচা দরকার।
তো এই মৃত্যুগুলোর কথা জেনে আপনাদের একটা জিনিস শেখা দরকার সেটি হল যারা যারা আপনার আসলে বাইক রাইড করেন। সবারই উচিত নিজের সেফটি টা নিয়ে তারপর রাইড করা। তাই নিজের মতো করে নিজের সেফটি টা অবলম্বন করে তারপর বাইক চালান।
আর সবশেষে বলতে চাই জীবনটা খুব একটা বড় নয় যারা যারা এই পৃথিবীতে এখনো আছি, নিজের মতো করে বাঁচার চেষ্টা করি।
সব সময় আল্লাহর কাছে দোয়া করি নামাজ কালাম পড়ি সেই সঙ্গে নিজের জীবনটা সুন্দর করার চেষ্টা করি তো গাইস!
ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি? চলুন জেনে নিই-https://www.pocobd.com/2022/11/future-of-freelancing.html
Realme C30 Full Review In Bangla – সস্তা গেমিং স্মার্টফোন!-https://www.pocobd.com/2022/10/realme-c30-full-review-in-bangla.html
এইতো ছিল আমাদের আজকের আর্টিকেল তো দেখা হচ্ছে পরবর্তী কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
The post শীর্ষে থাকা ৫ জন ফ্রী ফায়ার ইউটিউবার! যারা দুর্ঘটনায় মারা গিয়েছে। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/sWIl7GQ
via IFTTT
0 Comments
Post a Comment