লোকমুখে প্রচলিত কয়েকটি জাল হাদিস (পর্ব ২)
সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আর্টিকেলে । আজকের পোস্টটির বিষয় প্রথমেই উল্লেখ করে দিয়েছি । লোকমুখে প্রচলিত জাল হাদিস নিয়ে লেখা আজকের পোস্টটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক । আজকের এই পোস্টটি ২য় পর্ব । প্রথম পর্বটি দেখতে নিচে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন ।
জাল হাদিসঃ রাত্রে ঘর ঝাড়ু দিলে ঘরে আল্লাহর ফেরেশতা আসে না ১
আমাদের গ্রাম এলাকাগুলোর অনেক মানুষই বলে থাকে যে রাত্রে ঘর ঝাড়ু দিতে নেই । রাত্রে ঝাড়ু দিলে আল্লাহর ফেরেশতা আসে না । আরও নানা ধরনের কথা বলা হয়ে থাকে । যেমনঃ সকাল বেলা ঘর ঝাড়ু না দিয়ে কাউকে কোন জিনিস দিতে নেই । এগুলো সম্পূর্ণ বানোয়াট । এগুলোকে কুসংস্কার বলা যেতে পারে । এই কথাগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই । এগুলো থেকে সতর্ক থাকা জরুরি ।
জাল হাদিসঃ কোন জিনিস কুড়িয়ে পেলে তার বিনিময়ে দ্বিগুণ সম্পদ দান করতে হয়
এটিও এক প্রকার জাল হাদিস । কোন জিনিস কুড়িয়ে পেলে তা মালিকের নিকট পৌঁছে দিতে হবে । মালিকের খোঁজে কোন প্রকার ঘাটতি রাখা চলবে না । মালিক খুঁজে না পাওয়া গেলে তা গরিব বা মিসকিনকে দিয়ে দিতে হবে । কিন্তু দ্বিগুণ পরিমাণ দান করতে হবে তা সত্য নয় । এই হাদিসগুলো সম্পূর্ণ মানুষের বানানো এবং অনেক গ্রামগুলো এগুলো প্রচলিত আছে ।
জাল হাদিসঃ মহানবি (সঃ) মাটির তৈরি । ফেরেশতা জীবরাইল (আ) নূরের তৈরি । এজন্য মহানবি (সঃ) এর মুখ থেকে দূর্গন্ধ পেতেন জীবরাঈল (আ) ।
শুরুতেই নাউজুবিলিল্লাহ পড়ে নিই । মহানবি (সঃ) মাটির তৈরি এবং জীবরাঈল (আ) নূরের তৈরি । তার মানে এটি নয় যে মহানবি (সঃ) এর মুখ থেকে দূর্ঘন্ধ বের হতো । এটিও সম্পূর্ণ জাল হাদিস । কোন হাদিসে এরুপ চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না । বহু বর্ণনার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, মহানবি (স) পথ ব্যবহার করে চলে যেতেন সে পথ সুগন্ধিতে ভরপুর থাকত । কখনো দূর্গন্ধ থাকত । শয়তান ঐ পথ ব্যবহার করতে পারত না । উক্ত বানোয়াট হাদিস গুলো থেকে আমাদের সাবধান থাকা আবশ্যক ।
আরো পড়ুনঃ What Is NFT Smart Contract
Development
জাল হাদিসঃ পানি খাওয়ার সময় তা গোঁফে লাগলে সে পানি হারাম হয়ে যাবে
উক্ত হাদিসটিও মানুষের মধ্যে প্রচলিত হাদিস । এটি সম্পুর্ণ মিথ্যা । খাবারের জিনিস দেহের কোন অংশে লাগলে তা হারাম হবে না । খাবারটি যদি হারাম হয় তবে সেটি খাওয়াও হারাম হবে । খাবার হারাম না হলে তা গোঁফে লাগুক কিংবা যে স্থানেই লাগুক না কেন তা হারাম হবে না । এগুলো বিশ্বাস না করে আমরা যাচাই বাছাই করে নিব ।
এছাড়া মানুষের মাঝে কিছু বিষয় নিয়ে ভ্রান্ত ধারণা কাজ করে তা হলোঃ
১। রাত্রে নখ কাটতে নেই
২। সকালে উঠে আয়না দেখলে দিন ভালো যায় না । ইত্যাদি । এগুলোর প্রতি বিশ্বাস আনাটাও এক প্রকার শিরক । আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন ।
The post লোকমুখে প্রচলিত কয়েকটি জাল হাদিস (পর্ব ২) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/vCnzWA7
via IFTTT
0 Comments
Post a Comment