আসসালামু আলাইকুম।

আসা করি ভালো আছেন।

গত পোস্টে একটা GCam শেয়ার করেছিলাম। সেটা অনেকের ফোনে সাপোর্ট করেছে আবার করেনি।

GCam কেনো Install করবেন৷ আসলে ফোনের ক্যামেরা থেকে GCam এর ফটো / ভিডিও কোয়ালিটি অনেক অনেক ভালো হয়ে থাকে৷ কিছু ডেমো দেখলেই বুঝতে পারবেন। ফটো গুলো সবই Redmi Note 8 ফোন দিয়ে তোলা & কোনো প্রকার এডিট ছাড়া। Gcam এর সাথে XML ফাইল ব্যাবহার করা হয়েছে। XML ফাইল এর লিংক নিচে দিয়ে দিবো।

আসলে প্রতিটা ফোনের জন্য আলদা আলদা GCam থাকে। সেটা খুজে পেতেও অনেক বেগ পেতে হয়। আজকে দেখাবো কিভাবে আপনার ফোনের জন্য GCam খুজে পেতে পারেন৷

প্রথমেই Play Store থেকে Gcamator App টি Install করে নিন।


GCamator-4.0.6-70 – 11.6 MB

Gcamator Download Link 


Download হয়ে গেলে App টি ওপেন করুন৷

ওপেন হওয়ার পর একটু লোড নিবে৷ তারপর আপনি যে ফোন দিয়ে App টি ওপেন করেছেন সে ফোনের নাম দেখাবে।

তারপর এখানে এই Icon টিতে ক্লিক করুন।

এখানে ক্লিক করলে Download বাটন দেখতে পাবেন। তারপর Download বাটন এ ক্লিক করুন।

Download বাটন এ ক্লিক করার পর আপনার কাছে আপনার ফোনের স্টোরেজ পারমিশন চাইবে। Allow করে দিন। এটা ফ্রি app তাই এড দেখাতে পারে৷

Allow বাটন এ ক্লিক করার পর Downloa শুরু হয়ে যাবে। এখানে GCam v8.4 Download হচ্ছে৷ এখান থেকে আপনারা আপনার ফোনের লেটেস্ট Gcam Download করতে পারবেন৷

এই এ্যাপে ডাউনলোড স্পিড একেবারে স্লো। মানে প্রচুর স্লো। কিছু করার এই এভাবে ডাউনলোড করতে হবে।


IPhone🪴13 Pro Max.xml

IPhone🌿14.xmlxml


কোথাও কোনো সমস্যা হলে আমাকে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন ।

Message me on Telegram


যারা bhoot.com শুনেন বা যারা ফ্রিতে bhoot.com এর প্রিমিয়াম এপিসোড গুলো শুনতে পারছেন না। তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। সেখানে নিয়মিত bhoot.com এর সকল ঘটনা সহ আরো অনেক ঘটনা শেয়ার করা হবে।

১০০ জন মেম্বার হলেই ঘটনা দিতে শুরু করবো।


এখকার জন্য একটুকুই।

আল্লাহ হাফেজ।

The post আপনার ফোনের জন্য বেস্ট Google Camera (Gcam) ডাউনলোড করে নিন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/G9MCVqr
via IFTTT