আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !

আপনি কি জানেন Ghost Software কি ? Ghost Software এর Basically কি কারণে এবং কেন ব্যবহার হয় ? তো আজকের পোস্টে আমি বলবো Ghost Software আসলে কি ? এটা কি কাজে ব্যবহৃত হয়!

যেমনটা আমরা জানি অনেক সময় আমাদের এবং ল্যাপটপে Window Corrupt হয়ে যায়।

তো এরকম অবস্থায় আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে আবার নতুন Window Install করি, পুরোনো Window Delete করি, তারপর একটা নতুন উইন্ডো ইনস্টল করি।

তো Window Install করার জন্য একটা Procedure থাকে, সেই Procedure Follow করতে হয় তারপর যখন‌ই Window Install হয় তখন সেটার Settings করতে হয়। তারপর আমাদের আলাদা ভাবে যেসব Requirements Software বা প্রয়োজনীয় Software আবার নতুন করে Install করতে হয়।

তো এরকম অবস্থায় আমাদের অনেক সময় লাগে। প্রায় ১ থেকে ২ ঘন্টা আবার কখনো ৩-৪ ঘন্টাও সময় লাগে একটা Laptop/Computer এর Setup Complete করার জন্য।

তো এই সব Process খুব Time Consuming আর এসব করতে আমাদের যথেষ্ট সময় প্রয়োজন হয়।

তো এমন কোনো পদ্ধতি আছে যেটার সাহায্য এসব ৫-১০ মিনিটের মধ্যে Computer বা Laptop এর সব Procedure হয়ে যাবে ? সব Setup যেন কম সময়ে Automatically হয়ে যায় ! এরকমটা কি সম্ভব?

হ্যাঁ ! তো এখানে কাজে আসে Ghost Software এটার সাহায্যে আপনি Basically আপনি চাইলে Hard Disk অথবা পুরো Computer/Laptop এর Backup বানাতে পারবেন। এবং তারপর যদি কখনো আপনার কম্পিউটার বা ল্যাপটপ Format হয়ে যায়, Corrupt হয়ে যায়, অথবা আপনি আবার যদি Window Install করতে চান, তখন আপনি সেই Backup এর সাহায্যে খুবই সহজে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আপনি আপনার কম্পিউটার হোক বা ল্যাপটপের পুরো Set Up করতে পারবেন।

মানে আপনি Ghost Software দিয়ে যে Backup তৈরি করেছিলেন সেটা আপনি আবার ব্যবহার করতে পারবেন কম্পিউটার বা ল্যাপটপে।

এছাড়াও আপনি যদি এমন কোনো স্কুল, কলেজে পড়েন যেখানে কম্পিউটার ক্লাসের ব্যবস্থা রয়েছে দেখবেন সেসব কম্পিউটার বেশ কিছু Software Install করা থাকে। এবং ঐ একই Software ওখানে যতগুলো কম্পিউটার থাকে তার সবগুলো তে Install করা থাকে।

এখন আপনি নিজেই ভাবুন একটা একটা করে যদি সেই Software সবগুলো কম্পিউটারে ইনস্টল করতে শুরু করেন তাহলে কতখানি সময় লাগবে? আর এখানে আপনার সাহায্য করবে Ghost Software.

Ghost Software এর সাহায্যে আপনাকে যেটা করতে হবে তা হলো, শুধুমাত্র একটা কম্পিউটার বা ল্যাপটপের Clone তৈরি করতে হবে। তারপর আপনি সেই Clone কোনো Bootable বা Serial Drive এ Write করতে হবে।

তারপর আপনি সেই Clone অন্য যেকোনো কম্পিউটার বা ল্যাপটপে যতগুলোই থাকুক না কেন সেসবে একবার Window Install করতে হবে তারপর আপনি যেসব Backup করেছিলেন সেসব তখন ঐসব কম্পিউটার বা ল্যাপটপ গুলোতে ইনস্টল হয়ে যাবে।

অর্থাৎ আপনি যে একটা কম্পিউটার বা ল্যাপটপের Backup করেছিলেন বা Clone Image তৈরি করেছিলেন সেটা যদি আপনি উদাহরণ হিসেবে: ১৩ টা কম্পিউটারে ইনস্টল করেন তাহলে যেই কম্পিউটার থেকে Backup করা হয়েছে সেই কম্পিউটারের সব Features অন্য ১৩ টা কম্পিউটারেও Automatic চলে আসবে।

তো এভাবেই আপনি ৫-১০ মিনিটের মধ্যে আপনি একটা কম্পিউটার বা ল্যাপটপে পুরো সেট আপ করতে পারবেন। এখানে আপনার যথেষ্ট সময় বেঁচে যাবে। তো এটাই হলো Ghost Software এর কাজ।

Ghost Software এর আরেকটা নাম আছে যেটা হলো Norton Ghost অথবা Ghost Imaging Software যেটা তৈরি করেছে Symantec. Software Company

এটার সাহায্যে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের একটা Backup বা Clone তৈরি করতে পারবেন একটা CD তে। তারপর আপনি এই CD ব্যবহার করতে পারবেন অন্য কোনো কম্পিউটার এবং ল্যাপটপে ইনস্টল করার জন্য।

যদি আপনি একটা কম্পিউটারের মতো Same আরেকটা কম্পিউটারের‌ Clone বানাতে চান তাহলে সহজেই করতে পারবেন এই Ghost Software এর সাহায্যে।

Ghost Software একটি Paid Software এই সফটওয়্যার ব্যবহার করতে হলে আপনাকে টাকা দিতে হবে। এই সফটওয়্যারে আপনি এমনিতেই ৩০ দিনের ফ্রী ট্রায়াল পাবেন। আপনাকে শুধুমাত্র আপনি Google এ Search করবেন Ghost Software Download

অথবা আপনি Ghost Software এর Official Website থেকেও এই Software এর 30 Days Free Trial Version Download করতে পারবেন।

তো এই ছিলো Ghost Software নিয়ে আজকের পোস্ট।

আরও পড়ুনঃ কিভাবে প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করবেন জানুন — ২০২২

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন অনলাইন যাচাই

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। 🙂

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার Facebook I’d

The post Ghost Software কি ? এটা কি কারণে এবং কোথায় বেশি ব্যবহার হয় ? appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Cn2hbEk
via IFTTT