How to Make Automatic SafeLink on Main Blog


ব্লগার হলো একমাত্র ব্লগিং প্ল্যাটফর্ম যেটা অধিকাংশ ব্লগার ব্লগিং শুরু করার সময় ব্যবহার করে থাকে।ব্লগিং করে ইতোমধ্যেই অনেকে ভালো পরিমাণ উপার্জন করতেছে।কেউ তো ফ্রী ব্লগস্পট সাবডোমেইন দিয়ে অ্যাডসেন্স নিয়ে সেটা দিয়ে কাজ করতেছে।

ব্লগার একদম ফ্রী একটি প্লাটফর্ম।যেখানে ইউজাররা ব্লগিং করার জন্য কোনো ধরনের অর্থ ব্যয় না করেও সফলতা লাভ করতে পারে।একজন ব্লগার যিনি নতুন ব্লগিং শুরু করেছেন ব্লগার দিয়ে,তিনি চাইলে ব্লগার এর সাবডোমেইন দিয়ে কাজ করে অ্যাডসেন্স এপ্রুভাল নিয়ে টা দিয়ে ব্লগিং চালিয়ে যেতে পারে।

ব্লগিং করে আমরা অ্যাডসেন্স এর এপ্রুভাল নিয়ে সেখান থেকে ইনকাম করে থাকি।অনেকে অন্য অ্যাডস নেটওয়ার্ক ও ইউজ করে থাকে।কিন্তু বেস্ট অফ দা বেস্ট হলো অ্যাডসেন্স।অ্যাডসেন্স অ্যাপ্রুভ ওয়েবসাইট সেল হয় ভালো দামে।এখানেই অ্যাডসেন্সের গুরুত্ব বুঝা যায়।

অ্যাডসেন্স পাওয়ার পর আমাদের ইনকাম বাড়ানোর দিকে মনোযোগ দিতে হয়।অ্যাডস সঠিক ভাবে বসানোর উপরে ভালো ক্লিক নির্ভর করে।

আজ আমি দেখাবো,কিভাবে মেইন ব্লগে সেফলিংক বানাবেন

সেফলিংক কিভাবে কাজ করে?


সেফলিংক টেমপ্লেট/স্ক্রিপ্ট হলো একটি সেট যা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিজাইন করা হয়।অর্থাৎ আপনার ব্লগে যত লিংক আছে সবগুলোকে এনক্রিপ্ট করে দিবে এই সেফলিংক।কোনো ভিজিটর যদি আপনার ব্লগে প্রোভাইড করা কোনো লিংকে ক্লিক করে,তবে তাকে আপনার বানানো সেই সেফলিংক এর ভিতর দিয়ে যেতে হবে।

আপনার বানানো সেই সেফলিংক এর ভিতর আপনি একটি আর্টিকেল লিখে দিতে পারেন।সেখান আডসেন্স এর অ্যাড কোড দিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন।

সেফলিংক কত ধরনের?


সেফলিংক ২ ধরনের।
১. একটি পুরো ব্লগ যেটি সেফলিংক এর কাজে ব্যবহৃত হয়।অর্থাৎ লিংক শর্ট করার জন্য পুরো ব্লগ ব্যবহার করা হয়।

২. সেফলিংক পেজ।মেইন ব্লগে একটি পেজ খুলে সেখানে সেফলিংক বানানো যায়।ব্লগের সব লিংক রিডাইরেক্ট করে উক্ত সেফলিংক এ নিয়ে যাবে।

এখন কিছু টেমপ্লেট পাওয়া যায় যেগুলোতে ডেভেলপাররা মডিফাই করে সেফলিংক যুক্ত দেয়।এমন কিছু টেমপ্লেট আমি ইতোমধ্যে শেয়ার করেছি।চাইলে আমার প্রোফাইল থেকে দেখে নিতে পারেন।

কিভাবে মেইন ব্লগে অটো সেফলিংক বানানো যায়?


এই প্রসেস ফলো করে আপনি আপনার মেইন ব্লগে সেফলিংক বানাতে পারবেন।আপনাকে শুধু ৩ সেট কোড আপনার ব্লগে ইন্সটল করতে হবে যা আপনি আপনার ব্লগের ড্যাশবোর্ড থেকেই করতে পারবেন।

নিচে থেকে Safelink এর একটি ডেমো দিচ্ছি, দেখে আসুন।এবং এখানে দেয়া কোনো কোড কপি করতে সমস্যা হলে নিচে দেয়া ডাউনলোড লিংক থেকে কোডগুলো ডাউনলোড করে নিন।

Demo Download

নিচের স্টেপগুলো প্রত্যেকটি ভালো করে ফলো করুন আপনার মেইন ব্লগে সেফলিংক বানানোর জন্য।

Section 1: Installing the page code

Step 1 : প্রথমে আপনার Blogger ড্যাশবোর্ড এ যাবেন।তারপর Pages এ যাবেন।

Step 2 : তারপর +(plus) আইকনে ক্লিক করবেন।

Step 3 : এখন এখানে ক্লিক করুন।

Step 4 : তারপর HTML VIEW অন করে দিন।

Step 5 : এখন Safelink নামে একটি টাইটেল দিন।যদি শুধু Safelink দেন,তবে আপনাকে শুধু আমার দেয়া লিংক গুলোর সাথে আপনার সাইটের লিংক রিপ্লেস করলেই হবে।আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন Safelink না দিয়ে।তবে সেক্ষেত্রে আপনাকে পেজ এর জন্য দেয়া কোডগুলো পেস্ট করে পেজটি পাবলিশ করে তারপর সেই পেজের লিংক কপি করে সেটা আবারও ওই পেজের ভিতর এসে Step 7 এ দেখানো মতো জায়গায় রিপ্লেস করে দিতে হবে।

Step 6 : এখন নিচে দেয়া কোডগুলো কপি করে নিন।তারপর সেগুলো ওই পেজে পেস্ট করে দিন।

এখানে ক্লিক করে codepen থেকে( html এ) কোডগুলো দেয়া আছে।কপি করে নিন।

Step 7 : নিচের স্ক্রীনশট এ দেখুন your_domain একটি লিংক আছে।সেটি আপনার সাইটের ডোমেইন এর সাথে রিপ্লেস করে দিন।যেমন টা আমি Step 5 এ বুঝিয়েছি যে,যদি আপনি Safelink দেন পেজের টাইটেল,তবে শুধু আপনাকে আপনার ডোমেইন টি রিপ্লেস করতে হবে your_domain এর সাথে।কিন্তু অন্য টাইটেল দিলে ওই পেজের লিংক কপি করে সেটি আবার ওই জায়গায় রিপ্লেস করে দিতে হবে।

Step 8 : Article Content Here এর নিচে আপনি আপনার সেফলিংক এ যে আর্টিকেল দিতে চান সেটি দিন।

Step 9 : Enter Your Ad Code Here এর জায়গায় আপনি আপনার অ্যাডসেন্স এর অ্যাড করে দিবেন।এতে করে আপনার দেয়া আর্টিকেল এর উপরে(যেখানে টাইম কাউন্টডাউন হবে) এবং নিচে(যেখানে Get Link বাটন আসবে) অ্যাডস শো করবে। অ্যাড কোড দেয়ার জন্যেই সেফলিংক বানানো।যেনো ইনকাম বেশি হয়।তাই এটি মিস করবেন না যেনো! 🙂

Section 2: Adding Script in head tag

Step 10 : এবার নিচের স্ক্রীনশট এর মতো করে প্রথমে যাবেন Theme এ।তারপর ড্রপডাউন মেনু তে ক্লিক করবেন।এরপর Edit HTML এ ক্লিক করবেন।

Step 11 :

এবার সার্চ করবেন  ট্যাগ।মোবাইলে সার্চ করার জন্য Hackers Keyboard ইউজ করে Ctrl + f চাপলেই সার্চ করলেই সার্চ করার অপশন পাবেন।


Step 12 :

এবারে  ট্যাগ এর উপরে নিচে দেয়া কোডগুলো পেস্ট করে দিন।

এখানে ক্লিক করে codepen থেকে (css এ) কোডগুলো দেয়া আছে।কপি করে নিন।

Section 3: Adding Script in body tag

Step 13 :

আবারও সার্চ করুন  ট্যাগ।


Step 14 :

এবার নিচে দেয়া কোডগুলো  ট্যাগ এর উপরে পেস্ট করে দিন।

এখানে ক্লিক করে codepen থেকে (html এ) কোডগুলো দেয়া আছে।কপি করে নিন।

Step 15 :

এখন যে কোডগুলো  ট্যাগ এর উপরে পেস্ট করলেন সেখানে নিচে স্ক্রীনশট এ দেখানো মতো আমার সাইটের সেফলিংক পেজের ২টি লিংক পাবেন।সেগুলো আপনার সাইটের সেফলিংক পেজের লিংক এর সাথে রিপ্লেস করুন।



Step 16 :

এখন  ট্যাগ এর উপরে পেস্ট করা কোডগুলোর উপরে আমার সাইটের লিংক পাবেন।সেটি আপনার সাইটের লিংক এর সাথে রিপ্লেস করে দিন।

আশা করি সব গুলো স্টেপ ভালো ভাবে সম্পন্ন করেছেন।এখন আপনার সাইটের যেকোনো লিংক এ ক্লিক করে দেখুন সেটি রিডাইরেক্ট করে আপনার সেফলিংক এ নিয়ে যাচ্ছে।এবং কাউন্টডাউন হচ্ছে।যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন,সলিউশন দেয়ার চেষ্টা করবো।

পোস্টটি ভালো লাগলে একটি লাইক দিবেন।যদি উপকারে আসে তবে আমার লেখা গুলো সার্থক।কানেক্টেড থাকার জন্য জয়েন করুন আমাদের Telegram গ্রুপে।প্রতিনিয়ত বাংলা টেক রিলেটেড পোস্ট পেতে ভিজিট করুন PieTune

The post ব্লগারে মেইন ব্লগে সেফলিংক বানানোর কমপ্লিট টিউটোরিয়াল। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/DslIamX
via IFTTT