আজ সকালে নূর ভাইয়ের পোস্টে আপনারা দেখেছেন কিভাবে mlwbd এর লিংক পিসি দিয়ে বাইপাস করতে হয়।

পোস্ট লিংক ঃ https://trickbd.com/tools/793013

ট্রিকবিডি ব্যবহারকারী অধিকাংশ মোবাইল ব্যবহারকারী এবং ভাইয়ের দেখানো সিস্টেমে মোবাইল কাজ করে না।

তাহলে আমরা মোবাইল দিয়ে কি করতে পারব না?

উত্তর হলো ঃ অবশ্যই পারবেন।

কিন্তু কিভাবে?

চলুন দেখি।

প্রথমে আপনাকে mlwbd এর যেকোনো মুভি পোস্টের লিংক কপি করে নিতে হবে।

কপি তো করে নিলাম এবার?

এবার কপি করা লিংকের আগে ঃ view-source: 

লিখে ক্রোম/মোবাইলের যেকোনো ব্রাউজারে পেস্ট করুন।

উদাহরণ ঃ view-source:https://ift.tt/25uI1QS

উপরের কাজ করলে দেখবেন ওই মুভি পোস্টের পেইজের html ফরমেট চলে আসছে।

এবার ক্রোমের ৩ ডট এ ক্লিক করে find বাটনে ক্লিক করবেন।

এবার search এর অপশন আসলে সেখানে songlyric.site লিখলে পেয়ে যাবেন আপনার মুভি এর লিংক।

ব্যাস দেখুন কোনো বিজ্ঞাপন ঝামেলা ছাড়াই পেয়ে গেলাম লিংক এবার ডাউনলোডের পালা।

মূলত এই প্রসেস ফোন/পিসি দুইটাতেই হয়। এবং এটা করতে হয়তো নূর ভাইয়ের ট্রিক থেকে একটা ক্লিক কম করা লাগে। কারন নূর ভাই বিজ্ঞাপনের পেইজ থেকে লিংক বের করেছিলেন, আর আমি সরাসরি mlwbd এর মূল সাইট থেকে। এটা একটা মজার তুলনা। কেউ সিরিয়াস নিবেন না।

আর mlwbd এর এডমিনকে বলল ভাই, আগে ভালো ছিল ২/৩ টা পেইজ এর বিজ্ঞাপন ছিল। এখন ৬-৭ টা পেইজ স্কিপ করতে হয়। যা অনেকের জন্যই বিরক্তিকর। তবে mlwbd কে ধন্যবাদ এত মুভি সেয়ার করার জন্য।

 

The post মোবাইল দিয়ে MLWBD এর লিংক বাইপাস, বিজ্ঞাপন ঝামেলে নেই appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/K0CpPDm
via IFTTT