হ্যালো ফ্রেন্ডস ! সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন? আজ অনেক দিন পরে আবার ট্রিকবিডিতে নতুন পোষ্ট নিয়ে উপস্থিত হলাম ।

আশা করছি আপনারা পোষ্টের টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের পোষ্টটি কি বিষয়ে হতে যাচ্ছে?

হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন । আজকের পোষ্টে এমনই চারটি ওয়েবসাইটের নাম বলতে যাচ্ছি যেখান থেকে আপনার খুব সহজেই কপিরাইট ফ্রী ভিডিও ডাউনলোড করতে পারবেন ।

কিছু কথাঃ

* আপনারা সবাই জানেন যে বর্তমানের নেট দুনিয়ায় কোনো ইমেইজ বা কোনো লিখিত পোষ্টের থেকে যেকোনো ভিডিওর প্রতিই সকলে বেশি অ্যাট্রাকটিভ ।
আমি নিজেই শর্ট ভিডিও ফেইসবুক ওয়াচে অনেক সময় কাটিয়ে দিই ।

আমরা যে সবাই ভিডিও দেখি এমন নয় । আমরা ভিডিও তৈরীও করে থাকি । এবং সেই ভিডিওগুলো অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড ও করে থাকি । আর যদি সেই ভিডিওগুলোতে কপিরাইট ক্লিপ যোগ করা থাকে তাহলে অবশ্যই কপিরাইট ক্লেইম
উঠবে ।

আর ঠিক এই কারনেই আমাদের দরকার হয় কপিরাইট ফ্রী ভিডিও এর ।
আর আজকের আর্টিকেলে আমরা সেটাই জানবো যে কোথায় আমরা কপিরাইট ফ্রী ভিডিও পেতে পারি ।

SO

PIKWIZARD

ডিজিটাল
রিসোর্সের বিশাল
কালেকশন রয়েছে।
PikWizard হল এমন এক
ধরণের স্টক ইমেজ ও
ভিডিও ডাউনলোডের
প্ল্যাটফর্ম, যেখানে
কয়েক লক্ষেরও বেশি
হাই-কোয়ালিটির ভিডিও রয়েছে ।
আপনি এখানকার স্লো
মোশন ভিডিও,
এডুকেশনাল ভিডিও,
টেকনিকাল ভিডিও,
ব্যবসায়িক
ভিডিও ও আরও অনেক
ক্যাটেগরি নিয়ে
প্রায় ২০টিরও বেশি
বিভাগ পেতে পারেন।
এই ওয়েবসাইট থেকে
যেকোনো ভিডিও
ডাউনলোড করার সময়
আপনি আপনার প্রজেক্টের
প্রয়োজনীয়তা
অনুসারে SD ও HD
কোয়ালিটির ভিডিও
বেছে নিতে পারেন।

DAREFUL
Dareful-এর ভিডিও
কালেকশনটি মোট
২০টিরও বেশি ভাগে
বিভক্ত রয়েছে ।
এই স্টক ভিডিও প্ল্যাটফর্মটি
কোনো নির্দিষ্ট
ধরণের ভিডিও খোঁজার
জন্য দুর্দান্ত একটা
ওয়েবসাইট।
তবে, এখানে আপনি
শুধুমাত্র 4K ভিডিওই
পাবেন।
অতএব, আপনি যদি আপনার
ব্র্যান্ড কিংবা
কোনো সৃজনশীল
প্রজেক্টের জন্য সমৃদ্ধ
মানের ভিডিও ব্যবহার
করতে চান, তবে এই
ওয়েবসাইটটি
সম্পূর্ণভাবে আপনার
জন্যে।

COVERR
Coverr হলো সম্পূর্ণ
বিনামূল্যে ব্যবহারের একটা
সেরা স্টক ভিডিওর
ওয়েবসাইট।
এখানে কোনো
ওয়াটারমার্ক বা
অ্যাট্রিবিউশনের
প্রয়োজন হয় না।
VIDSPLAY
Vidsplay-এর ওয়েবসাইট
থেকে ভিডিও বেছে
নেওয়ার মতো অনেক
ক্যাটাগরি রয়েছে।
এর স্টক ভিডিওএর
কালেকশনের সম্ভার
থেকে আপনি
বিনামূল্যে সমস্ত HD স্টক
ভিডিও ডাউনলোড
করে নিতে পারেন।
তবে, এর ভিডিওগুলো
ব্যবহার করার জন্যে
আপনাকে আপনার
ওয়েবসাইট কিংবা অন্য
মিডিয়া চ্যানেলের
কোথাও একটা লিঙ্কসহ
ভিডিও ক্রেডিট
দিতেই হবে ।
প্রায়শই এই
ওয়েবসাইটের ভিডিও
কালেকশন কয়েক সপ্তাহ
পরপরই নতুন-নতুন ফুটেজ সহকারে
আপডেট করা হয়ে
থাকে।

তো বন্ধুরা আজকের আর্টিকেল এখানেই শেষ করছি । যদি পোষ্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন । ধন্যবাদ



The post কপিরাইট ফ্রী ভিডিও ডাউনলোড করুন এই ৪ টি ওয়েবসাইট থেকে । appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/QvFM8pT
via IFTTT