টামারিন্ড সিরিজের নতুন ল্যাপটপ এনেছে ওয়ালটন। Tamarind EX11 Pro মূলত Tamarind EX10 Pro-এর আপডেট, যেখানে ইনটেলের দশম জেনারেশনের প্রসেসর থেকে একাদশ জেনারেশন প্রসেসরে উন্নীত করা হয়েছে, এবং হায়ার ফ্রিকুয়েন্সি (3200 MHz) র্যাম ও SATAIII এর পরিবর্তে NVMe SSD ব্যবহার করা হয়েছে।
Tamarind EX11 Pro সিরিজে তিনটি প্রসেসর ভ্যারিয়েন্ট মডেল রয়েছে- TAMARIND EX311G (i3-1115G4), TAMARIND EX511G (i5-1135G7) ও TAMARIND EX711G (i7-1165G7)।এদের মূল্য যথাক্রমে 58950 টাকা, 69550 টাকা ও 84550 টাকা। তবে বর্তমানে EX311G ও EX511G পাওয়া যাচ্ছে, EX711G এখনো আপকামিং।
ইতোপূর্বে আসা Tamarind MX11 সিরিজের মত অতটা প্রিমিয়াম নয় EX11 Pro সিরিজটি। চ্যাসিসে মেটালিক ফিনিশ থাকছে। 1.4 kg ওজন নিয়ে ল্যাপটপগুলো বেশ স্লিক এন্ড স্লিম। এর 14″ FHD LED ডিসপ্লেটির কালার গ্যামুট 45% NTSC হওয়াতে কালার কিছুটা ওয়াশডআউট দেখাবে, যা বিশেষ করে গ্রাফিক্স রিলেটেড কাজের ক্ষেত্রে আদর্শ নয়। এখানে থাকছে 1.0 MP HD ভিডিও ক্যামেরা।
একটি 8 GB DDR4 3200 MHz র্যাম স্টিক ইন্সটল্ড রয়েছে এবং আরেকটি খালি স্লট আছে। ২টি 2 W এর স্পিকার থাকছে। কীবোর্ডে ব্যাকলিট সমর্থন নেই, আলাদা নাম্বারপ্যাড নেই। ব্যাটারী 36 Wh ও চার্জার অ্যাডাপ্টর 45 W এর। HDMI, RJ-45 LAN ও Type C পোর্টসহ পোর্টসের দিক থেকে এটি পরিপূর্ণ। থাকছে মাইক্রোএসডি কার্ড স্লটও। WiFi 5.0 ও Bluetooth 5.1 সমর্থিত। ল্যাপটপগুলোর সাথে থাকছে জেনুইন উইন্ডোজ ১১।
ল্যাপটপটির দাম এর কনফিগারেশন অনুযায়ী কিছুটা বেশি মনে হয়েছে আমার কাছে। বিশেষত MX11 সিরিজ একচুয়ালি সিমিলার প্রাইসিংয়ে বেটার ডিসপ্লে, LED কীবোর্ড, আপডেটেড WiFi 6.0 ও Bluetooth 5.2, বড় ব্যাটারী ও ফাস্টার চার্জিংসহ এর তুলনায় বেটার ভ্যালু অফার করছে।
আরো জানতে: অফিসিয়াল ওয়েবপেজ
দেখতে পারেন- Helio 30: হেলিওর নতুন স্মার্টফোন এলো সবচেয়ে কম দামে 108 MP ক্যামেরাসহ চমকের সাথে
একটি নিয়নবাতি পরিবেশনা
The post Tamarind EX11 Pro সিরিজের ল্যাপটপ নিয়ে এলো ওয়ালটন appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/Oezvsa7
via IFTTT
0 Comments
Post a Comment