আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে termux দিয়ে ফেইসবুকের ভিডিও ডাউনলোড করবেন কোন ঝামেলা ছাড়া। আমরা হয়তো ফেইসবুকের ভিডিও ডাউনলোডের জন্য আলাদা অ্যাপস ব্যবহার করি। আবার অনেক কিছু ওয়েবসাইট ও ব্যবহার করে ফেইসবুকের ভিডিও ডাউনলোড করেন। কিন্তু আজ আমি একটু বিভিন্ন ভাবে কিভাবে ডাউনলোড করা যায় সেটা দেখাবো চলুন শুরু করা যাক।
প্রথমে আমরা termux এ চলে যাবো।
এখন আমরা github থেকে টুলসটি ডাউনলোড করার জন্য git ইনস্টল করবো।
pkg install git
এখন আমরা পাইথন ইনস্টল করবো।
pkg install python
এখন আবার পাইথন ২ ভার্সনটা ইনস্টল করবো।
pkg install python2
এখন আমরা pip requests টা ইনস্টল করবো।
pip install requests
এখন আমরা termux কে স্টোরেজ পারমিশন দিবো যাতে করে যা ডাউনলোড করবো সেটা আমাদের মেমোরিতে সেইভ হয়।
termux-setup-storage
এখন আমরা github থেকে মেইন টুলসটি ডাউনলোড করবো।
git clone https://ift.tt/KfJe0u2
ডাউনলোড শেষ হলে আমরা ls দিয়ে ইন্টার করবো।
তারপর মেইন টুলসটির ভিতর প্রবেশ করবো তাই আমরা
cd facebook-downloader
ইন্টার করবো।
ভিতরে প্রবেশের পর ls দিয়ে ইন্টার করবো।
এখন আমরা main.py কে পারমিশন দিবো এই জন্য লিখবো
chmod +x main.py
পারমিশন হয়েছে কিনা সেটার দেখার জন্য আবার ls দিবো এবং main.py লিখা যদি গ্রীন কালার হয় তাহলে বুঝবো পারমিশন হয়েছে।
এখন আমরা মেইন টুলসটি রান করবো।
python main.py
রান করলে উপরের মতো দেখতে পারবো এখন আমাদের কাজ হচ্ছে ফেইসবুক থেকে যেই ভিডিও ডাউনলোড করবো সেটার লিংক করে পেস্ট করে ইন্টার দিবো।
ইন্টার দেওয়ার পর এখন বলবে কোথায় আপনি ভিডিওটি রাখতে চান সেই লোকেশন দিয়ে দিন এবং ভিডিও এর একটি নাম ও ফরমেট দিয়ে দিবেন।
উপরে দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডাউনলোড শুরু হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন আমার মেমোরিতে ভিডিওটি সেইভ হয়ে গেছে।
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে খুব তারাতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি ।
The post Termux দিয়ে কিভাবে ফেইসবুকের ভিডিও ডাউনলোড করবেন দেখে নিন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/xJ5AMz0
via IFTTT
0 Comments
Post a Comment