হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। চলুন শুরু করা যাক।
আমার আজকের এই পোস্টে থাকবে দারুন একটি মুভির রিভিউ ।
মুভিঃ- Life is Beautiful (1997)
জনরাঃ-Drama,Comedy
কান্ট্রি: ইতালি
আইএমডিবি রেটিংঃ- 8.6/10
পার্সনাল রেটিংঃ- 9.5/10
Life is Beautiful ইটালিয়ান নাম La vita e bella; মুভিটি পরিচালনা করেছেন Roberto Benigni. Rubino Romeo Salmoni রচিত বই In the End, I Beat Hitler’ থেকে মুভিটা কিছুটা অনুপ্রানিত।
জীবন কত সুন্দর, তা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক Roberto Benigni,পরিচালনার পাশাপাশি অনবদ্য অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।তিনটি ক্যাটেগরীতে অস্কারপ্রাপ্ত এ মুভি আপনার জন্য ‘মাস্ট ওয়াচ’ বলবো।
কিছু কিছু মুভি l মারা যাবার আগে l অবশ্যই অবশ্যই দেখে মরা উচিত, আমার এই মুভি লিস্ট একটু লম্বা l তার মধ্যে 2 নম্বরেই আছে এই মুভিটা ,অতিমাত্রায় চমৎকার একটি মুভি, নিজ পরিবারের জন্য মানুষ কত না কিছু করতে পারে l
বর্ণনা :
১৯৩৯ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন ঘটনার পটভূমিতে নির্মিত।গুইডো অরিফিস একজন আমুদে এবং ক্যারিশমেটিক তরুণ জিউস যিনি নগরীতে চাকুরী খুজছেন।তিনি এক স্কুল শিক্ষিকার ডোরার প্রেমে পড়লেন।প্রথম দর্শনেই প্রেম! তারপর দূর্দান্ত ক্যারিশমায় নায়িকার হৃদয় চুরি। জটিল প্রেম কাহিনি।ডোরা একজন ধনাঢ্য এরোগেন্ট সিভিল সার্ভেন্টের মাংগীতা ।একে বারে ঘোড়ায় চড়ে বরকে ,নায়িকার মাকে নাজেহাল করে বিয়ের মঞ্চ থেকে গুইডো একপ্রকার ছিনিয়ে নেন প্রিয়তমা ডোরাকে।
তারা বিয়ে করে এবং তাদের ঘরে জন্ম নেয় যশোয়া।
কমেডি রোমাঞ্চের মধ্যে এগিয়ে যেতে থাকা ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজী বাহিনির কনসেন্ট্রশেন ক্যাম্পে আটকা পরেন গুইডো। স্বপরিবারে। সেখানে অত্যন্ত বুদ্ধিমত্তা দিয়ে মমতা দিয়ে গুইডো তার ছেলে যশুয়ার বন্দী জীবনের নিষ্ঠুরতাকে একটা লোভনীয় খেলা বানিয়ে ফেলেন।সেই খেলায় যে জীতবে সে পাবে লোভনীয় পুরস্কার একটি ট্যাংক!!খেলায় অনেক শিশুই অংশ নিচ্ছে। খেলার নিয়মটা একটু কঠিন। শিশু যশোয়া একবারও কাঁদতে পারবে না,মার কাছে যাবার বা মাকে কাছে পাবার জন্য কোন আবদার করা যাবে না, এমনকি সে যে ক্ষুধার্ত এ কথাও বলতে পারবে না। এইসবের যেটাই করুক পয়েন্ট নষ্ট হবে।আর শান্ত থেকে যারা ক্যাম্পগার্ড থেকে লুকিয়ে থাকবে তারা বোনাস পয়েন্ট লাভ করবে। যে সবার আগে একহাজার পয়েন্ট অর্জন করতে পারবে সেই পাবে আকর্ষণীয় পুরস্কার ট্যাংক!!
একজন বাবা কিভাবে ভয়ানক বন্দীদশাকে তার শিশুর জন্য খেলায় পরিণত করে ফেলতে পারে তারই নিখুত চিত্রায়ণ ছবিটি ।একজন হৃদয়বান প্রেমিকের অসাধারণ প্রেমকাহিনি ,একজন মহান বাবার পুত্র স্নেহের তীব্র আবেদনে নির্মল আনন্দ বেদনার অসাধারণ ছবি।
যারা এই সিনেমাটি দেখেননি দ্রুত দেখে ফেলুন। টানা দুই ঘণ্টা সময় বের করে কোন বিরতি ছাড়া দেখবেন । আরেকটা ব্যাপার । সিনেমাটি ১০০ ভাগ বিশুদ্ধ । কোন ধরনের নোডিটি কিংবা বীভৎস দৃশ্য নেই । তারপরও একা দেখাটাই ভালো ।
গল্পটা হাস্যরসাত্বক সাবলীল অভিনয়ের মাধ্যমে ১৯৩৯ সালের ২য় বিশ্বযুদ্ধের ট্রাজেডি নিয়ে বিশ্লেষণ করে বাবা-ছেলের ভালবাসার বহিঃপ্রকাশ সংক্রান্ত।২য় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে হিটলারের তৈরি নাৎসী বাহিনীর নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে মুভিটির মাধ্যমে।
তাহলে আশা করছি সবাই এই জনপ্রিয় মুভি টা দেখবেন এবং ট্রিকবিডি ট্রিকবিডির কপি রাইট ইস্যুর জন্য মুভির ডাউনলোড লিঙ্ক টা দিতে পারলাম না কারো যদি মুভি ডাউনলোড লিংক দরকার হয় তাহলে আমাকে ফেসবুকে মেসেজ করুন ।
মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন।
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আমাদের সাথে থাকার জন্য আপনি আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন হতে পারেন l
আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
The post মরে যাবার আগে যেই মুভিটি অবশ্যই দেখা উচিত – life is beautiful মুভি রিভিউ appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/FOk6iM1
via IFTTT
0 Comments
Post a Comment