আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।
গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।
কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই।
এটা হচ্ছে 5 টি Best Adventure Games এর ৩য় পর্ব। এর আগের ১ম পর্ব ও ২য় পর্ব আপলোড করা হয়েছে এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন টপিকে আমি এর আগে অনেকগুলো গেমিং রিলেটেড পোস্ট করেছি। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন।
এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।
যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
এই পোস্টটি অবশ্যই যারা Adventure Type Games পছন্দ করেন তাদের জন্যেই করা। সবগুলো গেমের Concept আলাদা আলাদা। ভিন্নতা আছে এদের গেমপ্লে, গ্রাফিক্স ইত্যাদিতে।
বিশ্বাস করবেন কি না জানি না তবে এই গেমগুলো আমাকে Android Games এর প্রতি অন্য নজরে তাকাতে বাধ্য করেছে।
প্রত্যেকটা গেমেরই Sound Effects + Graphics + Gameplay এক কথায় অসাধারন। এখানে প্রত্যেকটি গেমই এক একটি Masterpiece।
শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি ভিন্ন কিছুর স্বাদ পাবেন আশা করছি।
তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।
5) Game Name : XON EP1 + EP2 + EP 3+ EP4
Game Developer : imagoFX
Game Size : 30 MB
Required OS : 2.3+
Game Type : Offline
Game Released Date : 2014-2015-2016
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )
গেমটির সাইজ অনেক কম দেখে মনে হতে পারে গেমটি বেশ ছোট বা স্পেশাল কিছুই নেই। গেমে ঢুকে ৫ মিনিট ঘুরেও এমনটা লাগতে পারে।
তবে গেমটি যখন আপনি মনোযোগ দিয়ে খেলতে যাবেন তখনই বুঝতে পারবেন এই গেমটিতে Explore করার মতো অনেক কিছুই আছে।
গেমটির Graphics One Of The Best বলা চলে। কারন এই গেমটিতে আপনি Reality এর Feel পাবেনই পাবেন। কেননা এখানে প্রত্যেকটা Object এর Shadow, Texture ইত্যাদি এত সুন্দর করে দেওয়া আছে যে আমি এর গ্রাফিক্স এ মুগ্ধ না হয়ে থাকতে পারিনি।
গেমটির কন্ট্রোল + Movement অনেক Fast। আস্তে হাটা ও দৌড়ে যাওয়া বা জোড়ে হাটার মতো আলাদা আলাদা Control System পেয়ে যাবেন এখানে।
এছাড়াও গেমটির Sound Effects অসাধারন। বাড়তি কোনো Music নেই। তবে আশেপাশের পরিবেশের যে Sound Effects গুলো আছে যেমনঃ পানির শব্দ, পাখির শব্দ, বাতাসের মৃদু শব্দ ইত্যাদি এগুলো অনেক Accurately ভাবে দেওয়া আছে।
এই গেমটি নিয়ে অনেক দিন ধরেই পোস্ট দিবো দিবো ভেবেও দেওয়া হচ্ছিলো না। এত কম সাইজের ভিতরে এত সুন্দর গ্রাফিক্স এর গেম সত্যিই প্রশংসনীয়।
গেমটির Episode-1 Playstore এ Free তে পেয়ে যাবেন। তবে বাকী যে Episodes 2, Episodes 3, Episodes 4 আছে সেগুলো আপনাকে Purchase করতে হবে যেগুলোর মূল্য ১৫০ টাকা।
আপনার যদি টাকা না থাকে তবুও কোনো সমস্যা নেই । আমি উপরে লিংক দিয়ে দিয়েছি কোথায় গেলে আপনি পাবেন ফ্রি তে গেমটিকে। আশা করছি কোনো অসুবিধা হবে না।
যাই হোক, গেমটির প্রত্যেকটি Episode ই অসাধারন। এখানে অনেক Mystery আছে solve করার মতো। আপনি যতই গেমটি খেলবেন ততই এর গভীরে যাবেন আর দেখতে থাকবেন একের পর এক Mystery আছেই।
শেষ আর হচ্ছে না। Developer রা এই গেমটিকে এত নিখুত ভাবে ডিজাইন করেছে যে এর প্রশংসা না করে থাকতে পারছি না। সত্যিই প্রশংসার দাবীদার এই গেমগুলো।
এটি একটি First Person Camera এর Game। এর মানে হচ্ছে আপনি Real Life এ যেমন আপনার চোখ দিয়ে সবকিছু দেখেন সেভাবেই এখানে সবকিছু দেখতে পারবেন।
কোনো Object এর একেবারব কাছে গেলেও দেখতে পারবেন সেখানে কোনো ফাটল নেই Pixel এ। Almost Accurate ভাবেই সবকিছু ডিজাইন করা আছে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে।
কারন আমি অনেক গেমেই দেখেছি Zoom করলে বা কোনো Object এর কাছে গেলেই Pixel গুলো দেখা যায় যা একবার Notice করলে পুনরায় আর আগের মতো করে দেখা যায় না।
তাই আমি অবশ্যই সাজেস্ট করবো সবাইকেই একবার হলেও গেমটিকে খেলে দেখতে। এমন অসাধারন গেম খুব কমই পাওয়া যায়।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
4) Game Name : Finding Dory Keep Swimming
Game Developer : Disney Publishing Worldwide
Game Size : 179 MB
Required OS : 4.2+
Game Type : Offline
Game Released Date : 18 June, 2016
Game Version : 1.1
Game Link : Pdalife
Disney এর Finding Dory Movie টা দেখেননি এমন লোকের সংখ্যা খুব কমই পাওয়া যাবে। বাচ্চা থেকে শুরু করে বড় প্রায় সকলেই এই মুভিটি দেখেছেন। Disney এর One of the most beautiful animation + story আছে এই মুভিটিতে।
মুভিটি Hollywood এ অনেক Hit পায় এবং অনেক Milestone Cross করে এবং অনেক Awards ও পায়।
সেই মুভিটির উপরই Based করে এই গেমটিকে তৈরি করা হয়েছে।
গেমটি আপনি Playstore এ পাবেননা। কারন গেমটি প্লে-স্টোরে আর নেই। গেমটি একবারই লঞ্চ করা হয়েছিল। এরপর আর কোনো আপডেট আসেনি গেমটার।
কিন্তু কোনো আপডেট না আসাতেও গেমটি একেবারে Perfect ভাবেই Design + Develop করা হয়েছে।
আমি গেমটি Almost সম্পূর্ণ খেলে দেখেছি। আর কয়েকটা লেভেল বাকী আছে। এরপরই Over দিয়ে দিবো। গেমটি এতটাই Addictive যে আমি এক বসাতেই গেমটি প্রায় সম্পূর্ণ খেলে ফেলি।
গেমটিতে আপনি Full Commentary এর সাথে অতুলনীয় Disney-র অসাধারন গ্রাফিক্স ও Storyline দেখতে পারবেন।
গেমটি বাচ্চা, বড় সবাই খেলতে পারবেন। এই গেমটিকে একটি পারফেক্ট এডভেঞ্চার টাইপ গেমের উদাহারন বলা চলে। কেননা এখানে Dory এর নিজের Family কে খোজার যে Adventure টা আছে তা এখানে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলায় হয়েছে।
সমুদ্রের বিভিন্ন রঙের ও Shape এর সুন্দর সুন্দর মাছের যে অতুলনীয় দৃশ্য মনকে ছুয়ে যায় তা এখানে অনেক সুন্দর ভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। গেমটিতে আপনি Movie এর প্রায় সকল দৃশ্যই দেখতে পাবেন।
মাছের Aquarium থেকে শুরু করে মাছের সমুদ্রের সম্পূর্ণ চিত্র একদম Clearly এখানে দেওয়া আছে। কোনো Details ই Miss দেওয়া হয়নি। সব কিছুই Accurately দেওয়া আছে।
গেমটিতে আপনি HD QUALITY GRAPHICS এর সাথে HIGH QUALITY VOICE OVER COMMENTARY ও দেখতে পারবেন।
আর গেমটি Funny Type ভাবে Present করা হয়েছে। এখানে Commentary + voice over + storyline সবকিছুই অনেক হাস্যরসিকভাবে দেখানো হয়েছে।
Disney এর এমন অনেক অনেক ভালো গেমই রয়েছে যা এখন আর Playstore এ নেই। আপনারা চাইলে আমি সেগুলো নিয়েও পোস্ট দিতে পারি। তবে আমাকে জানাতে হবে।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
3) Game Name : Rayman Fiesta Run
Game Developer : Ubisoft Entertainment
Game Size : 241 MB
Required OS : 3.0+
Game Type : Offline
Game Released Date : 16 Feburary, 2019
Game Version : 1.4.2
Game Link : Rexdl/Revdl/Pdalife (For Mod)
Ubisoft Entertainment এর আরো একটি Masterpiece। গেমটি আপনি Playstore এ পাবেন না। আমি লিংক দিয়ে দিয়েছি কোথায় পাবেন।
যাই হোক, এটি আমার একটি Favourite Adventure Game। গেমটিতে অনেক সুন্দর গ্রাফিক্স এর সাথে সাথে মজার সাউন্ড এফেক্টস + মিউজিক।
মিউজিক ও সাউন্ড এফেক্টস গুলো আপনাকে 90’s এর Old Classic Cartoons গুলোর কথা স্মরন করিয়ে দিবে।
তখনকার সময়ের টিভিতে দেখা Tom And Jerry এর মতো বিভিন্ন Cartoons গুলোতে যেমন একটা Classic Music এর Feel পাওয়া যেতো সেটা আপনি এই গেমটিতে পাবেন।
আর গেমটির গ্রাফিক্সও অনেক ভালো। 2D + 3D দুইভাবেই গেমটির গ্রাফিক্সকে ডিজাইন করা হয়েছে। গেমটি প্লে-স্টোরে ছিল একটা সময়। তখন গেমটি অনেক জনপ্রিয় ছিলো।
গেমটিতে আপনি অনেক সুন্দর সুন্দর লেভেল + লোকেশন পেয়ে যাবেন। গেমটিতে আছে ৭৫ টিরও বেশি লেভেল। ৪ টি Festive World। ৩ টি Epic Boss সহ ভালো Storyline।
আপনাকে Jump করে, দৌড়িয়ে, Fight করে গেমটিতে এগিয়ে যেতে হবে। গেমটিতে আপনি Action + Adventure দুটিই পেয়ে যাবেন। আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে।
গেমটির আরো কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ
PARTY ALL NIGHT LONG :
More than 75 levels welcome you for the Fiesta!
Bounce on sausages and make your way through 4 new festive worlds
Beat all 3 new epic bosses to reach the dreaded Land of the Livid Dead Island!
Collect Lums to get awesome rewards and power-ups
DISCOVER RAYMAN’S AMAZING NEW POWERS :
Rayman could jump, fly, punch and run up the walls
he can now slide, swim or shrink on the fly into a tiny hero
Unleash the power of the Super Punch!
BEWARE OF THE INVASION! :
Play all the levels you thought you knew in a totally different way
Avoid new traps and defeat even fiercer enemies
Get ready for more great challenges!
ENJOY GORGEOUS GRAPHICS :
Rayman Jungle Run was pretty… Rayman Fiesta Run looks absolutely delicious!
Immerse yourself into the Fiesta thanks to the increased depth of field
And if you like great lightings, Rayman has put a brand new disco ball up for you!
CHALLENGE YOUR FRIENDS :
Share your activities, post your achievements on Facebook, and follow your friends on the world map.
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
2) Game Name : Trials Frontier
Game Developer : Ubisoft Entertainment
Game Size : 97 MB
Required OS : 4.1+
Game Type : Offline
Game Released Date : May 22, 2014
Game Version : 7.9.4
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)
এটি একটি Bike Stunt + Bike Racing Adventure Game। এখানে আপনি শুরুতেই Storymode পাবেন। Ubisoft এর One of the best game এটি।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার। গেমটি প্লে-স্টোরে রিভিউ করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.0 ★।
আমি মনে করি এই গেমটি At Least 4.6 ★ তো Deserve করেই। কেননা এই গেমের গ্রাফিক্স + গেমপ্লে দুটিই অসাধারন।
গেমটিতে Stoymode + প্রচুর Missions পেয়ে যাবেন। গেমটিতে অনেক ভালো ভালো Bike Stunts আছে। তার সাথে এর Racing Tracks গুলোও অসাধারন।
এখানে আপনি Multiplayer Mode ও পেয়ে যাবেন। আর তার সাথে পাবেন PVP Game Mode ও। এছাড়াও গেমটিতে আছে ২৫০+ Unique Race – Tracks।
তার সাথে আছে ১৫+ Wicked Bikes। আর সেই সাথে এখানে আপনি ২৫০+ Challenging Missions ও পেয়ে যাবেন।
গেমটি নিয়ে বলার মতো অনেক কিছুই আছে। কিন্তু এত কিছু বললে পোস্ট অনেক বড় হয়ে যাবে। তবুও কিছু কথা তো বলাই যায়।
কেননা এই গেম সেটা Deserve করে। গেমটি ২০১৪ সালে রিলিজ করা হয়। রিলিজের পর থেকেই গেমটি অনেক হিট পায়। কেননা গেমটিতে ডেভেলপাররা অনেক সুন্দরভাবে ডেভেলপ করতে পেরেছে।
এছাড়াও গেমটির গ্রাফিক্সে এখন পর্যন্ত কোনো খুত বা ত্রুটি আমি লক্ষ্য করিনি। গেমটির সাউন্ড এফেক্টস অনেক ভালো। গেমটি আপনি একবার শুরু করলে খেলতেই মনে চাইবে।
অনেক Addictive একটি গেম। তাছাড়া গেমে আপনি বিভিন্ন Upgrades তো পাবেনই। তার সাথে Characters ও পেয়ে যাবেন ভিন্ন ভিন্ন রকমের।
যারা Bike Racing / Bike Stunts এই ধরনের গেম পছন্দ করেন তাদের জন্যেই এই গেমটি দিয়ে রাখছি। আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে।
গেমটির আরো কিছু ফিচারের কথা নিচে উল্লেখ করা হলোঃ
PHYSICS-BASED GAMEPLAY :
Trials Frontier brings the critically acclaimed Trials brand of physics-based gameplay to mobile! Control your bike with extreme accuracy, and shift your weight backward or forward for better landings, wheelies and stunts!
MULTIPLAYER / PvP GAME MODES :
Monthly Ranked Seasons await you in the Bunker – where you race against Riders from around the world to rank higher up the Leaderboards and win exclusive new Rewards!
250+ UNIQUE RACE-TRACKS :
Hundreds of truly trailblazing Tracks to race on – with new tracks added every month!
15+ WICKED BIKES :
Tier I, II and III bikes, Legendary bikes, Crazy bikes and some of the biggest motorcycle brands await you in the Frontier! Collect and build bikes in the Garage – each with unique speed and handling!
PERFECTED GHOST RACING! :
Race Ghosts of players on the Leaderboards of any Track! Learn how to perform epic stunts and break world records from the best riders in the Frontier!
250+ CHALLENGING MISSIONS! :
With more than 50 hours of story-driven gameplay in 10 gorgeous environments, you’ll want to take your bike out for a spin in the Frontier and get racing!
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
1) Game Name : Rayman Adventures
Game Developer : Ubisoft Entertainment
Game Size : 34 MB (ভিতর থেকে কিছু Data Download হবে)
Required OS : 4.4+
Game Type : Offline
Game Released Date : December 2, 2015
Game Version : 3.9.95
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)
এটি Rayman Adventures এর Original Game। এটিই সর্বপ্রথম রিলিজ করা হয়। এরপর এই গেমের Success দেখে আরো অনেকগুলো গেমসই রিলিজ করা হয় এই Series এর।
প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭ লক্ষ ৫২ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।
গেমটিতে আছে অনেক সুন্দর স্টোরিলাইন + গ্রাফিক্স। এই গেমের গ্রাফিক্সের কোনো তুলনাই হয়না। 2D + 3D দুই ধরনের গ্রাফিক্সেরই দেখা এখানে পাবেন।
গেমটি একটি Action + Adventure Type Game। এখানে আপনি আগের গেমটির মতোই Action, Fight, Run, Jump ইত্যাদি দেখতে পারবেন। গেমটিতে আপনি আগের গেমটির মতোই Smooth control দেখতে পাবেন ও যেকোনো ডিভাইসেই অনায়াসেই গেমটি খেলতে পারবেন।
তাহলে ভিন্নতা কোথায়? ভিন্নতা আছে। গেমটিতে আছে 55 টির মতো Playable Characters যেগুলো নিয়ে আপনি খেলতে পারবেন। সাথে আছে ২০০+ অসাধারন গ্রাফিক্সে ভরা লেভেল।
গেমটিতে আছে 7 টি World যেখানে আপনি আলাদা আলাদা লোকেশন + স্টোরিলাইন দেখতে পাবেন। গেমটিতে আরো আছে 50 টি Various incrediball families আর ৩২০ টি Unique Incrediballs।
এছাড়াও গেমটির বাকী ফিচারগুলো নিয়ে নিচে বলা হলোঃ
AN EPIC PLATFORMER!
· An exciting mix of timeless adventures and breathtaking visuals!
· Over 55 playable characters – play as Rayman, Barbara, Globox, or Teensie!
· Run, swim, hover, and take giant flying leaps as you dash through 200+ gorgeous levels!
· Jump into the action – battle Minotaurs, Bandits, and many other monsters!
EXPLORE VAST WORLDS!
· Explore 7 extraordinary worlds in this action-packed Rayman 2D platformer!
· Grow your Sacred Tree to unlock new adventures, and soar above the competition!
MEET THE INCREDIBALLS!
· Collect Incrediballs with 3 Special abilities – Seekers, Inhalers, and Protectors!
· Feed the Incrediballs, and make music with them in the Beatbox Mode!
· Complete more than 50 various Incrediball families!
· Seek and collect over 320 unique Incrediballs!
Run through various mysterious lands, haunted medieval castles, and the mythical worlds of Olympus, and unravel their hidden secrets!
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন।
পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার।
আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো।
যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন।
তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি।
আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে?
আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই।
তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..
The post Android এর 5 টি Best High Graphics Adventure Games (Part-3) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/Y1DbXTA
via IFTTT
0 Comments
Post a Comment