আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।

কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই।

এটা হচ্ছে 5 টি Best Adventure Games এর ২য় পর্ব। এর আগের ১ম পর্ব আপলোড করা হয়েছে এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন টপিকে আমি এর আগে অনেকগুলো গেমিং রিলেটেড পোস্ট করেছি। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন।

এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।

যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পোস্টটি অবশ্যই যারা Adventure Type Games পছন্দ করেন তাদের জন্যেই করা। সবগুলো গেমের Concept আলাদা আলাদা। ভিন্নতা আছে এদের গেমপ্লে, গ্রাফিক্স ইত্যাদিতে।

বিশ্বাস করবেন কি না জানি না তবে এই গেমগুলো আমাকে Android Games এর প্রতি অন্য নজরে তাকাতে বাধ্য করেছে।

প্রত্যেকটা গেমেরই Sound Effects + Graphics + Gameplay এক কথায় অসাধারন। এখানে প্রত্যেকটি গেমই এক একটি Masterpiece।

শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি ভিন্ন কিছুর স্বাদ পাবেন আশা করছি।

তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।

 

5) Game Name : Ninja Tobu

Game Developer : CerebralFix

Game Size : 77 MB

Required OS : 5.1+

Game Type : Offline

Game Released Date : October 4, 2016

Game Version : 1.8.7

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এটি একটি Platformer Type Ninja Action-Adventure Game যেখানে আপনাকে Swipe করে ও বিভিন্ন Gesture এর মাধ্যমে উপরে উঠতে হবে।

আপনি যতই উপরে যাবেন ততই Enemy, Traps ইত্যাদির সম্মুখীন হবেন। গেমটি আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও গেমটি আসলে কিছুটা হলেও কঠিন আছে।

আপনি ইচ্ছা করলে এর Mod version টিও ডাউনলোড করে খেলতে পারবেন। গেমটিতে Slow Motion ও আছে। এখানে বিভিন্ন Game Modes আছে।

আপনি Mission Type অথবা Endless Type সহ আরো নানান ধরনের Game Mode এ খেলতে পারবেন গেমটি।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৪০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

গেমটির গ্রাফিক্স ৭৭ MB অনুযায়ী একদম পারফেক্টই মনে হয়েছে আমার কাছে। কেননা এখানে আপনি দিন ও রাতসহ নানান ধরনের লোকেশন পাবেন।

সাথে Enemy Movement সহ বিভিন্ন ধরনের Traps যেগুলো নিজে নিজে Move করে এগুলো আপনাকে খেলতে অনেক মজা দিবে।

যারা কম সাইজের ভিতরে এই ধরনের গেম পছন্দ করেন তারা গেমটি অবশ্যই ডাউনলোড করে দেখতে পারেন। নিরাশ হবেন না আশা করছি।

এখানে অনেকগুলো Ninja Character পাবেন নিয়ে খেলার জন্যে। গেমটির কন্ট্রোল + গেমপ্লে সবকিছুই আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনি যেকোনো মোবাইলেই অনায়াসেই গেমটি খেলতে পারবেন কোনো ল্যাগ বা সমস্যা ছাড়াই।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

4) Game Name : Hungry Dragon

Game Developer : Ubisoft Entertainment

Game Size : 139 MB (ভিতর থেকে Extra কিছু Data Download হবে Skins, Locations এগুলোর জন্যে। বেশি না Almost 200 MB এর মতো)

Required OS : 4.4+

Game Type : Offline

Game Released Date : August 29, 2018

Game Version : 4.0

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

শুরুতেই বলে রাখি গেমটির Mod version ডাউনলোড করে না খেললে এর মজা উপভোগ করতে পারবেন না।

Ubisoft Entertainment আমার One of the most favourite gaming company। ছোটবেলা থেকেই Gameloft এর সাথে সাথে তাদেরও প্রচুর গেমস খেলে বড় হয়েছি। তাদের প্রতিটা গেমেরই গ্রাফিক্স + অপটিমাইজেশন অনেক ভালো হয়।

এই গেমটি একটি Action + Arcade + Adventure Type Game। গেমটিতে আপনি Dragon কে কন্ট্রোল করবেন এবং বিভিন্ন কীটপতঙ্গ থেকে শুরু করে মানুষসহ বিভিন্ন প্রানীকে খেয়ে Dragon কে বাচিয়ে রাখবেন।

এখানে আপনি বড় থেকে ছোট প্রচুর Dragons পেয়ে যাবেন নিয়ে খেলার মতো। সাথে ছোট Dragon এর বাচ্চা নিয়েও খেলতে পারবেন।

এছাড়াও গেমটিতে অনেক Special Attacks, Skills সহ অনেক ধরনের Power Ups দেখতে পারবেন। সেগুলো নিয়ে খেলতে তো পারবেনই তার সাথে সেগুলো Upgrade ও করতে পারবেন।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৩ লক্ষ ৩১ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★।

গেমটি At least 4.5 ★ রেটিং পাওয়ার যোগ্য। গেমটিতে লোকেশন এর কোনো অভাব হবে না। এটি একটি Open world Game। এখানে আপনি প্রচুর জায়গা পাবেন ঘুরাঘুরি করার মতো।

আর এখানে প্রচুর প্রানী দেখতে পারবেন। গেমটির মিউজিক ও সাউন্ড এফেক্টস গুলোও খুব ভালো। অনেকেই হয়তোবা বলতে পারেন যে গেমটি যদি Mod version download করেই খেলি তাহলে লাভটা কি? মজাটা পাবো কোথায়?

তাদের জন্যে বলবো এটি একটি open world type game হওয়ায় এখানে অনেক কিছুই আপনি পেয়ে যাবেন explore করার মতো। আর এখানে enemy, traps সহ এত কিছু আছে যে আপনি সারাদিনে খেলে শেষ করতে পারবেন না।

অসাধারন একটি গেম। নিচে গেমটির কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ

RELEASE THE DRAGONS :

• Collect ferocious flying fire-breathing Dragons, each unique in their own way

• Unlock crazy Costumes to fly faster, burn bigger, and eat more

• Equip exotic Pets and weird creatures to boost your power

• Level up and train by feasting on townsfolk, monsters and other delicious prey

 

FEEDING FRENZY :

• Fly through, explore and destroy a world of villages, forests, hills, and Goblin City!

• Smash through obstacles to access hidden areas in the world

• Feed on more for a higher score – Hungry Dragons are never satisfied!

 

FEEL THE BURN :
• Go on a grilling spree in a huge free-roaming world in epic 3D

• Activate Fire Rush and release an inferno incinerating all in your path!

• Roast a medieval feast of monsters, soldiers, trolls, witches, and much more

 

UNLEASH THE LEGEND :

• Evolve and train Legendary Dragons – strange hybrid monsters and dinosaurs

• Unlock epic special powers – the more you train, the crazier the power!

• Become a legend by competing in Legendary Leagues to defeat friends and foes!

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

3) Game Name : Hungry Shark World

Game Developer : Ubisoft Entertainment

Game Size : 133 MB

Required OS : 5.0+

Game Type : Offline

Game Released Date : May 4, 2016

Game Version : 4.7.0

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

Ubisoft Entertainment এর আরো একটি Masterpiece এই গেমটি। পূর্বের গেমটির মতোই একই কনসেপ্ট এর উপর Based করে বানানো হয়েছে এই গেমটিকে।

কিন্তু এই গেমটিতে পূর্বের গেমটির থেকেও আরো অনেক কিছুই বেশি পাবেন। যেমনঃ গেমটিতে আপনি ৩৮ টির মতো Shark এর Species দেখতে পারবেন আর সেগুলো নিয়ে খেলতে পারবেন।

যেহেতু এটিও একটি Open World Game তাই এখানে আপনি প্রচুর Location পাবেন Explore করার মতো।

গেমটিতে আপনি Pacific Islands, frozen Arctic Ocean, exotic Arabian Sea আর এখন South China Sea ও দেখতে পারবেন। আরো নতুন নতুন লোকেশন এড করা হবে।

গেমটি রেগুলারলি আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন অনেক কিছুই যুক্ত করা হচ্ছে। গেমটিতে আপনি 3D Graphics এর অনেক সুন্দর ব্যবহার দেখতে পারবেন।

গেমটিতে আপনি ১০০টিরও বেশি ভিন্ন ধরনের Creatures পাবেন যেগুলো আপনার Shark Character খেয়ে বেচে থাকবে যেখানে আপনি Whales, submarines সহ অনেক কিছুই দেখতে পাবেন।

আমি অবশ্যই সাজেস্ট করবো গেমটি Mod version download করে খেলার জন্যে। কারন এখানে কেনার মতো ও আপগ্রেড করার মতো অনেক কিছুই আছে।

mod version না খেললে আসল মজা পাবেননা। গেমটি open world হওয়ায় এখানে দেখার মতো অনেক কিছুই আছে। গেমটির মিউজিক ও সাউন্ড এফেক্টসও অসাধারন।

গেমটি প্লে-স্টোরে Highest ১০ কোটিবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে আর গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ২০ লক্ষাধিকেরও বেশি। আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

রেটিং দেখে Judge করবেন না। গেমপ্লে অসাধারন। আপনাকে হতাশ করবে না।

বাকী যেসকল ফিচার আছে গেমটির সেগুলো নিচে দিয়ে দিচ্ছিঃ

38 SPECIES OF SHARKS :
Choose from a range of sharks in 8 different size tiers, including the iconic ocean predator: the Great White!

HUGE OPEN WORLDS :
Explore the lush Pacific Islands, frozen Arctic Ocean, exotic Arabian Sea, and now the South China Sea, a vibrant urban destination full of fresh, unwary victims!

FEAST FOR YOUR EYES :
Experience the feeding frenzy in stunning console quality 3D graphics that will blow everything else out of the water!

SURVIVAL OF THE HUNGRIEST :
It’s eat or be eaten in waters packed with 100s of delicious and dangerous creatures… Whales, submarines and wandering locals BEWARE!

SMASHING SHARK SWAG :
Level up your shark and equip jawsome gadgets to bite harder, swim faster and grow even hungrier! No shark is complete without headphones, umbrella and a freakin’ jetpack!

SUPER SKINS :
Customize your predators with unique skins! These rockin’ looks not only release your inner shark’s personality but also maximise your stats!

MANIC MISSIONS & BADASS BOSSES :
Take on more than 20 different types of mission including high score challenges, prey hunts and epic boss fights!

HELPFUL PREDATORY PETS :
Baby sharks, whales, an octopus, and even a bald eagle are happy to help with special abilities to increase health, score and more!

SUPERSIZED MEAL DEAL :
Unleash your shark’s predator potential: SuperSize mode, rushes, explosion, hypnosis and more!

EXTINCTION MODE :
Ascend from the abyss to save the world from imminent destruction. Rise up to the challenge! Activate Apex sharks abilities and rampage through the ocean.

SPLASH PASS SEASON 2 :
Unlock EXCLUSIVE SKINS & PETS every season with the HUNGRY SHARK WORLD SPLASH PASS.

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

 

2) Game Name : Once Upon A Tower

Game Developer : Pomelo Games

Game Size : 54 MB

Required OS : 5.0+

Game Type : Offline

Game Released Date : September 20, 2017

Game Version : 42

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এই গেমটির কন্সেপ্ট একটু ভিন্ন। এখানে আপনি গেমের শুরুতেই একটি Dragon ও বিভিন্ন Character দেখতে পারবেন।

গেমের শুরুতেই Story mode play হবে। যেখানে ভিন্ন একটি কন্সেপ্ট দেখায় যা আমাদের পড়ে ও শুনে আসা রাজা রানীর কাহিনী এর সম্পূর্ণ বিপরীত।

এখানে আপনাকে একজন Princess কে Tower থেকে বাচিয়ে মুক্ত করতে হবে কারন তার Knight/Prince Dragon এর হাতে শুরুতেই মারা যায় বাচাতে আসার সময় 😆

গেমটির Funny Concept টা আমাকে হাসিয়েছে। মানে ভেবে দেখুন আমাদের সচরাচর শুনে আসা কাহিনীর সম্পুর্ন বিপরীত গল্প এখানে।

Princess নিজেই নিজেকে বাচায়। কার হাত থেকে? Tower ও Dragon এর হাত থেকে। কিভাবে?

গেমটিতে আপনাকে একটি মেয়ে ক্যারেক্টার এবং একটি Hammer দেওয়া হবে। আপনাকে সেই Hammer দিয়ে Tower এর নিচের দিকে বিভিন্ন Guards, Traps, Enemies ইত্যাদিকে মেরে মেরে Mission Complete করতে হবে।

গেমের গ্রাফিক্স + গেমপ্লে + কন্ট্রোল + কন্সেপ্ট সবকিছুই আমার কাছে বেশ ভালোই লেগেছে। কেননা একটু ভিন্ন কিছুর স্বাদ পেলে মাঝে মাঝে মন্দ হয় না।

গেমটিতে অনেক Upgrades পাবেন।তাই mod version download করে খেলার জন্যে সাজেশন রইলো।

গেমটিতে আরো যা যা পাচ্ছেনঃ

✔ Enemies that get harder and nastier as you descend.

✔ A roguelike structure where every adventure is different: if you fail you have to start over again from the top of the castle.

✔ Different princesses to free from the tower!

✔ Different power-ups to make your princesses stronger.

✔ Tons of action!

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

1) Game Name : Hungry Shark Revolution

Game Developer : Ubisoft Entertainment

Game Size : 121 MB

Required OS : 4.4+

Game Type : Offline

Game Released Date : February 22, 2013

Game Version : 9.2.0

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

অনেকেই হয়তোবা ভাবতে পারেন একবার তো Hungry Shark Game দিলামই। আবার কেন দিচ্ছি? আসলে এই গেমটি পূর্বের গেম থেকে একেবারেই ভিন্ন।

একই Concept এর উপর Based করে তৈরি করা হলেও গেমটি আগেরটি থেকেও বেশি জনপ্রিয়।

কিভাবে বলছি? গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭০ লক্ষাধিকবারেরও বেশি আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

গেমটির রিভিউ সংখ্যা দেখে হয়তোবা বুঝতেই পারছেন গেমটি কতটা জনপ্রিয়। এই গেমটির গ্রাফিক্স আগেরটির থেকে আরো ভালো।

এটিও একটি Open world action-adventure type game যেখানে আপনাকে একটি ক্ষুধার্থ হাঙরের ক্ষুধা মিটাতে হবে এবং তাকে বাচিয়ে রাখতে হবে সমুদ্রের বিভিন্ন প্রানীকে খেয়ে।

এই গেমটি আগের গেমটির থেকেও অনেক আগে রিলিজ করা হয়েছে। এই গেমটির সফলতা দেখে ডেভেলপাররা আরো দুইটি গেম তৈরি করেছে।

গেমটির গ্রাফিক্স অনেক সুন্দর। অবশ্যই আপনি 3D Graphics এর দেখা পাবেন। তার সাথে অনেক Smooth control + amazing gameplay তো সাথে থাকছেই।

অবশ্যই সাজেস্ট করবো এর Mod version টি download করে খেলার জন্যে। কারন এখানে প্রচুর upgrades আছে। আর এখানে shark পাবেন প্রচুর buy & equip করার জন্যে।

গেমটির বাকী ফিচার গুলো নিচে উল্লেখ করা হলোঃ

• Unlock more than a dozen unique sharks and other fantastic creatures

• Explore an open world both above and below the waves

• Enjoy awsome 3D graphics and sound effects

• Discover and devour mysterious creatures of the deep

• Recruit Baby Sharks to boost your predatory powers

• Equip awesome accessories like Lasers, Jetpacks and Top Hats!

• Find and collect sunken Bonus Objects

• Sink your teeth into loads of challenging missions

• Activate Gold Rush to survive longer and score higher

• Take part in regular in-game events and win limited edition prizes

• Attack with intuitive touch or tilt controls

• Play offline wherever you are – no Wi-Fi needed!

• Synchronize your game easily across Android devices

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন।

পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার।

আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো।

যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন।

তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি।

আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে?

আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই।

তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

The post Android এর 5 টি Best Adventure Games (Part-2) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/2iq5P4G
via IFTTT