ট্রিকবিডিতে সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।আমিও অনেক ভালো আছি।আজ আপনাদের জন্য নিয়ে আসলাম CBNK নামে নতুন একটা জাভা রেসিং গেমের রিভিউ ।

আমি আগেই বলেছি যে, এটি একটি নতুন গেম।এই গেমটির গ্রাফিক্স এবং ব্যকগ্রাউন্ড অনেক সুন্দর…বলতে গেলে অতুলনিয়।

সবদিক দিয়েইএই গেমটি অনেক ভালো একটি রেসিং গেম,,কিন্তু ট্রিকবিডিতে দেখলাম এরকম একটি ভালো গেম নিয়ে কেউ পোস্ট করেনি.,তাই পোস্টটি করলাম।আপনারা হয়তো জানেন মানুষ মাত্রই ভুল হয়।আর আমিও একজন মানুষ আমার পোষ্টে যদি কোন ভুল ক্রুটি হয়।তাহলে কমেন্টে গালা গালি না করে ভুলটা ধরিয়ে দিবেন।

আপনারা হয়তো আমার পোষ্টের টাইটেল দেখেই বুজে গেছেন আজ কি নিয়ে পোষ্ট করবো।আজকেরএই গেমটি এতই ভালো যে আমি যদি এই গেমটির প্রশংসা করি তাহলেও কম হয়ে যাবে।

*তো অনেক কথা বললাম এবার গেমটির রিভিউ দেখে নেওয়া জাক *

গেম রিভিউ:-



Game Name: CBNK

Game Size: 396 Kb

Game Version: 5.0.6

Game Type: .jar

Game Vendor: VGM

Game ScreenSize: 240*320

গেমটির Description তো দেখে নিলেন।এখন চলুন দেখে নেয়া যাক গেমটি কীভাবে খেলবেন।

গেমটি চালু করলে নিচের স্ক্রিনশটের মতো কয়েকটি পেজ দেখতে পাবেন।এগুলোতে কিছু প্রেস না করে জাস্ট ওয়েট করুন।




এরপর নিচের স্ক্রিনশটের মতো আপনার কাছে Language সেলেক্ট করার অপশন আসবে।

Language সেলেক্ট করার পর নিচের স্ক্রিনশটের মতো আপনার কাছে সাউন্ড এবং ভাইব্রেশনের জন্য পারমিশন চাইবে।



অতপরঃ আপনি নিচের মতো অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে Play সেলেক্ট করে ওকে প্রেস করবেন।

এরপর নিচের স্ক্রিনশটের মতো দুটি পেজ পাবেন।প্রথমে আপনাকে স্কিপ করতে হবে।স্কিপ করার পর সব বাতি অন হলে খেলা চালু হয়ে যাবে।


এখন নিচের স্ক্রিনশটে দেখুন, এখানে খেলা শুরু হওয়ার সাথে আপনাকে দিকনির্দেশনা দেওয়া হবে.. এই দিকনির্দেশনা মেনেই আপনাকে খেলতে হবে।





তবুও বলে রাখা ভালো,, ডানে যাওয়ার জন্য 6, বামে যাওয়ার জন্য 4, লাফানোর জন্য 2 এবং গাড়ির গতি বাড়ানোর জন্য 5 প্রেস করতে হবে।





জাভা গেম প্রেমিদের কাছে আমার একটাই অনুরোধ, যারা জাভা গেম খেলতে ভালোবাসেন, তারা একবার হলেও এই গেমটি খেলুন।তাহলেই এই গেমটির মজা বুঝতে পারবেন।

আশা করি গেমটির রিভিউ ভালোই লেগেছে।ওপরের নিয়ম ফলো করে গেমটি খেলতে থাকুন।গেমটি একটি রেসিং গেম এবং অনেক সুন্দর গেম।তাই ভাবলাম আপনাদের সাথেও গেমটা শেয়ার করি। তাহলে গেমটা ডাউনলোড করে খেলতে থাকুন।নিচে ডাউনলোড লিঙ্ক দেয়া হল:-

Download Game

আজকে এই পর্যন্তই।দেখা হচ্ছে পরবর্তী পোস্টে।ততক্ষন পর্যন্ত ভালো থাকুন… সুস্থ থাকুন… ট্রিকবিডির সাথেই থাকুন।ধন্যবাদ।

The post [hot post]জাভা ইউজাররা নিয়ে নিন অসাধারন গ্রাফিক্সসহ নতুন একটি জাভা রেসিং গেম। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/J3V8QRq
via IFTTT