ব্লগিং করে কত টাকা আয় করা যায় ? এই প্রশ্নটা সবাই করে। একজন ব্লগার কত টাকা ইনকাম করে, এটা সঠিক কোন হিসাব নাই। কারণ একজন ব্লগার বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারে, যেমন

  • এডসেন্স এর মত এড নেটওয়ার্ক থেকে ইনকাম
  • স্পন্সর এর মাধ্যমে ইনকাম
  • এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম
  • ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে ইনকাম

বাংলা ব্লগিং সাইট : আমার অ্যাডসেন্স থেকে CPC প্রমাণ দেখালাম

উপরের চিত্রটিতে দেখেছেন, আমার ওয়েবসাইটে সিঙ্গাপুর ভিজিটরদের দিয়ে 12 পেজ ভিউ থেকে  1টা Ads এ  ক্লিক আসছে। তার মানে সিঙ্গাপুর থেকে আমার প্রতি-ক্লিকের খরচ (CPC) এসেছে $0.67 এটা কিন্তু অনেক অনেক কম

কিন্তু  মেক্সিকো থেকে 1 টা পেজভিউ এ 1 টা ক্লিক এসেছে এবং এখানে আমাকে ডলার দিয়েছে $3.15. তারমানে নেদারল্যান্ডস থেকে প্রতি-ক্লিকের খরচ (CPC) এসেছে $3.15. অর্থাৎ 3 ডলার থেকেও বেশি।

সুতরাং বুঝতেই পারতেছেন সিঙ্গাপুর তুলনায় অন্য দেশের প্রতি-ক্লিকের খরচ (CPC) অবস্থান।

তবে একজন ব্লগারের শুধুমাত্র এডসেন্স থেকে ইনকাম প্রতিমাসে 500 থেকে 3000 ডলার হয়ে থাকে। যদি আপনি ইংলিশ কনটেন্ট লেখেন তাহলে বেশি টাকা ইনকাম করতে পারবেন, কারণ ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং যদি উন্নত কান্ট্রি থেকে আপনার বাংলা ব্লগিং সাইট এ ভিজিটর আসে, তাহলে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন।

 ইউএসএ’র দর্শকদের কাছে কোন ads দেখানোর জন্য বেশি টাকা খরচ করতে হয়, কারণ সেখানে প্রতিদ্বন্দ্বী খুবই বেশি। সেই তুলনায়  বাংলাদেশী কোন ads দেখানো খরচ কম

বাংলা ব্লগিং সাইট দিয়ে বাংলাদেশে যারা ব্লগিং করে, তাদের ইনকাম 60,000 থেকে 10,0000 টাকা হয়ে থাকে, কারণ বাংলাদেশি ভিজিটর দের জন্য প্রতি-ক্লিকের খরচ (CPC): তুলনামূলকভাবে কম।  

তবে এখন চিন্তার কোন কারণ নেই। বর্তমানে বাংলাদেশে cpc  বাড়তেছে। কারণ বাংলাদেশের মানুষ অনলাইন ভিত্তিক হয়ে গেছে এবং অনেক ব্যবসাপ্রতিষ্ঠান অনলাইনে ads  দিচ্ছে।

মোবাইল দিয়ে ব্লগিং, আমি কি মোবাইলে ব্লগিং করতে পারব?

হ্যাঁ, আপনি অবশ্যই মোবাইল দিয়ে ব্লগিং করে ইনকাম করতে পারবেন। এখন অনেকেই মোবাইল দিয়ে ব্লগিং করে অনলাইন থেকে ইনকাম করে।

এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে মোবাইল দিয়ে ব্লগিং করে ইনকাম করবো?

ব্লগিং করে ইনকাম করতে চাইলে প্রথমে আপনাকে বুঝতে হবে ব্লগিং টা কি? ব্লগিং সম্পর্কে বিস্তারিত জানার পর আপনার একটি ওয়েবসাইট বানাতে হব। এবং সেই ওয়েবসাইটে গুগল এডসেন্স অ্যাপ্রুভ করে, সেখান থেকে ইনকাম করতে পারবেন।

এখনো অনেকের মনে প্রশ্ন আসতে পারে। ওয়েবসাইট বানাতে তো কম্পিউটার লাগে, আমারতো কম্পিউটার নেই, আমি মোবাইল দিয়ে কিভাবে ওয়েবসাইট বানাবো? 

সত্যি বলতে অলস মানুষের অজুহাতে কোন অভাব নেই। মোবাইল দিয়ে এখন সবকিছুই করতে পারবেন, শুধু আপনাকে কাজ শিখার আগ্রহ থাকতে হবে। মোবাইল দিয়ে কিভাবে একটি ওয়েবসাইট বানাবেন,

 এই সম্পর্কে আমি একটি ফ্রি কোর্স প্রকাশ করেছি। ফ্রিতে এই কোর্সটি করার মাধ্যমে আপনারা একটি ব্লগিং সাইট তৈরি শিখতে পারবেন। আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি দেওয়া হলো: https://websoriful.com/courses/

শেষ কথা

এই পোস্টটি আপনাদের মোটিভেশন এর জন্য দেওয়া হয়েছে। এখানে আমি আমার ব্লগিং ইনকাম এর cpc শেয়ার করেছি, আশা করি আপনারা মোটিভেট হবেন। ভুল ত্রুটি মার্জনীয়

ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম, মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম সম্পর্কে আরো বিস্তারিত জানতে, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

 

The post ব্লগিং করে কত টাকা আয় করা যায় ? -মোবাইল দিয়ে ব্লগিং appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/aUPz0Mf
via IFTTT