হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন?

আশা করি সবাই খুব ভালো আছেন,

আমিও খুবই ভালো আছি।

আজ আমি নিয়ে এসেছি টিকটক ভিডিও ভাইরাল এবং একাউন্ট গ্রো করার কার্যকরী কিছু উপায় নিয়ে।
আমার দেখানো নিয়ম অনুসরণ করে যদি আপনারা সেটিংসগুলো সেট করে নেন, তবে অবশ্যই আপনার একাউন্ট গ্রো হবে।

★ আর পোস্ট শুরু করার আগে আরেকটি কথা,

★ যদি পোস্টের ভিতর কোনো ভুল থেকে থাকে, তাহলে আপনারা দয়া করে কমেন্টে ধরিয়ে দেবেন।

★তো চলুন শুরু করি।

★ প্রথমেই আপনি আপনার প্রোফাইলে গিয়ে (…) থ্রি ডট অপশনে ক্লিক করে সেটিংসে যাবেন।

★ তারপর এখানে খুঁজে বের করুন (content preferences)
এই অপশনটি।

★খুঁজে বের করে এই অপশনে ক্লিক করুন।

★তারপর নিচের স্ক্রিনশটের মত একটা পেইজ আসবে।
[762015]

★ এখানে Video language অপশনে ক্লিক করুন।

★ তারপর নিচের স্ক্রিনশট এর মত একটা পেইজ আসবে, এখানে নিচের মত একটা পেইজ আসবে ।

★ এরপর Add language অপশনে ক্লিক করুন।

Add language অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিনশটের মত অনেকগুলো ভাষা আসবে।

★ এখানে আপনি ঐ ভাষা মার্ক করে দেবেন, যেগুলোতে আপনি ভিডিও তৈরী করেন।

★যদি আপনি একাধিক ভাষায় ভিডিও তৈরী করেন তাহলে আবারো Add language অপশনে ক্লিক করে আবারো ভাষা যোগ করে নেবেন।

★ ★★ প্রথম স্টেপ শেষ

এরপর আপনারা আরেকটি কাজ করবেন।

★ আবারো প্রোফাইলে গিয়ে (…) থ্রি ডট অপশনে ক্লিক করে
Settings d Privacy অপশনে যাবেন।
[762022]

★ Settings & Privacy অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিনশটের মত অনেক অপশন আসবে।

এই সবগুলো অপশন আপনারা অন করে নীল করে দেবেন।

তারপর বেড়িয়ে আসবেন।

বাস্,

(কাজ শেষ)

তো বন্ধুরা, আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে।

এই নিয়মগুলো যদি আপনি মেনে সেটিংস সেট করে নেন, তাহলে অবশ্যই আপনার একাউন্ট গ্রো হবে।

আমি আমার পোস্ট আর দীর্ঘ করতে চাইনা,

আজ এখানেই শেষ করছি।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন,
এবং ট্রিকবিডিরসাথেই থাকবেন।

নমস্কার

The post টিকটকে ভিডিও ভাইরাল বা একাউন্ট গ্রো হচ্ছেনা? তাহলে এই পোস্টটি দেখুন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/9H0svdy
via IFTTT