সকলে কেমন আছেন,
আশা করি ভালো আছেন,

বর্তমান সময়টা যেন স্মার্ট ফোনেরই সময়। সবক্ষেত্রে বাড়ছে স্মার্ট ফোনের ব্যবহার। প্রতিটা ফোন যেমন আর্কষনীয়,তেমন পারফর্মেন্স।

দারুন কাজের এ স্মার্ট ডিভাইসকে ব্যবহারকারীদের কাছে আরও আকষর্ণীয় করে তোলার জন্য রয়েছে নানা রকম সেন্সর।

এসব সেন্সরের কাজ কি? কিংবা ফোনে কি কি সেন্সর রয়েছে তা অনেকের কাছেই অজানা।

তবে এখন থেকে কি সেন্সর ব্যবহার করা হচ্ছে, এখন তা আর কারো কাছে অজানা থাকবে না। আপনি আপনার ফোনে ‘অ্যান্ড্রো সেন্সর’ নামের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে সেন্সর সর্ম্পকে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন।

অ্যাপটি প্লে-স্টোর থেকে সম্পূর্ন বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

অথবা,অ্যাপটি সরাসরি নিচ থেকে ডাউনলোড করে নিন:-

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন,

এটির মাধ্যমে স্মার্টফোনে কি কি সেন্সর সক্রিয় আছে সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।


প্রতিটি সেন্সরের কাজ কি তা জানা যাবে অ্যাপটির মাধ্যমে।



অ্যাপটি স্মার্টফোনের ব্যাটারি, তাপমাত্রা সম্পর্কেও জানাবে।

কোন সেন্সরটি কি পরিমান চার্জ ব্যয় করে তাও জানা যাবে এটির সাহায্যে।



অ্যাপটিতে কোন রকম বিরক্তিকর বিজ্ঞাপন নেই।

ইন্টারনেট সংযোগ ছাড়া অ্যাপটি কাজ করবে।

বি:দ্র: আমার ফোনে সবগুলো সেন্সর কাজ করে না,তাই সব সেন্সর এর ব্যাপার বিস্তারিত লিখতে পারলাম না, এই জন্য আমি দু:খিত। তবে আশা করি আপনি নিজে ব্যবহার করলেই বুঝতে পারবেন।

অ্যাপটি গুগল প্লেতে 4.4 রেটিং প্রাপ্ত।

এক মিলিয়ন এরও অধিক বার অ্যাপটি এখন পর্যন্ত ডাউনলোড করা হয়েছে।

ধন্যবাদ

The post দেখে নিন আপনার স্মার্টফোনে কয়টি সেন্সর সক্রিয় আছে এবং সেই সব সেন্সরের কি কি কাজ! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/7UfbBLg
via IFTTT